বর্তমানে গোটা বিশ্ব কোরনার ভয়ে আছে , আমিও আছি ,
আপনিও আছেন নিশ্চয়ই।
ভয় পাবেন না কারন ডাক্তারবাবু আপনার পাশেই আছেন
সেই সুদূর আমেরিকা থেকে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার বাবু
ডক্টর ফেরদৌস খন্দকার।
কোরনা কি , কোরনার লক্ষণ কি , কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেবেন , করণা আক্রান্ত হলে কি করবেন।
এরকম নানান প্রশ্নের উত্তর , সহজ ও সরল ভাবে ডক্টর খন্দকার বিশ্লেষণ করছেন। যা আমরাদের উদ্বুদ্ধ করবে।
জানি বলবেন আরে সেই কবে থেকে , খবরের কাগজ , ফেসবুক , ইউটিউব , এবং নানান টিভি চ্যানেলে অভিজ্ঞ বিশেষজ্ঞদের , এই করোনা সম্বন্ধে নানান পরামর্শ শুনতে শুনতে একেবারে মুখস্ত হয়ে গেছে।
তবুও বলবো একবার , প্লিজ একবার এই ডাক্তারবাবুর মূল্যবান কথাগুলো শুনুন।
আমিও বিভিন্ন খবরের কাগজে , ফেসবুক লাইফ পেজে,
বিভিন্ন ইউটিউব চ্যানেলে, এমনকি নানান টিভি চ্যানেলের
ওই অভিজ্ঞ বিশেষজ্ঞদের পরামর্শ শুনেছি।
কিন্তু এই ডাক্তারবাবুর বক্তব্য ও পরামর্শ , সত্যিই অন্যরকম।
এই অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ফিজিশিয়ান ডাক্তার-----
ডক্টর ফরদৌস খন্দকারের বাংলাদেশে বাড়ি হলেও , উনি দীর্ঘদিন ধরে-----
আমেরিকায় ডাক্তারি করছেন। বর্তমানে উনি নিউ ইয়র্কে
কর্মরত চিকিৎসক হিসেবে রয়েছেন।
ওনার সুন্দর কণ্ঠস্বর , বচন শৈলী , এবং মূল্যবান পরামর্শ
সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।
তাই বলছি ওনার একবার এই মূল্যবান ভিডিওগুলি দেখুন।
জানি বলবেন , আজকে কবিতা বা গল্প না লিখে । হঠাৎই এই ডাক্তারবাবুর গুণকীর্তন কেন লিখতে বসলাম----?
কবিতা , গল্প লেখার দম ফুরিয়ে গেছে-----?
উত্তরে বলি না , না আমার দম ফুরিয়ে যায়নি।
কবিতা বা ছোট গল্প লেখার দম আমার আগেও ছিল, এখনো আছে , আশা করি ভবিষ্যতেও আমার এই দম থাকবে।
জানি বলবেন , কত----?
ডাক্তারবাবুর এই গুণকীর্তন করে -----
দালালি কত টাকা পেলাম-----?
উত্তরে বলি , আজ অব্দি আমি কারো দালালি করিনি , এবং ভবিষ্যতেও কারো দালালি করবো না এটা আমার অঙ্গীকার।
শুধু একজন মানুষ হিসেবে আমার মনে হয়েছে , এই ডাক্তারবাবুর মূল্যবান পরামর্শ গুলো , মানুষকে জানানো দরকার , তাই আজকের এই লেখাটি।
শুধু covid19 বা করোনা ভাইরাস নয় , প্রায় মানব শরীরে যেসকল রোগগুলি হয়। সেই সমস্ত সকল রোগ গুলির, একেকটি করে সুন্দর ভিডিও উনি বানিয়েছেন।
দীর্ঘ তিন বছর ধরে , প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ,
প্রত্যহ একেবারে নিয়ম করে , উনি বাংলা ভাষায় , অতি সহজ ও সরল ভাবে , সমস্ত রোগের করণীয় প্রতিকার ও সঠিক পরামর্শ দিয়ে ভিডিও বানিয়ে চলেছেন ।
শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষের জন্য।
ওনার সমস্ত ভিডিওগুলি ওনার নিজস্ব ফেসবুক পেইজ , ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল , এবং ওনার নিজস্ব ওয়েবসাইটে , নিয়মিত আপলোড দিয়ে চলেছেন।
আমাদের সবার কখনো না কখনো , কোন না কোন সময় ,
যেকোনো রোগ হতে পারে-----
ওনার এই ইউটিউব চ্যানেলটি কে , যদি সাবস্ক্রাইব করে ,
বেল আইকনটি বাজিয়ে , নোটিফিকেশন ওন করে রাখা হয়।
তাহলে ওনার সমস্ত ইউটিউব এর মূল্যবান ভিডিও গুলো , আপনি দেখতে পাবেন।
আমার মনে হয় , যদি কেউ ওনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখেন।
জীবনের কোনো না কোনো সময়ে , কাজে আসলেও আসতে পারে।
নিচে আমি ওনার , ইউটিউব চ্যানেলের নাম , ওনার ফোন নাম্বার , এবং ওয়েবসাইটি দিয়ে দিলাম।
👉 ডক্টর ফরদৌস খন্দকার
(নিউইয়র্ক)
ওনার ফোন নম্বর👉+880 1904 - 513390
বিঃ দ্রঃ যদি ওনার ফোন নম্বর বুঝতেে না পারেন,
তা হইলে আমাকে ফোন বা মেসেজ করুন, আমি ওনার ফোন নাম্বার আপনাকে দিয়ে দেব।
অনেক কষ্ট করে ওনার ফোন নম্বরটি পেয়েছি তাই কিছুটা
অস্পষ্ট।
****************************************************
আপনারা ভিডিওগুলো দেখতে চাইলে--------
আপনারা 👉 ইউটিউবে গিয়ে 👉 ডাক্তার বাড়ি সার্চ করুন --ওনার সমস্ত ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন।
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
নমস্কার 🙏
বাড়িতে থাকবেন , ভালো থাকবেন
আমার এই লেখাটি আপনার কেমন লেগেছে জানাবেন।
আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম।
---------সমীর✍️
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
্য্য্য্্য্য্য্য্য্য্্য্য্্য্য্য্্য্য্্য্য্য্য্্য্য্য্
,্য্্য্য্্য্য্্য্য্্ক্য্্য্য্্য্্য্্য্য্্য্য্্য্য্্ক্য্্য্য্্য্্য্য্্য্য্্ক্য্্য্য
।
Comments