🌾 রম্যরচনা 🌾
☀️ গল্পের নাম --- স্লিপ ডে ☀️
রচনা ----- সমীর
সেদিন সকালে হরেনের বউয়ের চিৎকারে হঠাৎ ঘুম
ভেঙে গেল। হরেন আমার প্রতিবেশী , আমরা এক
পাড়াতেই থাকি। আমার বাড়ির পাশের বাড়ি হলো
হরেন দাদা নগেনের ,আর নগেনের পরের বাড়িটি হলো
হরেনের ।
হরেনের বৌউের এই হঠাৎ ঠিৎকারে , কাঁচা ঘুম থেকে উঠে
হরেন বাড়ির দিকে ছুট দিলাম।
আমি ওখানে পৌঁছানোর আগেই আমাদের পাড়ার অনেকেই
হরেনের বাড়িতে পৌঁছে গিয়েছে।
হরেনের বৌউ আমাকে দেখতে পেয়েই ফুঁপিয়ে - ফুঁপিয়ে কাঁদতে - কাঁদতে বলে ঠাকুরপো গো , কোন কথা কইছে না গো , ডাক দিলে রা কাটতেছে না যে গো ।
এই সাত - সকালে মোর কি সর্বনাশ হই গেল গো ঠাকুরপো ?
মাটিতে মাথা ঠুকতে - ঠুকতে কাঁদতে লাগলো , তুমি কই গেলো গো , তুমি ক-- ই---গে---লে---গো----
আমি হরেনের বৌকে শান্ত করবার চেষ্টা করছি।
এই দিকে আমাদের পাড়ার কয়েকজন শাবল , কুড়ুল দিয়ে
হরেনের ঘরের দরজা ভেঙে ফেলছে।
হরেন এই ঘরে একাই প্রতিদিন ঘুমায় , আর ঘরটির দরজা
হরেন ভিতর থেকে খিল এঁটে ঘুমিয়ে ছিল।
তাই হরেনের ঘরের দরজা ভাঙা ছাড়া আর অন্য কোন উপায় ছিলো না ।
এতক্ষণে হরেনের ঘরের দরজা ভেঙে বেশ কয়েকজন হরেন
যে ঘরটিতে ঘুমিয়ে ছিল । সেই ঘরের ভিতরে ঢুকে পড়েছে।
তারা উচ্চ স্বরে হরেন দা , ও হরেন, হরেন---
বলে হরেনে কে বেশ জোরে -জোরে ঢাক্কা দিল ।
উঁহু হরেনের কোন নরন - চরন নেই।
আমার বুকের ভিতর টা কেমন যেন ছ্যাঁৎ করে উঠলো।
আমাদের অফিসের সৌমেনদার কখা মনে পড়ে গেলো।
এই কয়েক দিন আগেই আমার পাশে বসেই কাজ করছিলো
সৌমেন দা। হঠাৎ চেয়ার থেকে ঢলে পড়ে গেলেন মেঝেতে
আর তার পর সব শেষ --------
আসলে মানুষের জীবন এই ঝড়া পাতার মতো , কখন যে
টুক করে খসে যাবে , তা কেউ জানেনা।
আমরা আর বেশী দেরী করলাম না , হরেনের বৌ আর নাবালক ছেলেটাকে পাড়ার মেয়েদের জিম্বায় রেখে।
আমরা হরেনের দেহটিকে খাটিয়ায় তুলে শ্মশানের উদ্দেশে রওনা দিলাম ।
শ্মশানে চিতার কাঠ সাজানো হয়েগেছে , হরেনের দেহ টি চিতায় তোলা হবে , এমন সময় আমাদের মধ্যে থেকে একজন বলে ---
আচ্ছা হরেনের মুখে আগুন কে দেবে ?
এমন সময় হরেন খাটিয়ে থেকে এক লাফে উঠে বসে।
আমাদের সবাইকে অবাক করে দিয়ে বলে , কেন শ্যালা
আমার মুখে আগুন দিবি , শ্যালা আমি কি মরে গেইছি ?
আমরা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে ।
আমি আমতা -আমতা করে বললাম ,তাহলে তোমাকে আমরা
কত করে ডাকলাম , তোমার বৌ কত করে ডাকলো , আমরা
সবাই তোমার ঘরের দরজা ভেঙে তোমাকে বাহিরে আনলাম,
তারপর তোমাকে খাটিয়ায় তুলে শ্মশানে আনলাম ,
এত কিছুর পর তুমি কিছু বলেনা তো-----?
কেনে সাড়া দিবু কেনে , তোমরা জানো না যে আজ কে
স্লিপ ডে , যত সব , আমার কাঁচা ঘুমটা শুধু - শুধু ভাঙিয়ে
দিলে ।
আমরা ফ্যাল - ফ্যাল করে একে অপরের মুখের দিকে তাকিয়ে
বলে উঠলাম সত্যিই তো আজ স্লিপ ডে -----------✍️
-------------------------------------------------------------------------------- নমস্কার 🙏
সবাই ভালো থাকবেন,আর আমার এই লেখাটি আপনার
কেমন লেগেছে জানাবেন।আপ মূল্যবান মতামত এর আশায় রইলাম।
Comments