Skip to main content

স্মল বিজনেস আইডিয়া পর্ব--৭

স্মল বিজনেস আইডিয়া পর্ব--৭
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে আজ এখনো‌ কেউ এই ব্যাবসাটির 
সন্ধান জানেনা। তাই এই ব্যাবসাটি আপনি ‌করলে আপনার কে প্রতিযোগিতায় পড়তে হবে না। অথচ বাজারে এই পোডাক্টির চাহিদা রয়েছে প্রচুর। আজ আপনাদের সাথে
শেয়ার করবো এমনি এক চমৎকার ইউনিক এক বিজনেস আইডিয়া নিয়ে।
মাএ পাঁচ হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ‌সুন্দর ব্যাবসার আইডিয়া।

ব্যাবসাটি হলো আন্টি পান্চার সালুইশন লিকুইড এর ব্যাবসা। অর্থাৎ মটর সাইকেল , অটো ,টোটো, মারুতি , টাক্সি, বাস , লরি প্রভৃতি গাড়ীতে যে টায়ার ও টিউব থাকে। তা রাস্তায় চলতে চলতে অনেক সময় স্টোন চিপ , লোহার পেরেক ইত্যাদির দ্বারা টায়ার পাম্পচার হয়ে যায়।
আর তখন যদি সামনা সামনি কোন গ্যারেজ না থাকে
তথন আমাদের দারুন ভোগান্তিতে পড়তে হয়।
আশাকরি আপনারা যারা মটরসাইকেল ,অটো ,টোটো,
মারুতি , টাক্সি ,বাস ,লরি চালান আপনাদের সেই ভোগান্তিতে
কম বেশি আপনাদের কে পড়তে হয়েছে নিশ্চয়---?
এখন থেকে আর আপনাদের এই ভোগান্তিতে পড়তে হবে না
কখনো।
কারন এসেগেছে আন্টি টায়ার পান্চার সালুইশন লিকুইড।
এখন থেকে আপনি যে কোনো রাস্তায় আপনার যে কোন
রকমের গাড়ি চালান আপনার গাড়ির টায়ার পান্চার হবে না
কখনো।
খুব অবাক হচ্ছেন তাই না----?
হ্যাঁ বন্ধুরা অবাক হওয়ার কথাই বটে কিন্তু কথাটি ১০০%সত্যি
এবং ১০০% গ্যারান্টি ও ১০০% পরিক্ষিত। 

হ্যাঁ বন্ধু আপনি যদি এই পোডাক্টির ব্যাবসা শুরু করেন
তাহলে বুঝতেই পারছেন এই পোডাক্টির চাহিদা কেমন
হবে।
তাই আপনি যদি মাএ পাঁচ হাজার 💰 টাকা পুঁজি,
নিজের উপর আত্ম বিশ্বাস ও প্ররিশ্রম করার মানসিকতা
নিয়ে এই ব্যাবসাটি করেন তাহলে আপনার ব্যাবসাটি অল্প সময়ে উন্নতি হবে।
এই পোডাক্টি আপনি শহর ,গ্রাম , অন্তত্য পাড়াগাঁয়ে অতি সড়জেই বিক্রি করতে পারবেন।
আপনার আসে পাশে যাদের গাড়ি আছে বা আপনার আসে পাশে যে সমস্ত গাড়ি সারানোর গ্যারেজ আছে আপনি 
সেখানে এই পোডাক্টি অতি সহজেই বিক্রি করতে পারবেন।
এছাড়াও আপনি একটি টোটো গাড়ি ভাড়ায় নিয়ে যে কোন
জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন।
ভাবছেন পোক্টির দাম নিশ্চয় অনেক ----?
না বন্ধুরা , কোরিয়ান এই পোডাক্টির দাম মাএ ৩৭৫ টাকা থেকে ৪৫০টাকার মধ্যে। এই পোডাক্টি ব্যাবহার করাও অতিব সহজ । শুধু একবার ৪৫০ ML আন্টি টায়ার পান্চার সালুইশন আপনার গাড়ির টিউবের মধ্যে ঢেলে দিলেই কাজ শেষ। এই ৪৫০ML আন্টি টায়ার পান্চার সালুইশন আপনার গাড়ির টায়ার ও টিউব কে এক বছর  পান্চার হওয়া থেকে রক্ষা করবে।
এই আন্টি টায়ার পান্চার সালুইশন লিকুইড টি ইন্ডিয়ান পোডাক্ট নয় , পোডাক্টি কোরিয়ার তৈরী একটি কোরিয়ান
পোডাক্ট। তাই এই পোডাক্টি আপনি ইন্ডিয়ায় কোথাও
পাবেন না।
এই পোডাক্টি পশ্চিমবঙ্গের এক ভদ্রলোক কোরিয়া থেকে
আমদানি করেন।
তাই আপনি যদি এই পোডাক্টির ব্যাবসা করতে চান তাহলে
পোডাক্টি আপনাকে সেই ভদ্রলোকের কাছ থেকে কিনে
ব্যাবসা করতে হবে।
ভদ্রলোক অতিস্বজন ব্যাক্তি ওনার কাছে আপনি যখন এই পোডাক্টি নেবেন উনি আপনাকে সমস্ত কিছু দেখিয়ে ও বুঝিয়ে দেবেন।
ভদ্রলোকের ঠিকানা 👉ALENA ENTERPRISE
Roydighi , Bagnan ,Howrah 
Westbengal, India
আপনি যদি সত্যি সত্যিই এই ব্যাবসা করতে চান তাহলে আপনি আমাকে mondal1100mondal@gmail.com ই-মেইল করবেন। আমি এই ভদ্রলোকের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো।
***************************************************
বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
আমার এই লেখাটি আপনার  কেমন লেগেছে জানাবেন।
আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম।
ইতি---------সমীর✍️ 
*************************************************** 
আমি  আমার ব্লগে নিয়মিত স্মল বিজনেস আইডিয়া নিয়ে লেখা শুরু করেছি।
আপনি চাইলে এই লেখাগুলো পড়ে দেখতে পারেন। আমার এই লেখা পড়ে আপনার ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন।
****************************************************১০০হাজার টাকা থেকে ১০.০০০( এক হাজার 💰 টাকা থেকে দশ হাজার ) টাকার স্মল বিজনেস আইডিয়া নিয়ে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করবেনmondal1100mondal@gmail.comমেল করবেন আমি‌ সাধ্যমত  আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।
__________________________________________________ ্য্্য্য্্্য্্য্য্্য্্য্য্্্য্্্য্্য্য্্
 ্য্্য্য্্্য্্য্য্্য্্য্য্্্য্্য্য্য্্




 

Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...