পৃথিবীর আজ কঠিন অসুখ
পরিবেশর বিষাক্ত দূষন--বিষে
পৃথিবী আজ সংক্রামিত
তাই একটু-- একটু করে
প্রতিদিন--প্রতি নিয়তো
হারিয়ে যাচ্ছে তার সব সুখ
আর পৃথিবী
ভিতরে--ভিতরে যাচ্ছে ক্ষয়ে-----
যার বার্তা আমাদের মাঝে
কখনো -- কখনো আসছে ধেয়ে----
আমরা মানুষ
পৃথিবী তোমার মাঝেই থাকি
অথচ, আজও
পৃথিবীকেই হয়নি ভালো করে দেখা
জানতে চাইনা পৃথিবীর আছে যে কত ব্যথা
চাইনা জানতে তার সেই যন্ত্রনার কথা
ভালো করে একটি বার
তাকাই না কেউ আমরা পৃথিবীর পানে
জানি না------
এমনি করে চলবে আর কতদিন
কে তা জানে
পৃথিবীর অসুখটা যে
আমাদের অশনি সংকেত
সে কথা ভাবছি না আমরা কেউ
বসে --বসে সবাই দেখছি
নগর -- সভ্যতার ঢেউ
এমনি ভাবে চললে একদিন
শেষ হয়ে যাবে শিল্প--সভ্যতা
শেষ হবে জমি---বাড়ি
তাই এসো আমরা সবাই মিলে
এক দূষন মুক্ত পরিবেশ গড়ি
আজ আমাদের হাতে- হাত রেখে
করতে হবে প্রতিজ্ঞা
দূষন কমাবো আমরা কমাবোই
হে পৃথিবী
তোমাকে আর করবো না
আমরা অবজ্ঞা
Comments