আমার লেখা আমার কবিতা
কবিতার শিরোনাম 👇
🌸 ক্ষোভ 🌸
ভুলে যেও প্রিয়া --- যেও মোরে ভুলে
তোমার মনের মাঝে মোর সব স্মৃতি দিও গো মুছে ফেলে
নতুন সাথী কে লয়ে সদা হেসে খেলে
জীবনটাকে দিও ওগো প্রজাপতির রঙিন ডানা মেলে
রেখোনা মনে প্রিয়া--- রেখেনা মোরে মনে
আমি যে এসেছিলাম তোমার জীবনে
সে ছিল ঘুমের ঘোরে দেখা এক স্বপ্ন
মনে করো ঘুম ভাঁঙতেই হয়ে গেল যা ভগ্ন
ভালো থেকো প্রিয়া --- থেকো তুমি ভালো
তাড়িয়ে দিয়ে অতীতের যত সব কালো
নতুন সাথীকে লয়ে আবার তুমি জ্বালো
তোমার যত ইচ্ছে হাজার খুশির আলো
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
নমস্কার 🙏
Comments