স্মল বিজনেস আইডিয়া পর্ব---৬
আজ আমি স্মল বিজনেস আইডিয়া পর্ব-৬
আপনার সাথে শেয়ার করবো এমন একটা বিজনেস আইডিয়া। যা খুব কম লোকেই এই ব্যাবসাটির কথা জানেন
এবং খুব কম লোকেই এই ব্যাবসাটি করেন।
অথচ সারা বিশ্বে এই ব্যাবসার পন্যটির চাহিদা রয়েছে প্রচুর।
প্রবাসি বাঙালিরা থেকে শুরু করে আমেরিকা ,লন্ডন প্রভৃতি পাশ্চাত্য দেশগুলোতে এই পন্যটির চাহিদা রয়েছে প্রচুর।
ব্যাবসাটি হলো টেরাকোটা শিল্পের কাজ বা টেরাকোটা পন্যের ব্যাবসা।
বাংলার প্রাচীন ঐতিহ্যময় এই শিল্পের কাজ এখন নতুন করে কেউ শিখছেন না।
বর্তমানে কয়েকজন আছেন মাএ তারা এখন বাংলার এই প্রাচীন ঐতিহ্যময় শিল্প কে টিকিয়ে রেখেছেন।
সুদক্ষ শিল্পীর নিপুন হাতে গড়া পোড়া মাটির এই বিভিন্ন ধরনের সিনারি , প্রকৃতিক দৃশ্য,
পশুপাখির মূর্তি , মনিষীদের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তির আদলে তৈরী করা এই সমস্ত কাজ দেখে চোখ যেমন জুড়িয়ে যায়।
তেমনি এই সব শিল্পীদের কাজ আমাদের সবাইকে মুগ্ধ করবে।
নিজের উপর আত্ম বিশ্বাস ও প্ররিশ্রম করার মানসিকতা যদি
আপনার থাকে তাহলে মাএ পাঁচ হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি বাড়িতে বসেই এই ঝুঁকি বিহীন লাভজনক ব্যবসাটি শুরু করতে পারেন।
টেরাকোটা এই পন্য গুলো আপনি কোথায় এবং কিভাবে
বিক্রি করবেন------?
এই টেরাকোটা পন্যগুলো আপনি বিভিন্ন মেলায় স্টল দিয়ে
ভালো বিক্রি করতে পারবেন এবং ভালো রোজগার করতে পারবেন।
তবে এই টেরাকোটা পন্যটির অনলাইনে চাহিদা রয়েছে প্রচুর। তাই আপনি যদি এই পন্য গুলো অনলাইনে বিক্রি করেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার সাফল্য অর্জন করতে পারবেন।
আপনি কিভাবে অনলাইনে এই পন্যগুলো বিক্রি করবেন---?
টেরাকোটা এই পন্য গুলো আপনাকে অনলাইনে বিক্রি করতে
হলে প্রথমে আপনাকে আমাজন ,বা ফ্লিপকার্ট এরকম
ই-কমার্স বিজনেস সাইডে সেলার একাউন্ট খুলতে হবে।
কিভাবে আমাজন বা ফ্লিপকার্টে আপনি সেলার একাউন্ট খুলবেন-----?
আমাজন সেলার একাউন্ট খোলার জন্য আপনাকে গুগল
প্লে স্টোর সার্চ বারে টাইপ করুন আমাজন সেলার একাউন্ট
এবার ডাউনলোড করুন।
আপনার প্রয়োজনীয় তথ্য আপলোড করে সাবমিট করুন
আপনার আমাজন সেলার একাউন্ট বিনামূল্যে তৈরী হয়ে
যাবে।
কিভাবে ফ্লিপকার্ট সেলার একাউন্ট খুলবেন-----?
গুগল প্লে স্টোর সার্চ বারে টাইপ করুন ফ্লিপকার্ট সেলার হ্যাব
এবার সেলার একাউন্ট ডাইনলোড করুন।
আপনার প্রয়োজনীয় তথ্য আপলোড করে সাবমিট করুন।
আপনার বিনামূল্যে ফ্লিপকার্ট সেলার একাউন্ট তৈরী হয়ে যাবে।
সেলার একাউন্ট খুলতে প্রয়োজনে আপনি ইউটিউবে ভিডিও
দেখতে পারেন।
এবার আপনাকে একটি GST নাম্বার ক্রিয়েট করতে হবে।
এই GST নাম্বার পাওয়ার জন্য আপনি ভালো একজন ই ফাইল কনসালটেন্ট এর সাথে যোগাযোগ করুন তিনি
আপনার GST নাম্বার অনলাইনে বানিয়ে দেবেন।
খরচ হবে মাএ ১৮০০.০০ (আঠারো শত ) টাকা।
এবার আপনি সারা বিশ্বে আপনার টেরাকোটা পন্য বিক্রি
করুন। অনলাইনে বিক্রি করা এমন সুন্দর একটি ব্যবস্হা
আপনার পন্য সারা বিশ্বে বিক্রি হবে এমনকি আপনি ঘুমিয়ে থাকলেও।
কোথা থেকে আপনি এই টেরাকোটা পন্যগুলো কিনবেন--?
আমি একজন বিখ্যাত শিল্পীর ঠিকানা দিলাম।
আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন।
সঞ্জীব ভট্টাচার্য
নবগ্রাম
গঙ্গাজলঘাটি ব্লক
বাঁকুড়া
পশ্চিমবঙ্গ
এখানে আরো অনেক শিল্পীদের দেখা পাবেন, আপনি চাইলে তাদের সাথে কথা বলে দেখতে পারেন।
****************************************************বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
আমার এই লেখাটি আপনার কেমন লেগেছে জানাবেন।
আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম।
****************************************************আমি আমার ব্লগে এই রকম নানান রকমের নিত্যনতুন স্মল বিজনেস আইডিয়া নিয়ে লেখা শুরু করেছি।
আপনি চাইলে আমার ব্লগে এই লেখাগুলো পড়ে দেখতে পারেন। আমার এই লেখা পড়ে আপনার ভালো লাগলে কমেন্টে ও শেয়ার করবেন।
**************************************************
১০০০ টাকা থেকে ১০.০০০ ( এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা) পুঁজি নিয়ে স্মল বিজনেস নিয়ে আপনার কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আপনি আমাকে mondal1100mondal@gmail.com এতে ইমেল করুন।
আমি আমার যথা সম্ভব আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো।
__________________________________________________
Comments