করোনা এখন গোটা বিশ্বের কাছে ভয়----
তাই ভয়ে আমি , ভয়ে আপনি-------
বাইরে বেরোলে কোরোনা , ঘরে পেটে ক্ষুদার যাতনা।
এই দোটানায় পড়ে আপনি এখন কি করবেন----?
সেটা ভাবার এখনি সঠিক সময়।
হয়তো আর কয়েকদিন পরে লকডাউন উঠে যাবে।
কিন্তু করোনারি ভয় আরো কয়েক মাস , হয়তো বা
কয়েক বছর আমাদের তাড়া করে বেড়াবে-------
আর তার ফলে আমূল বদলে যাবে দেশের অর্থনীতি।
বদলে যাবে আমাদের দৈনন্দিন জীবনের সেই চেনা জানা
ছবিটা।
আর তাই আমাদের জীবন---জীবিকার বদল আনতে হবে।
কারন অর্থনিতির এই মন্দার প্রভাব পড়বে কম বেশি আমাদের সবার জীবনে।
একদিকে যেমন কাজের বাজার কমে যাবে , অনেকেই হয়তো বা তার কাজ হারাবেন। কারোও হারিয়ে যাবে এতদিন
করে - কর্মে খাওয়া 🍞 রুটি - রুজির সেই চেনা জানা রাস্তাটা।
তবুও এগিয়ে যাবে সময় , এগিয়ে চলবেজীবন।
আর এই জীবনটাকে সচল করে এগিয়ে রাখতে হলে----
এই লকডাউনের সময় ঘরে বসে আপনি আগামী দিনের পরিকল্পনা করেছেন তো-------?
আর যদি এখনো সেই পরিকল্পনা না করে থাকেন।
তাহলে এখুনি আপনার আগামীদিনের পরিকল্পনা তৈরী করে ফেলুন।
তাতে করে লকডাউন উঠে গেলেই আপনি আপনার পরিকল্পনা মত কাজটি করতে পারেন।
হয়তো বলবেন কি পরিকল্পনা করবো----?
হয়তো বলবেন কি করে পরিকল্পনা তৈরী করবো----?
এই নিয়ে আমি কয়েকটা পরিকল্পনার কথা কয়েকটি
পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি--------------।
আজ পর্ব-----২
👉 যারা চায়ের দোকান চালান
আপনার একটি চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানের রোজকার থেকে আপনার সংসার চলে----?
তাহলে আপডেট করুন আপনার সেই চায়ের দোকানটি।
লকডাউনের উঠে গেলে এবার থেকে আপনি আপনার চায়ের দোকানে বসে কাউকে চা খেতে দেবেন না।
এর ফলে আপনার দোকানে এক কাপ চা খেয়ে , দোকানের
বেঞ্চ দখল করে রাখার লোক কমে যাবে ।
খদ্দের বেড়ে যাবে।
এবার থেকে আপনি আর কাঁচের গ্লাসে বা কাপে করে
কাউকে চা খেতে দেবেন না। এর পরিবর্তে মাটির খুড়ি বা
মাটির ভাঁড়ে আপনার খদ্দের কে চা খেতে দেবেন।
তবে প্লাসটিক গ্লাসে চা খেতে দেবেন না। মাটির খুড়ি না
পাওয়া গেলে কাগজের গ্লাস ব্যাবহার করতে পারেন।
এর ফলে আপনাকে আর চায়ের গ্লাস ধুতে হবে না।
তিন - চারটে বড়-বড় পাঞ্চ থার্মোফ্লাক্স কিনুন। এবং বিভিন্ন ধরনের চা তৈরি করে সেই থার্মোফ্লাক্সে ভরে রাখুন।
যেমন আদা চা , এলাচ চা , 🍋 লেবু চা , মশলা চা ইত্যাদি।
এই চা গুলি আপনি বড় চা পাতা বিক্রির দোকানে পেয়ে যাবেন।
সর্বদা মুখে মাস্ক পড়ে থাকবেন। ✋ হাতে গ্লাভস পরে থাকবেন। খদ্দের কে চা দেওয়ার সময় আপনি ✋ হাত
হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিস্কার করে নেবেন।
এবং আপনার খদ্দের কেও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত
পরিস্কার করে নিতে বলবেন। এতে করে আপনার খদ্দের
খুশি হবেন। আর আপনার চায়ের দোকানটি অল্প কয়েক দিনের মধ্যেই জনপ্রিয়তা লাভ করবে।
আর এতে করে আপনার সাফল্য আসবে খুব তাড়াতাড়ি।
আপনি মানুন আর না মানুন আগামীদিনের ব্যাবসা এই
ভাবেই করতে হবে।
আপনি যদি ব্যাবসার এই মডেলটি না ফলো করেন
তাহলে হয়তো ভবিষ্যতে আপনি সবার থেকে পিছিয়ে
পড়তে পারেন।
তাই লকডাউনের পরবর্তী সময়ের এই বাব্যসার মডেলটির কথা একটু ভেবে দেখবেন।
ইতি ---------সমীর✍️
বাড়িতে থাকুন , সুস্থ থাকুন------
আমার এই লেখাটি আপনার কেমন লেগেছে জানাবেন।
আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম।
নমস্কার 🙏
Comments