স্মল বিজনেস আইডিয়া পর্ব--৩
মাএ ৫০০০.০০( পাঁচ ) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে
ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যাবসা করুন।
আজকের স্মল বিজনেস আইডিয়াটি হলো এ্যাকোরিয়ামে
রঙিন 🎏 মাছের ব্যাবসা।
এই রঙিন মাছের ব্যাবসা আপনি দুই ভাবে শুরু করতে
পারেন।
১। বায়োফ্লোক পদ্ধতিতে পাকা বাড়ির ছাদে এই রঙিন
মাছের চাষ করে।
২। এ্যাকোরিয়ামে রঙিন মাছ বিক্রি করে।
এই সুন্দর ঝুঁকি বিহীন লাভজনক ব্যবসাটি শুরু করার
আগে এই রঙিন মাছের সমন্ধে একটু সাম্যক ধারনা
থাকা দরকার।
যেমন এই এ্যাকোরিয়ামে কখনো পুকুরের জল , নদীর জল
দিতে নেই । এ্যাকোরিয়ামে সব সময় টাপ কলের জল দিতে
হয়। এই জলে প্রতি ২০ লিটার জলে এক চা চামচ (৫ গ্রাম) সিন্ধু লবন মেশাতে হবে।
এ্যাকোরিয়ামে জলের তাপ মাত্রা ঠিক রাখার জন্য একটি ছোট
ইলেকট্রিক মেশিন বসাতে হবে।
যা এ্যাকোরিয়াম কেনার সময় সেট করে দেওয়া হয়।
প্রতি মাছ পিছু সারাদিনে ২ খানা খাবার দিতে হয়।
দুইটির বেশি দানা খাবার দিতে নেই। বেশি খাবার খেতে দিলে
মাছ মরে যায়।
কখনো কোথাও বাইরে বেড়াতে গেলে ট্রাভেল ফুট মাছেদের
দিতে হবে।
এ্যাকোরিয়ামে এই রঙিন মাছের ট্রাভেলফুট আবার অনেক
রকমের হয়।
যেমন ৭দিনের জন্য , ১০ দিনের জন্য , ১৫ দিনের জন্য ,৩০ দিনের জন্য ইত্যাদি।
এরকম সাম্যক ধারনা থাকতে হবে।
এই সব ধারনা আপনি যার কাছ থেকে রঙিন মাছ কিনে
ব্যবসা করবেন তিনি আপনাকে এসব ভালো করে বুঝিয়ে
দেবেন।
এই এ্যাকোরিয়ামে রঙিন মাছের ব্যাবসা করতে চান তাহলে
এনার সাথে যোগাযোগ করতে পারেন ।
ইনি খুব কমদামে একুরিয়ামের AtoZ সব কিছু পাইকারি দামে বিক্রি করে থাকেন।
একজন পাইকারি রঙিন মাছ বিক্রেতা ঠিকানা
তোতন এ্যাকোরিয়াম সেন্টার
তোতন সরকার
বহরমপুর মুর্শিদাবাদ
ফোন নম্বর 👉 8906585650
এনার কাছে রঙিন মাছ , এ্যাকোরিমের যাবতীয় জিনিস
খুব কম দামে পাইকারি কিনতে পারবেন।
এছাড়াও ওনার কাছে নানান রকমের পাখি , খরখোস , বিভিন্ন প্রজাতির 🐕 কুকুরের বাচ্চা কিনতে পারেন।
আপনি চাইলে এই গুলা বিক্রি করতে পারেন।
এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতার গোলস্ট্রীট বা গলফস্ট্রীট
অঞ্চলে এই রঙিন মাছের পাইকারি হাট আছে।
আপনি চাইলে সেখান থেকে পাইকারি দামে কিনতে পারবেন। এছাড়াও আপনি এখানে রকমারি পাখি , নানান প্রজাতির 🐕 কুকুরের বাচ্চা কিনতে পারবেন।
বর্তমানে এই এ্যাকোরিয়াম শুধু ঘর সাজানোর জন্য নয়।
এর অনেক ভালো গুন থাকার জন্য এ্যাকোরিয়ামের ব্যাবসা
খুব জনপ্রিয় হয়ে উঠেছে।
বাড়িতে এই এ্যাকোরিয়াম রাখলে শুধু বাড়ির স্টেটাস বৃদ্ধি পায় না। বাড়ির শ্রীবৃদ্ধিও ঘটে।
ফেঙস্যুই বা বাস্তু বিশেষজ্ঞদের মতে এই এ্যাকোরিয়াম
বাড়িতে রাখলে বাস্তুর নানান দোষ কাটে, এই এ্যাকোরিয়াম
বাড়িতে রাখলে বাড়ির ছেলে - মেয়েদের লেখাপড়া ভালো হয়।
বাড়ির উন্নতি হয়।
সায়েন্স বলেছে এই রঙিন মাছের এ্যাকোরিয়ামের দিকে কিছুক্ষন তাকিয়ে থাকলে আমাদের নানান ধরনের মানসিক চাপ দূর করে।
তাই বর্তমানে এখন অনেকেই তাদের বাড়িতে, চেম্বারে, দোকানে, শোওয়ার ঘরের মধ্যে এই এ্যাকোরিয়াম রাখছেন।
তাই আপনি যদি একটু লোকালিটি জায়গায় ছোট একটা
জায়গা আর মাএ পাঁচ হাজার 💰 টাকা পুঁজি নিয়ে
ঝুঁকি বিহীন লাভজনক এই ব্যাবসাটি করেন।
তাহলে অল্পদিনের মধ্যেই আপনার ব্যাবসাটি উন্নতি হবে।
আপনি চাইলে এই ব্যাবসাটি শুরু করে দেখতে পারেন।
ব্যাবসা যেহেতু আপনি করবেন তাই ব্যাবসা করার আগে আপনি ভালো করে সব কিছু বুঝে নেবেন।
কাউকে টাকা পয়সা দেওয়ার আগে আপনি সবকিছু খুব ভালো করে যাচাই করে নেবেন।
যাতে করে ভবিষ্যতে আপনাকে ঠকতে না হয়।
****************************************************
বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
আমার এই লেখাটি আপনার কেমন লেগেছে জানাবেন।
আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম।
****************************************************আমার এই ব্লগে আমি বেশ কয়েকটি স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি।
আপনি চাইলে আমার ব্লগে এই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
আমার এই লেখা পড়ে আপনার ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন।
****************************************************
Comments