আমার লেখা আমার কবিতা
কবিতার শিরোনাম👇
❇️সভ্যতার লজ্জা❇️
গলির মোড়ে কিংবা বসে রকে
আসা যাওয়া ওই মেয়েদের দিকে
শকুনের দৃষ্টি নিয়ে দেখে তারা
এ যুগের কিছু চ্যাংরা
এরা বাপে তাড়ানো মায়ে খেদানোর দল
তাই এরা সদাই থাকে বিশৃঙ্খল
এরা কোনো কিছুতেই নয় ভীত
সমাজ আজ এদের ভয়ে নত
কিবা আসে যায় এদের সন্মান গেলে
কিংবা যদি কাটাতে হয় সারা জীবন জেলে
নোংরামিতে ভরা এদের অস্হি - মজ্জা
এরা দেশের কলঙ্ক সভ্যতার লজ্জা
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
নমস্কার 🙏
Comments