স্মল বিজনেস আইডিয়া পর্ব --৪
মাএ ৫০০০.০০( পাঁচ হাজার) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে
ঝুঁকি বিহীন লাভজনক একটি সুন্দর ব্যাবসা।
আজকের স্মল বিজনেস আইডিয়াটি হলো ----
নার্সারি অর্থাৎ বিভিন্ন 🌷 ফুল , 🍋 ফল ও 🌴 বনসৃজন চারা গাছের ব্যাবসা।
এই ব্যাবসাটি আপনি দুই রকম ভাবে করতে পারেন
১। 🌞এক আপনি নিজে 🌴 চারা গাছ তৈরি করে-----
২।🌞 কোন বড় নার্সারি থেকে 🌴 চারা গাছ কিনে নিয়ে------
যদি আপনি নিজে 🌴চারা গাছ তৈরি করে বিক্রি করতে চান
তাহলে আপনার লাভ অনেক বেশি হবে । কিন্তু সেক্ষেত্রে আপনার কাঠা তিনেক জমির প্রয়োজন। এবং প্ররিশ্রম করতে হবে বেশি।
আর আপনি যদি🌴 চারা গাছ কিনে ব্যাবসা করেন তাহলে আপনার লাভ একটু কম হলেও ঝুঁকি ও প্ররিশম অনেক
কম হবে।
☀️কিভাবে ব্যাবসাটি শুরু করবেন☀️
ক। 🔵 এই ব্যাবসাটি শুরু করার জন্য প্রথমে আপনি আপনার
ব্যাবসার একটি ইউনিক নাম নির্বাচন করুন।
খ। 🔵 আপনার ব্যাবসার নামনুযায়ী ট্রেড রেজিস্ট্রেশন বা ট্রেড
লাইসেন্স তৈরি করবেন।
এই ট্রেড লাইসেন্স আপনি সংগহ করতে পারবেন
আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামঞ্চায়েত অফিস বা অঞ্চল অফিস থেকে এই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন।
আর আপনি যদি শহরে থাকেন তাহলে আপনি আপনার
পৌরসভার অফিস থেকে এই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন।
এই ট্রেড লাইসেন্স করতে প্রথমে খরচ পড়ে প্রায় ১৫০০টাকা
থেকে ২০০০টাকা মাএ।
এরপর প্রতি বছর এই ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করতে
হয় ।তখন খরচ পড়ে ১৫০টাকা থেকে ২০০টাকা মাএ।
গ। 🔵 এরার আপনি আপনার ব্যাবসার নাম দিয়ে ট্রেড লাইসেন্স নম্বর সহ আপনার নাম ও আপনার মোবাইল ফোন নম্বর দিয়ে এবং আপনি কি ধরনের গাছের চারা বিক্রি করছেন তার বিবরণসহ ৫০০টি ব্যিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যে কোন প্রেস থেকে ছাপিয়ে নিন।
এবং আপনার চেনা -অচেনা মানুষ জনকে সেই কার্ড বিলি করুন।
ঘ। 🔵 এবার আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে
আপনার ব্যাবসারটির নামে একটি ফেসবুক ব্যিজনেস পেজ
তৈরি করুন।
এই ফেসবুক ব্যিজনেস পেজে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অতি সহজে তৈরি করে নিতে পারবেন।
এই ফেসবুক ব্যিজনেস পেজ তৈরি করতে একটাকাও খরচ
হয় না । সম্পূর্ন ফ্রিতে আপনি তৈরি করে নিতে পারবেন।
ঙ। 🔵 এবার আপনার ফেসবুক ব্যিজনেস পেজে সেই সমস্ত চারা গাছের ছবি , চারাগাছের বিবরন , চারা গাছের দাম লিখে পোষ্ট করুন।
চ। 🔵 এছাড়া আপনি যে কোন হাটে , বাজারে 🌴চারা গাছগুলো বিক্রি করতে পারবেন।
এই 🌴চারা গাছ বিক্রি ব্যাবসাটি অতি লাভজনক একটি ব্যাবসা।
নিজের উপর আত্ম বিশ্বাস ও প্ররিশ্রম করার মানসিকতা যদি
আপনার মধ্যে থাকে। তা হলে মাএ পাঁচ হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক এই ব্যাবসাটি করে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার সাফল্য অর্জন করতে পারবেন।
বিভিন্ন ধরনের🌷 ফুল 🍋 ফল ও 🌴বনসৃজনের এই
গাছের চারাগুলো আপনি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার
নন্দকুমারে অনেক বড়ো বড়ো নার্সারি আছে ।সেখান
থেকে আপনি খুব কম দামে পাইকারি সমস্ত রকমের 🌷ফুল 🍋ফল 🌴 বনসৃজনের চারা পেয়ে যাবেন।
😆 আপনি চাইলে এই ব্যাবসাটি শুরু করতে পারেন।
************************************************
বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
আমার এই লেখাটি আপনার কেমন লেগেছে জানাবেন।
আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম।
ইতি---------সমীর✍️
**************************************************
আমি আমার ব্লগে এই রকম নানান রকমের নিত্যনতুন স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি।
আপনি চাইলে আমার ব্লগে এই লেখাগুলা পড়ে দেখতে পারেন।
আমার লেখা গুলো পড়ে আপনার যদি ভালো লাগে তাহলে কমেন্ট ও শেয়ার করবেন।
***************************************************
Comments