আজকের স্মল বিজনেস আইডিয়া পর্ব - ২
আজকের স্মল বিজনেস আইডিয়া হলো অফিস স্টেশনারি
বিজনেস।
মাএ ৫০০০.০০ ( পাঁচ ) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি
শুরু করতে পারেন ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের
স্বাধীন ব্যবসা।
নিজের মনে আত্ম বিশ্বাস ও প্ররিশ্রম করার মানসিকতা
থাকলে আপনি শুরু করতে পারেন এই অফিস স্টেশনারি
ব্যাবসাটি।
কার্বন পেপার , কাগজ আটকানো পিন , স্টেপলার , স্টেপলার পিন , ফেবিগাম , কারেক্টশন পেন ( সাদা কালির পেন ), হাই লাইট পেন ( হলুদ কালির পেন ), স্টামপ্যাড ,
স্টাম প্যাডের কালি , কভার ফাইল , চ্যানেল ফাইল , পেন
ইত্যাদি হলো অফিস স্টেশনারি পোডাক্ট ।
আর এই সমস্ত জিনিস গুলো ছোট - বড় , সরকারি - বেসরকারি সমস্ত অফিসে প্রয়জোন হয়।
আপনি এই সমস্ত পোডাক্ট নিয়ে বিভিন্ন অফিসে ঘুরে -ঘুরে
অতি সহজেই বিক্রি করতে পারবেন।
এই পোডাক্টগুলি বিক্রি করার কৌশল------
যেকোন ছাপাখানায় আপনি ৫০০ পিস ভিজিটিং কার্ড
ছাপিয়ে নিন।
সেই কার্ডে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন।
আপনি যে সমস্ত জিনিস গুলো বিক্রি করবেন তার নাম
লিখুন।
এবার এই ভিজিটিং কার্ড ও ব্যাগে করে আপনি অফিস স্টেশনারির জিনিস গুলো নিয়ে । অফিসের টিফিন টাইমে
অর্থাৎ ১৩০ মিনিট থেকে ২টো পর্যন্ত এই সময়ে অফিসে
ভিজিট বা সাক্ষাৎ করুন।
এবং অফিসার ইনচার্জ কে বলুন , স্যার আমি এই অফিস স্টেশনারির গুডস এর ব্যাবসা করছি।
এই আমার কার্ড স্যার , স্যার আমি প্রতি সোমবার আসবো।
আর তার মাঝে যদি কিছু আপনাদের প্রয়োজন হয়।
এই নাম্বারে ফোন করেবেন। স্যার আমি চলে আসবো---
আসছি স্যার , ভালো থাকবেন , নমস্কার 🙏 ---
এই ভাবে প্রতিদিন অফিস গুলোতে ভিজিট বা সাক্ষাৎ করুন।
আপনার ব্যাবসা কয়েক দিনের মধ্যেই গোও করবে বা
ভালোমতো চালু হয়ে যাবে।
এই অফিস স্টেশনারি পোডাক্ট গুলো আপনি কলকাতার
কলেজ স্ট্রিট অঞ্চলে , কলকাতার বড়বাজার ওল্ড চিনেবাজার স্ট্রিট অঞ্চলে খুব কম দামে পাইকারি কিনতে
পাবেন।
এছাড়াও এই অফিস স্টেশনারি পোডাক্ট গুলো আপনি
আপনার আসে পাশের বড় সিটি টাউনে অনেক এই ধরনের দোকান পাবেন । সেখান থেকে আপনি পাইকারি মূল্যে
কিনতে পারবেন।
তারপর ধিরে ধিরে অনেক সহযোগী আইটেম বাড়াতে পারবেন। যেমন মোবাইল স্টান্ট ,ওয়াল পোষ্টার , ইন্টার
প্লান্ট ট্রি বা ম্যানি প্লান্ট ট্রি বাড়ির মধ্যে রাখা যায় এমন ধরনের গাছ যা ঘর বা অফিসের সৌন্দর্য বৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি করে এমন ধরনের সব গাছ । এছাড়াও মেমেন্টো
অর্থাৎ খাস , খড় , নারকেলের ঝোপড়া , নারকেলের খোলা সুতলি দড়ি , ধান , বিভিন্ন ফলের বীজ , রঙিন পাথর , রঙিন পুঁতি, রঙিন সুতো , রঙিন ছোট কাঁচ, কড়ি , ঝিনুক, শোলা প্রভৃতি দিয়ে নিপুন সুচারুভাবে তৈরী বিভিন্ন ধরনের সিনারি , মনিষীদের ছবি বা মূল্যবান বানী কে ফটো ফ্রেমে বাঁধানো কে মেমেন্টো বলে।
আপনি চাইলে এই ম্যানি প্লান্ট ট্রি ও মেমেন্টো অফিস
গুলোতে বিক্রি করতে পারবেন।
ম্যানি প্লান্ট ট্রি আপনি বড় বড় নার্সারি থেকে টবসহ গাছ কিনতে পারবেন। এই গাছগুলো বর্তমানে চাহিদা রয়েছে প্রচুর।
আর মেমেন্টো আপনি বর্ধমান জেলার নতুন গ্রামে , বিরভূম জেলার শান্তিনিকেতনে , এছাড়াও ইউটিউবে সার্চ করে
এই মেমেন্টো আপনি পাইকারি বাজারের ঠিকানা জানতে
পারবেন। সেখান থেকে আপনি মেমেন্টো গুলো কিনে
অফিসে অফিসে বিক্রি করতে পারবেন।
তাহলে শুরু করুন ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধিন ব্যাবসা।
্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্
****************************************************
বাড়িতে থাকুন, সুস্থ থাকুন
আমার এই লেখাটি আপনার কেমন লেগেছে জানাবেন।
আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম।
**************************************************
আমার এই ব্লগে আমি বেশ কয়েকটি পর্বে স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি।
আপনারা চাইলে আমার ব্লগে এই লেখাগুলো পড়তে পারবেন।আর আমার এই লেখাটি আপনার ভালো লাগলে , কমেন্ট এবং শেয়ার করবেন।
****************************************************
Comments