বলছি দাদা বউদি কি জানে ---?
এইযে আপনি অফিস ছুটির পর প্রায় আপনার অফিসের
মহিলা কর্মীটিকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ান , রেস্টুরেন্টে বন্ধ কেবিনে আপনি ম্যাডাম পাশাপাশি , কাছাকাছি , নিবিড় ,
ঘনিষ্ঠ হন ।
এই কথা বউদি কি জানে ?
না আমি বউদিকে বলবো না ।
কিন্তু আমি আপনাকে বলবো , একবার ভেবে দেখুনতো
প্লিজ একবার ভাবুন ।
এই কাজটা কি আপনি ঠিক করছেন ?
এই কাজটা কি আপনার সমচীন ?
জানি বলবেন আজকাল এরকম একটু - আধটু
অনেকেই করে থাকে ।
এই তো আমাদের অফিসের ওমুক বাবুও তো ----
মানছি আপনার কথা
আজকাল অনেকেই এরকম করে
কিন্তু সবাই নয় ।
তাই আবারো আপনাকে বলছি প্লিজ একটু ভাবুন
আপনি ঠোকাচ্ছেন না তো আপনার স্ত্রী কে ?
একবার ভেবে দেখুন তো আপনি ঠোকাচছেন না কি
সেই মানুষ গুলো কে ?
যারা মনে - প্রানে আপনাকে বিশ্বাস করে যে
আর যে যাই করুক আপনি অন্তত ওদের মত নয় ।
তাই বলছি এবার আপনি থামুন ,আর নয় ।
মনে রাখবেন কোন কথাই কোনদিন গোপন
থাকবে না।
কালের নিয়মে , সঠিক সময়ে সত্য একদিন
প্রকাশ পাবেই ।
আর সেদিন ----
যে মানুষ গুলো এতদিন আপনাকে বিশ্বাস করে
এসেছে ।সেই মানুষ গুলোর সামনে আপনি মাথা
উঁচু করে দাঁড়াতে পারবেন ?
তাছাড়া এতে করে আপনার চরিত্রে যে দোষ
লাগবে । সেই দোষ আপনার পরবর্তী
জেনারেশন এর মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা
রয়ে যায় ।
কারন আপনি যেমন হবেন , তেমন ভাবে তৈরি হবে
আপনার পরিবার , তেমন হবে আপনার ছেলে - মেয়ে ।
তাই এখন ও সময় আছে নিজেকে শুধরে নেওয়ার ।
ভালো থাকবেন , সুস্থ থাকবেন , মঙ্গল হোক আপনার পরিবারের সবার ।
-----------------------------------------------------------------------
বিঃ দ্রঃ ---
এই লেখাটি কাউকে ছোট বা আঘাত
করা জন্য আমি লিখিছি না ।
বর্তমান সময়ে সমাজে ঘটে চলা এরকম
ঘটনা টিকে এখানে লেখনির মাধ্যমে তুলে ধরেছি মাএ ।
তাই আমার লেখায় কেউ আঘাত পেলে জানবেন।
সেটা অনিচ্ছাকৃত ।
তাই প্লিজ কেউ আঘাত পাবেন না ।
-------------------------------------------------------------------------
নমস্কার 🙏
Comments