আমার লেখা আমার কবিতা
কবিতার শিরোনাম👇
💥বর্তমান মহেশ সংবাদ💥
দুঃখের দিন কেটে গেছে---
এখন আছে ওরা বেশ
তোমার আমিনা গোফুর আর তোমারি মহেশ
শরৎ বাবু ভূবনের সে চিঠি পেয়েছিলে কিনা জানিনা ?
এখন তো বেশ সুখেই আছে--
তোমার মহেশ গফুর আমিনা
আমিনা এখন বিয়ে করে
স্বামী সন্তান নিয়ে তার সুখের সংসার
মহেশ - গফুর পায় যে খেতে
পেট ভরে দু - বেলা আহার
ইন্দিরা আবাসের টাকায় এখন
তদের আঙ্গিনা পাকার
শরৎ বাবু ভূপেনের সে চিঠি পেয়েছিলে কিনা জানিনা ?
প্রতি হপ্তায় রেশনে মেলে দু ,টাকাতে চাল
আর পাঁচ টাকাতে গম
এই বাজারে বলো নেহাতি সেকি কম
মহেশ তাই এখন হয়েছে বেশ হিস্ট - পুস্ট
শুধু গোফুরের বাম চোখটা ছানিতে নষ্ট
হাসপাতালে গেলে কেটে দেবে
গোফুরের চোখের ছানি
স্বাস্থ্য বিমা আছে তার
লাগবে নাতো মানি
মাসে - মাসে এখন গোফুরের বার্ধক্য ভাতা মেলে
এইতো কদিন আগেই মহেশ গো-খাদ্য পেলে
সুঃখে - দুঃখে এখন ভালোই কাটছে ওদের দিন
ওদের কথা ভেবে তুমি চিন্তা করোনা
শরৎ বাবু ভূবনের সেই চিঠি পেয়েছিলে কিনা জানিনা ?
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️ 🙏
Comments