মাএ দুই (২০০০) হাজার টাকা পুঁজি নিয়ে , বাড়িতে বসে ,কোন মেশিন ছাড়া , শুরু করতে পারেন একটি লাভজনক ব্যবসা।
💫 ব্যবসাটি হলো হ্যান্ড স্যানিটাইজার 💫
আপনারা সবাই জানেন যে বতর্মানে কোরোনা ভাইরাসের ফলে।
বিশ্ববাপি অর্থনৈতিক ব্যবস্থা খুপ খারাপ।
এর আঁচ পড়েছে আমাদের সবার অর্থনীতিতে।
সব চেয়ে খারাপ অবস্থা বড় - বড় কোম্পানির।
তাদের অনেকেই হয় তাদের ব্যবসা বন্ধ্য করতে হতে পারে।
নয়তো ব্যবসাটি ছোট হয়ে যেতে পারে।
অপরদিকে ছোট ব্যবসা সঠিক ভাবে করতে পারলে
করোনার পরবর্তী সময়ে রূটি-রুজি ব্যবস্থা হতে পারে।
কেবল মাএ ২০০০ (দুই ) হাজার টাকা পুঁজি নিয়ে বাড়িতে বসে
শুরু করূন আপনার নিজের একটি লাভজনক ব্যবসা।
হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবসা।
🌞 কেন করবেন এই ব্যবসা ? 🌞
বর্তমানে করোনা ভাইরাসের জন্য নয় । করোনা পরবর্তী সময়ে এই হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা সারা বছর থাকবে।
এই হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা দিন- দিন বাড়বে কিন্তু কখনো এর চাহিদা কমবে না।
💥কি উপকরণ লাগবে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করতে 💥
১। রেকটিফাইড স্পিরিট বা বিশুদ্ধ অ্যালকোহল
২। ডিস্টিল ওয়াটার বা RO ওয়াটার
৩। গ্লিসারিন
৪। হাইড্রোজেন পারঅক্সাইড
কেবলমাত্র এই উপকরণ গুলি দরকার।
🔥এই উপকরণ গুলি কোথায় পাওয়া যায় ?🔥
সমস্ত উপকরণ গুলি আপনার স্হানীয় এলোপ্যাথিক ওষুধ দোকানে পাবেন।
🗨️কিভাবে তৈরি করবেন ?🗨️
প্রতি ৫০০ML তৈরীর ফর্মুলা
১। বিশুদ্ধ অ্যা লকোহল ৪৫০ ML
২ RO ওয়াটার (জল). +২০ML
৩। গ্লিসারিন +২০ML
৪।হাইড্রোজেন পার অক্সাইড + ১০ML
--------------------------------------------------------------
মোট ৫০০ML
আপনার হ্যান্ড স্যানিটাইজার তৈরী এবার ৫০/১০০ML
বোতলে ভরে বাজারে বিক্রি করুন।
⭐🍶বোতল কিনবেন কোথায় ?⭐
কলকাতার এজরা স্টিট, কলকাতার রাধা বাজারে
অনেক দোকান আছে ওখানে সুলভমূল্যে আপনি বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের বোতল পেয়ে যাবেন।
-------------------------------------------------------------------------------
মনে রাখবেন বাজারে বিক্রি করতে হলে আপনাকে অবশ্যই
ট্রেড লাইসেন্স করতে হবে । এই ট্রেড লাইসেন্স না করলে
আপনি কখনো এই প্রডাক্টটি বাজারে বিক্রি করতে পারবেন না।
-------------------------------------------------------------------------------
🌀ট্রেড লাইসেন্স সংগ্রহ কি করে করবেন ?🌀
যে কোন পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত এর কার্যালয়ে
১৮০০টাকা থেকে ২০০০টাকার বিনিময়ে আপনি এই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন অতি সহজেই।
--------------------------------------------------------------------------------
এরপর কোন অফসেট প্রেস থেকে আপনার কোম্পানীর স্টিকার তৈরী করে বোতলের গায়ে আঠা দিয়ে সেঁটে দিন
এবং আপনার পন্যটি বাজারে বিক্রি করুন।
---------------------------------------------------------------------------------
বিঃ দ্রঃ--- এই বিষয়ে আরো কিছু জিজ্ঞাসা থাকলে
mondal1100mondal@gmail.com ম্যাসেজ করুন
আমি বিনামূল্যে আপনাকে পরামর্শ দেবো
---------------------------------------------------------------------------------
ভালো থাকবেন, সুস্থ থাকবেন
নমস্কার 🙏
Comments