Skip to main content

স্মল বিজনেস আইডিয়া পর্ব--৮

স্মল বিজনেস আইডিয়া পর্ব--৮
 আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে। যে বিজনেস নিয়ে কেউ‌ ভালো মতো এখন ভাবেননি। এই বিজনেস হতে পারে , এই বিজনেসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, তা কেউ তেমন
জানে না। আর তারা জানেন তারা এই ব্যাবসাটি করে মাসের
শেষে মোটা টাকা রোজগার করছেন।
মাএ পাঁচ হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক এই ব্যাবসাটি করে আপনি ও লক্ষ লক্ষ টাকা ইনকাম ‌করতে পারবেন অতি সহজেই।

আজকের স্মল বিজনেস আইডিয়া টি হলো বিশ্ব বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুলের ব্যাবসা।
হাঁ বন্ধুরা এই কৃষ্ণনগরের মাটির পুতুলের ব্যাবসা করে
আপনি অতি সহজেই লক্ষ লক্ষ টাকা ইনকাম ‌করতে পারবেন।
আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমাজন
অথবা ফিলিপকার্ড সার্চ বারে মাটির পুতুল লিখে সার্চ
করুন।
দেখবেন কত টাকার মাসে বিজনেস হচ্ছে। কত টাকায়
কৃষ্ণনগরের মাটির পুতুল বিক্রি হচ্ছে।
দেখলে আপনি নিজেই অবাক হয়ে‌ যাবেন।

এই ব্যাবসাটি আপনি দুই‌ ভাবে করতে পারেন-----

১। বিভিন্ন মেলায় স্টল দিয়ে বিক্রি করতে পারেন।
                            অথবা
২। আমাজন , ফিলিপকার্ড ইত্যাদি অনলাইন বিজনেস
সাইডে বিক্রি করতে পারেন।
তবে ‌অনলাইনে ব্যাবসাটি করলে লাভ হবে বেশি।
এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার ব্যবসায় সাভল্য পাবেন।
কেন না অনলাইনে বিক্রি ‌হয় সারা বিশ্বজুড়ে , তাই আপনার
বিক্রি হবে বেশি। আর‌ বিক্রি যত বেশি ‌লাভ হবে তত বেশি।

অনলাইনে বিক্রি করতে হলে আপনাকে ‌আগে একটি
সেলার একাউন্ট খুলতে হবে।
কিভাবে ‌সেলার একাউন্ট খুলবেন-----

কিভাবে আমাজন সেলার একাউন্ট খুলবেন-----?
আমাজন সেলার একাউন্ট খুলতে ‌হলে‌ আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আমাজন সেলার ।‌এবার ডাইনলোড করুন।
আপনার প্রয়োজনীয় তথ্য আপলোড করে সাবমিট করুন। আপনার সেলার একাউন্ট তৈরী।
তবে অনলাইনে বিক্রি করতে হলে আপনাকে অবশ্যই একটি GST নাম্বার নিতে হবে । এই GST নাম্বার আপনি যে কোন e -ফাইল কনসালটেন্ট অর্থাৎ ‌যারা অনলাইনে বিভিন্ন ট্যাক্স ফাইল করেন তাদের সাথে যোগাযোগ করুন। ‌তারা আপনার GST নাম্বার ‌ ক্রিয়েট করে দেবেন।
খরচ পড়বে মাএ ১৮০০ টাকা।
এবার আপনি আপনার মোবাইল ফোন দিয়ে সেই সব 
মাটির পুতুলের ছবি তুলে আপনার সেলার একাউন্টে
সেই সব ছবি আপলোড করুন।
আপনার কাজ শেষ এবার বিশ্বের বিভিন্ন ‌প্রান্ত থেকে ‌
আপনার অর্ডার ‌ আসা‌‌ শুরু হয়ে যাবে । আপনার অর্ডার  অনুযায়ী ‌আপনার‌ পন্যটি আমজনের লোক আপনার বাড়ি থেকে নিয়ে গিয়ে আপনার ক্রেতার কাছে পৌঁছে দেবে।
এবং আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‌পাঠিয়ে‌ দেবে।

বিশ্ব বিখ্যাত ‌মনোরম অতি সুন্দর এই মাটির পুতুল আপনি কোথাথেকে কিনবেন---------?
 এই  বিশ্ব বিখ্যাত মাটির পুতুল ‌আপনি‌ কিনতে পারবেন পশ্চিমবঙ্গের ‌নদিয়া জেলার ‌ কৃষ্ণনগরের ঘূরনিতে।

কিভাবে কৃষ্ণনগরের ঘূনিতে যাবেন ------? প্রতিদিন কলকাতার ‌শিয়ালদহ থেকে একঘন্টা ছাড়া ছাড়া ট্রেন কৃষ্ণনগর যায়।
এই ট্রেনে ‌আপনি কৃষ্ণনগরে নেমে যে কোনো অটো বা টৌটো‌আলাকে বললে আপনাকে  ঘূরনির পুতুলপোট্টিতে পৌঁছে দেবে।
ওখানে বহু পুতুল তৈরির কারখানা ও দোকান আছে 
আপনি সেখান থেকে আপনার পছন্দের নানান রকমের পুতুল সস্তায় কিনতে পারবেন।
আপনি যদি সত্যি--সত্যিই কৃষ্ণনগর যান তাহলে
কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি একবার ঘুরে দেখে আসবেন।
আর রসিকরাজা গোপাল ভাঁড়ের বাড়ি যেতে ভুল করবেন না যেন। 
কৃষ্ণনগরের এই পুতুল পট্টিতে শুধু মাটির পুতুল নয় ।
সিমেন্টের বিভিন্ন মূর্তি ও পাওয়া যায়।
এছাড়াও এখানে আপনি রকমারি নানান ডিজাইনের মাটির ‌তৈরি গহনা পাবেন।
এই মাটির গহনাগুলো তাঁত শাড়ির সাথে‌ ম্যাচ করে পড়তে মা --বোনেরা খুবই পছন্দ করেন।
কৃষ্ণনগরের এই মাটির গহনাগুলো তাঁত শাড়ির সাথে ম্যাচ
করে পড়লে ষোলআনা বাঙালি আনা লুক আসে।
আপনি চাইলে এই মাটির গহনাগুলো কিনে বিক্রি করতে পারবেন।
বর্তমানে এই মাটির গহনার প্রচুর চাহিদা রয়েছে সারা বিশ্বজুড়ে। 
আপনি চাইলে মাএ পাঁচ হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক এই ব্যাবসাটি করে দেখতে পারেন।
****************************************************
বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
আমার এই লেখাটি  পড়ে আপনার কেমন লেগেছে জানাবেন। 
আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম। ইতি---------সমীর✍️
***************************************************
আমি আমার ব্লগে স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি।
আপনি চাইলে আমার ব্লগে এই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
আমার এই লেখা পড়ে আপনার ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন।
**************************************************১১ ১০০০ থেকে ১০.০০০ ( এক হাজার টাকা থেকে দশ হাজার) টাকা পুঁজির স্মল বিজনেস সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল mondal1100mondal@gmail.comকরতে পারেন।
আমি আমার সাধ্য মতো সঠিক পরামর্শ আপনাকে দেবো।__________________________________________________ ্য্্য্য্্্য্্য্য্্য্্য্য্য্য্্্য্্য্য্্্য্্য্য্্য্্য্য্য

Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...