আমার লেখা আমার কবিতা
কবিতার শিরোনাম 👇
🌾 আমার গ্রাম 🌾
সবুজ দিয়ে ঘেরা কংসাবতীর চর
সেখানে ছিল আমার ছোট্ট একটি ঘর
যেখানে বারমাস হরেক ফসল ফলে
শুধু বর্ষা এলে মাঠ - ঘাট যায় যে ভেসে জলে
শত দুঃখ - ব্যাথা ভুলে
ছিলাম সেথায় আমরা সবাই মিলে
হঠাৎ একদিন নিয়তি সব কেড়ে নিলে
আসতে হলো তাই চলে
যা কিছু ছিল সব ফেলে
-------------------------------------------------------------------
নমস্কার 🙏
Comments