স্মল বিজনেস আইডিয়া পর্ব-১
মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে
ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা।
নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা
থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি
শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের
স্বাধীন ব্যবসা।
*ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা*
আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে
ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার
আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল
ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন।
আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া
খামের ব্যবসা।
এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে
পারেন।
১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে।
২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে।
যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা
করতে করতে👇
তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড
চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন।
ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল
পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি
গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ওল্ড চিনেবাজার
দেখিয়ে দেবে।
এই খাম গুলি ২",৩", ৪",৫", ৮"সাইজে হয়।
ওষুধ দোকানে সাধারণ ৫"ও ৮" ইঞ্চি মাপের সাইজের খাম
বেশি ব্যবহার করে। তাই এই সাইজের মাপের খাম আপনি
কিনবেন।
যদি আপনি নিজেই নিজের বাড়িতে বসে এই খাম তৈরী করতে চান। তার জন্য আপনাকে আপনার স্হানীয় সরকারি
অফিসে যোগাযোগ করে এই কাগজ গুলো খুব অল্প দামে
কিনে নিতে হবে। এই কাগজের এক পিঠে কম্পিউটার টাইপ
করে লেখা থাকে। আর এক পিঠ সাদা থাকে।
বছরের শেষে এই কাগজ গুলো সরকারি অফিস থেকে
কাগজওলাকে পুরোনো কাগজের মূল্যে কেজি দরে বিক্রি করে। আপনি সেগুলো কম দামে কিনতে পারবেন।
এছাড়াও ওষুধ দেওয়া এই খাম তৈরির এই কাগজ গুলো
আপনি। শিয়ালদহ কাছে বৈঠক খানা লেনে কম দামে
কেজি দরে কিনতে পারবেন।
এই খাম তৈরী করতে আপনার লাগবে একটি কাঁচি আর
গাম আঠা।
এই খাম আপনি তৈরি করবেন কিভাবে----?
আপনি প্রথমে কোন ওষুধের দোকান থেকে একটি খাম
সংগ্রহ করুন।
এবার ওই খামটিকে একটি জলভর্তি গামলায় ৫ মিনিট
ভিজিয়ে রাখুন।
তারপর জল থেকে খামটিকে তুলে খুব সাবধানে আঠা দিয়ে
জোরা মুখ খুলে ফেলুন। এই ভেজা খামটিকে এবার ৩০মিনিট শুকতে সময় দিন।
এবার এই কাজটিকে আপনি মোটা কাগজের উপর রেখে
খামের ধার বরাবর পেনদিয় দাগ দিয়ে দিন।
এবার কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে ফেলুন । আপনার
খাম তৈরির ডাইস তৈরি হয়ে গেল।
এবার এই ডাইসটিকে আপনি খাম তৈরির যে কাগজ কিনে
এনেছেন সেই কাগজের সাদা পিঠের উপর বসিয়ে কাঁচি দিয়ে কেটে ফেলুন। আপনার খাম এবার তৈরি----
এবার ৮০টি করে ব্যান্ডেল করুন এই ভাবে ৫টি ব্যান্ডেল
একসাথে করে একটি ব্যান্ডেল করুন।
অর্থাৎ ৪০০টি খামের একটি ব্যান্ডেল করুন এবং ওষুধের দোকানে বিক্রি করুন।
বাজারে এই ৪০০টি খামের ব্যান্ডেল কে ৫০০হিসাবে বিক্রি হয়।
এই ব্যবসাটি আপনি শুরু করে দেখতে পারেন।
*************************************************
বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
আমার এই লেখাটি আপনার কেমন লেগেছে জানাবেন
আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম
*************************************************
প্রতিদিন আমার ব্লগে এই রকম নানান রকমের স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা আমি লিখবো।
আপনি চাইলে আমার ব্লগে এই লেখাগুলো পড়তে পারবেন।
আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও আপনার বন্ধুরদের
শেয়ার করবেন।
--------------------------------------------------------------------------------
Comments