এই গল্পটিতে একটি প্রেমের অনুভূতি লেখনির মাধ্যমে
আঁকটে চেষ্টা করছি--------------✍️
------------------------------------------------------------------------------
এই গল্পটি আমি আমার অত্যন্ত কাছের , আমার একান্ত আপনজন , যে এক দিকে আমার ভাতৃসম , আমার অতি কাছের বন্ধু , এমনি কি সে আমার নেট গুরু , যার হাত ধরে আমার নেট দুনিয়ার ✋ হাতে খড়ি , সেই শ্রীমান সুমন কে উৎসর্গ করলাম।
--------------------------------------------------------------------------------
গল্পের নাম ------ মোবাইল প্রেম
রচনা --------------- সমীর
ভিতু আমি নয় , আমাদের তিন পুরুষের সব চেয়ে বড় নারিকেলের গাছটা , যেটা প্রায় আকাশ ছুঁইছুঁই , সেই
গাছটায় আমি দু -চোখ বুজিয়ে অতি সহজেই মাএ কয়েক সেকেন্ড সময়ে চড়ে বসতে পারি ।
বর্ষায় যখন আমাদের বাড়ীর সামনের নদীটার জল দুই কুল
ছাপিয়ে যায় , প্রবল জলস্ফীতি , যখন কেউ নদীটায় পা ডুবাতে সাহস করে না। তখন আমি অতি অনাসেই ওই নদীটার ওপার -- এপার হতে পারি।
আমাদের পাড়ার পন্চু কাকুর ছোট ছেলে ছোটু ,
যার বয়স আমার কাছাকাছি , আমার চেয়ে যার
শরীর - স্বাস্থ্য বড়া -বড় ভালো , যে নিয়ম করে
দুই বছর জীমে যাচ্ছে , সেই পন্চু কাকুর পালোয়ান
ছোট ছেলে কে , সে বার আমাদের পাড়ার সবার
সামানেই , কেবলমাত্র আমার বাঁম হাত দিয়েই , তাকে নিমিষেই ধরাশায়ী করে , মাটিতে ফেলে দিয়ে ছিলাম।
কাজেই আমি মোটেই ভিতু নই , সে কথা বুক ফুলিয়ে
বলা চলে।
কিন্তু তোমাকে ভালোবাসি এই কথাটা তোমার সামনে
এসে বলতে পারার সাহস বা বুকের পাটা কোনটাই আমার নেই । আর তাই গুগোলে সার্চ করে অনেক কষ্টে তোমার
ফোন নাম্বার 👉 ☎️ পেয়েছি।
তাই আজ ম্যাসেজ করে বিদিশা আমি তোমাকে আমার
মনের মধ্যে জমে থাকা কথাগুলো বলতে চাই ।
যে কথা গুলো এতদিন ডেলা পাকিয়ে আটকে আছে
আমার বুকের ভিতর।
হয়তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে , এত দিন যখন এই
কথাগুলো তোমাকে বলিনি। তাই আজ হঠাৎ করে কেন
বলা ---?
আজ ও আমি বলতে চাইনি , কিন্তু কি যেন বিদিশা , বেশ কয়েক দিন ধরে নিজের সাথে , নিজের দন্ড চলছে।
যার এক দিকে বাইরের আমি , আর যার এক দিকে ভিতরে
আমি । এই দন্ড যুদ্ধে ভিতরের আমির কাছে , বাইরের
আমির হার হয়েছে।
ভিতরের আমিটা বললো , তুমি সত্য গোপন করবে ?
তুমি জানো সত্য গোপন করা অপরাধ।
তখন আর পারলাম না জানো বিদিশা , তাই আজ অপরাধের
হাত থেকে নিজেকে বাঁচাতে , আজ তোমাকে সত্যিটা জানতে চাই। যদিও তা ফোনে , তাতে কি , সত্যি , সত্যিই ,তা সে যে ভাবেই প্রকাশ হোক না কেন ? ঠিক কিনা বলো ?
বিদিশা তোমাকে আমি ভালোবাসি ---------
তোমাকে আমার খুব-খুব -খুব ভালো লাগে।
এই এবছর সরস্বতী পূজোর দিন , তুমি যে শাড়িটা পড়ে
ছিলে , কি শাড়ি অবশ্য আমি জানি না , আর জানবোই
বা কি করে বলো ? আমি না কোনদিন শাড়ি পড়েছি , আর না কোনদিন শাড়ি কিনেছি ।
তবে লালপাড় , হলুদ রং এর শাড়িটা সেদিন
তোমাকে সুন্দর থেকে --------
আরো বেশী সুন্দরতর , আরো বেশী সন্দুরতম করে তুলেছিলো।
তুমি যখন সেই লাল পাড় , হলুদ রং এর শাড়িটা পড়ে , তোমার বন্ধুদের সাথে কলেজে ঢুকছো , তখন আমি আর
আমার কয়েকজন বন্ধু মিলে , কলেজের গেটের ঠিক সামান্য দুরেই দাঁড়িয়ে ছিলাম।
তোমার পায়ের চলার ছন্দের সাথে - সাথে , তোমার পায়ের 👣 নূপুর , কেমন যেন এক সুন্দর ছন্দে বাজছিলো।
আর এই দিকে তোমার সেই নূপুরের ছন্দে ছন্দে ,
এক অজানা ভয় , এক অজানা আনন্দে -------
আমার মনটা নেচে উচেছিল , আর আমার হৃদয়টা তখন 👉 ❤️ ভেঙে - ভেঙে পড়ছিলো।
এই কথা গুলো সরস্বতী পূজোর দিন , আমি তোমাকে অনেক বার বলার চেষ্টা করে ছিলাম।
গোলাপ কে যেমন ঘিরে রাখে তার কন্টক যুক্ত শাখা প্রশাখা ,
ঠিক সেদিন তোমাকে ও ঘিরে রেখেছে ছিলো ,
তোমার বন্ধু সাথীরা।
আর তোমার সেই সব কন্টক ন্যায় বন্ধুদের মাঝে , তুমি এক ফুটন্ত 🌹গোলাপ হয়ে বিরাজ করছিলে সেদিন।
সে এক অপরূপ , রূপ - লাবন্য ভরা , মাধুর্য্য - মাধুরী ,
তোমার মধ্য থেকে ছড়িয়ে পড়েছিলো সেদিন।
বেশীক্ষন তাকিয়ে থাকতে পারিনি , তোমার দিকে ।
গল্প - উপন্যাসে পড়েছিলাম রূপের আগুন 🔥আছে , আর
আজ সেই আগুন আমি নিজে চাক্ষুষ করলাম তোমার মধ্যে।
যে আগুন 🔥 সেদিন তোমার রূপ থেকে ঠিকরে পড়েছিলো।
তাই সেদিন বেশীক্ষন তোমার দিকে তাকিয়ে থাকতে পারিনি।
পাছে ভোগবানের দেওয়া চোখ দুটি আমার , তোমার সেই রুপের আগুনে🔥পুড়ে যায় , সেই ভয়ে।
সেই দিনের কথা গুলো , যা এতদিন আমার বুকে ডেলা পাকিয়ে ছিলো। আজ বিদিশা সেই কথাগুলো ম্যাসেজে তোমাকে শেয়ার করলাম।
জানি ম্যাসেজ টা অনেক বড় হয়ে গেল , কিন্ত তুমি বিশ্বাস করো বিদিশা , তোমার কথা কি অল্পতে শেষ করা যায় ?
তবু আপাততো আজ এখানেই শেষ করলাম।
ভালো থেকো বিদিশা , খুব ভালো থেকো ।
আর হ্যাঁ , শেষে আর একটা কথা তোমার কাছে আমার
বিদিশা , তুমি কি আমায় ভালবাসো -----?
আর তোমার রিপ্লাই টা যদি NO হয় -----------
তাহলে আমার প্রিয় শিল্পী নচিকেতা দার সেই বিখ্যাত
গানটা -------------
এই তুমি কি আমায় ভালবাসো
আর যদি না বাসো
তবে পরোয়া করি না -------------
গাইতে - গাইতে আমি বিন্দাস কাটিয়ে দেবো।
গুড নাইট বিদিশা , অল দ্যা বেস্ট👍
------------------------------------------------------------------------------
নমস্কার 🙏
ভালো থাকুন আপনারা সবাই -----------
আর আমার এই লেখা টি আপনাদের কেমন লাগছে
জানাবেন। আপনাদের মূল্যবান মতামত এর আশায় রইলাম।
Comments