আমার প্রিয় সাথীরা আপনারা সবাই ভালো আছেন তো--? আপনারা সবাই কেমন আছেন জানাবেন।
আমি প্রায় ১৩ দিন আমার ব্লগে কিছু লিখতে পারিনি।
কারন এই ১৩ দিন আমি বিভিন্ন ধরনের স্মলস বিজনেস
প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে শিখতে এবং জানতে চেষ্টা করেছি।
যাতে করে যে কেউ সামন্য টাকা পুঁজি বিনিয়োগ করে,
ঝুঁকি বিহীন এবং লাভজনক ব্যবসা করে। নিজের পরিবারের
রুজি রোজগারের ব্যবস্থা করতে পারেন।
আগামী দিন থেকে আমি নিয়মিত আমার ব্লগে সেই সব স্মল বিজনেস আইডিয়া গুলো আপনাদের সাথে শেয়ার করবো।
আশাকরি আগামীকাল থেকে আপনারা আমার ব্লগের
সেই লেখাগুলো নিয়মিত পড়বেন।
এই কয়দিন আমি আমার ব্লগে লিখতে না পারার জন্য
আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী।
আশাকরি আপনারা আমাকে ক্ষমা ভিক্ষা দেবেন।
Comments