কোরনা এখন গোটা বিশ্বের কাছে ভয়। তাই ভয়ে আমি ,
ভয়ে আপনি-------
বাইরে বেরোলে কোরোনা , ঘরে পেটে ক্ষুদার যাতনা।
এই দোটানায় পড়ে আপনি এখন কি করবেন------?
এখনি ভাবার সঠিক সময় । হয়তো আর কয়েকদিন
পরে লকডাউন একটা সময় উঠে যাবে।
কিন্তু করোনার ভয় আরো কয়েক মাস , হয়তো বা কয়েক
বছর আমাদের তাড়া করে বেড়াবে।
আর তার ফলে আমূল বদলে যাবে দেশের অর্থনীতি।
বদলে যাবে আমাদের দৈনন্দিন জীবনের সেই চেনা ছবি।
আর তাই আমাদেরও জীবন---জীবিকার স্বার্থে বদল
আনতে হবে।
কারন অর্থনিতির এই মন্দার প্রভাব পড়বে কম বেশি
আমাদের সবার জীবনে।
একদিকে যেমন কাজের বাজার কমে যাবে। অনেকেই
হয়তো বা তার কাজ হারাবেন , কারো হারিয়ে যাবে
এতদিন করে--কর্মে খাওয়া 🍞 রুটি -- রুজির সেই
চেনা জানা রাস্তাটা।
কিন্তু তবুও এগিয়ে যাবে সময় , এগিয়ে চলবে জীবন।
আর এই জীবনটাকে সচল করে এগিয়ে রাখতে হলে----
এই লকডাউনের সময় ঘরে বসে আপনি আগামী
দিনের পরিকল্পনা করেছেন তো-------?
আর যদি এখনো সেই পরিকল্পনা না করে থাকেন। তাহলে
এখুনি আপনার আগামীদিনের পরিকল্পনা তৈরী করে ফেলুন। যাতে করে লকডাউন উঠে গেলেই আপনি আপনার
পরিকল্পনা মত কাজটি করতে পারেন।
হয়তো বলবেন কি পরিকল্পনা করবো--?
হয়তো বলবেন কি করে পরিকল্পনা করবো---?
এই নিয়ে আমি কয়েকটা পরিকল্পনার কথা কয়েকটি পর্বে
আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি--------------।
👉সব্জি বিক্রি করেন যারা
👇
আজকের পর্ব - ১
যারা এতদিন বাজারে বসে সব্জি বিক্রি করতেন----
আপনারা লকডাউন উঠে যাওয়ার পর । আপনার এই
সব্জির ব্যবসাটিকে এখন থেকে একটু মডিফাই করুন।
যেমন একটি হ্যান্ডবিল ছাপান , আর আপনার কাছে
যারা সবজি কিনতে আসবেন। তাদের প্রত্যেকে একটি করে
সেই ছাপানো হ্যান্ডবিল দিয়ে দেবেন। আর সেই হ্যান্ডবিলে
আপনি লিখুন এবার থেকে রোজ আপনি বাড়ি বাড়ি সব্জি পৌঁছে দিয়েআসবেন।
একেবারে ফ্রী হোম ডেলিভারিতে-----
তাই কার কি সবজি প্রয়োজন , কতখানি প্রয়োজন ,
তারা যেন আগেরদিন আপনাকে ফোন করে জানিয়ে
দেন। আর আপনি তাদের ফোনে দেওয়া অর্ডার অনুযায়ী
সবজি তাদের বাড়িতে আপনি ফ্রি হোম ডেলিভারি দিয়ে
আসবেন।
মনে রাখবেন আপনি যখন এই সবজি আপনার খদ্দেরের কাছে পৌঁছাতে যাবেন। তখন অতি অবশ্যই মুখে ম্যাক্স এবং
✋ হাতে গ্লাভস পরবেন। একটি কাছে হ্যান্ড স্যানিটাইজার
এর শিশি সাথে রাখবেন। খদ্দেরের হাতে সবজি তুলে দেওয়ার আগে আপনি নিজে এবং খদ্দেরের হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিস্কার করে নেবেন।
সবজি গুলো আপনি প্লাস্টিকের ক্যারি ব্যাগে দেবেন না।
বাদামী রঙের কাগজের ঠোঙ্গায় ভরে দেবেন।
সবজি গুলো যতটা সম্ভব টাকাটা দেওয়ার চেষ্টা করবেন।
এতে করে আপনার খদ্দের আপনার প্রতি সন্তুষ্ট হবেন।
এবং আপনার ব্যবসাটি অল্প কয়েক দিনের মধ্যেই জনপ্রিয়তা পাবে। আর আপনি খুব তাড়াতাড়ি পাবেন
সাভল্য।
এই পদ্ধতিতে ব্যাবসা না করলে , আগামী দিনে আপনি
আপনার এই সব্জির ব্যবসাটিকে টিকিয়ে রাখতে পারবেন
না বেশি দিন।
আপনি মানুন আর মানুন আগামীদিনের ব্যাবসা এই
পদ্ধতিতে হবে।
**************************************************
বাড়িতে থাকুন ,সুস্থ থাকুন
আমার এই লেখাটি আপনার কেমন লেগেছে জানাবেন আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম।
ইতি ---------সমীর✍️
Comments