Skip to main content

স্মল বিজনেস আইডিয়া

মাএ দুই (২০০০) হাজার টাকা পুঁজি নিয়ে , বাড়িতে বসে ,কোন মেশিন ছাড়া , শুরু করতে পারেন একটি লাভজনক ব্যবসা।

💫 ব্যবসাটি হলো হ্যান্ড স্যানিটাইজার 💫

আপনারা সবাই জানেন যে বতর্মানে কোরোনা ভাইরাসের ফলে।
বিশ্ববাপি অর্থনৈতিক ব্যবস্থা খুপ খারাপ।
এর আঁচ পড়েছে আমাদের সবার অর্থনীতিতে।
সব চেয়ে খারাপ অবস্থা বড় - বড় কোম্পানির।
তাদের অনেকেই হয় তাদের ব্যবসা বন্ধ্য করতে হতে পারে।
নয়তো ব্যবসাটি ছোট হয়ে যেতে পারে।

অপরদিকে ছোট ব্যবসা সঠিক ভাবে করতে পারলে
করোনার পরবর্তী সময়ে রূটি-রুজি ব্যবস্থা হতে পারে।

 কেবল মাএ ২০০০ (দুই ) হাজার টাকা পুঁজি নিয়ে বাড়িতে বসে
শুরু করূন আপনার নিজের একটি লাভজনক ব্যবসা।
হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবসা।

🌞 কেন করবেন এই ব্যবসা ? 🌞
বর্তমানে করোনা ভাইরাসের জন্য নয় । করোনা পরবর্তী সময়ে এই হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা সারা বছর থাকবে।
এই হ্যান্ড‌ স্যানিটাইজারের চাহিদা দিন- দিন বাড়বে কিন্তু কখনো এর চাহিদা কমবে না।

💥কি উপকরণ লাগবে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করতে 💥
১। রেকটিফাইড স্পিরিট বা বিশুদ্ধ অ্যালকোহল 
২। ডিস্টিল ওয়াটার বা RO ওয়াটার
৩। গ্লিসারিন
৪। হাইড্রোজেন পারঅক্সাইড
কেবলমাত্র এই উপকরণ গুলি দরকার।

🔥এই উপকরণ গুলি কোথায় পাওয়া যায় ?🔥
সমস্ত উপকরণ গুলি আপনার স্হানীয় এলোপ্যাথিক ওষুধ দোকানে পাবেন।

🗨️কিভাবে তৈরি করবেন ?🗨️
     প্রতি ৫০০ML তৈরীর ফর্মুলা
১। বিশুদ্ধ অ্যা লকোহল           ৪৫০ ML
২ RO ওয়াটার (জল).               +২০ML
৩। গ্লিসারিন                              +২০ML
৪।হাইড্রোজেন পার অক্সাইড ‌ ‌  ‌+  ১০ML
--------------------------------------------------------------
                                             মোট ৫০০ML
আপনার হ্যান্ড স্যানিটাইজার তৈরী এবার ৫০/১০০ML
বোতলে ভরে বাজারে বিক্রি করুন।

⭐🍶বোতল কিনবেন কোথায় ?⭐
কলকাতার এজরা স্টিট, কলকাতার রাধা বাজারে
অনেক দোকান আছে ওখানে সুলভমূল্যে আপনি বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের বোতল পেয়ে যাবেন।
-------------------------------------------------------------------------------
মনে রাখবেন বাজারে বিক্রি করতে হলে আপনাকে অবশ্যই
ট্রেড লাইসেন্স করতে হবে । এই ট্রেড লাইসেন্স না করলে
আপনি কখনো এই প্রডাক্টটি বাজারে বিক্রি করতে পারবেন না।
-------------------------------------------------------------------------------
🌀ট্রেড লাইসেন্স সংগ্রহ কি করে করবেন ?🌀
যে কোন পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত এর কার্যালয়ে
১৮০০টাকা থেকে ২০০০টাকার বিনিময়ে আপনি এই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন অতি সহজেই।
--------------------------------------------------------------------------------
এরপর কোন অফসেট প্রেস থেকে আপনার কোম্পানীর স্টিকার তৈরী করে বোতলের গায়ে আঠা দিয়ে সেঁটে দিন 
এবং আপনার পন্যটি বাজারে বিক্রি করুন।
---------------------------------------------------------------------------------
বিঃ দ্রঃ--- এই বিষয়ে আরো কিছু জিজ্ঞাসা থাকলে
mondal1100mondal@gmail.com ম্যাসেজ করুন
আমি বিনামূল্যে আপনাকে পরামর্শ দেবো
---------------------------------------------------------------------------------
ভালো থাকবেন, সুস্থ থাকবেন
                নমস্কার 🙏


Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...