Skip to main content

স্মল বিজনেস আইডিয়া পর্ব --৫

স্মল বিজনেস আইডিয়া পর্ব--৫
আজ এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো
এমন এক স্মল বিজনেস নিয়ে যে বিজনেসটি খুব কম
লোকে করে। এবং বিজনেসটির বাজারে চাহিদা রয়েছে প্রচুর।
তাই আপনি যদি গ্রামে বা শহরে এই ব্যাবসাটি শুরু করেন
তাহলে  অল্পদিনের মধ্যেই আপনার ব্যাবসার উন্নতি হবে। এছাড়া এই ব্যাবসায় প্রতিযোগিতা অনেক কম এবং লাভের
পরিমান প্রচুর।
তাই মাএ পাঁচ হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন এই ঝুঁকি বিহীন লাভজনক একটি ‌সুন্দর ব্যাবসা।
ব্যাবসাটি হলো গরু বা মোহিষের শিং দিয়ে তৈরি রান্না ঘরের
ব্যাবহিত নানান রকমের জিনিস পএ যেমন চামচ , কাঁটা চামচ , ডাবু ,হাতা ইত্যাদি।ঘর সাজানোর জন্য নানান রকমের সৌখিন শোপিস যেমন ময়ূর ,হরিন ,বক , হাতি, ইত্যাদি এবং নানান রকমের উপহার সামগ্রী যেমন চাবির রিং ,‌মাথার কাঁটা ,ক্লিপ ইত্যাদি।
সেই মোহিষের শিং থেকে তৈরি জিনিস যেমন শক্ত , মজবুত ,টেকসই এবং নয়নাভিরাম সৌন্দর্য আমদের সবাইকে মুগ্ধ করবে।
আপনি যদি কোন নিত্যনতুন সৌখিন জিনিস‌ পছন্দ করেন।  বা আপনি যদি একটু ইউনিক ধরনের ব্যবসা
পছন্দ করেন। তাহলে এই ব্যাবসাটি আপনার জন্য।
বতর্মানে এই ব্যবসাটির সন্ধ্যান কেউ জানেনা। এই মোহিষের
শিং দিয়ে তৈরি জিনিস তৈরি করার শিল্পী রয়েছেন মাএ 
হাতে গোনা কয়েকজন মাএ।
অথচ এই জিনিসগুলো চাহিদা রয়েছে প্রচুর। এই জিনিসগুলো আমেরিকা, লন্ডন , প্রভৃতি পাশ্চাত্য দেশগুলোতে রপ্তানি করা হয়।
তাই আপনি গ্রাম বা শহরের একটু লোকালিটি জায়গায় ছোট একটা জায়গা নিয়ে যদি এই ব্যবসাটি করেন। তাহলে আপনার ব্যাবসাটি অল্প সময়ে উন্নতি হবে।
এছাড়া আপনি চাইলে আমাজন , ফ্লিপকার্ট ,এরকম বিভিন্ন
ই-কমার্স বিজনেস সাইডে  বা অনলাইনে বিক্রি করতে পারবেন।
অনলাইনে বিক্রি করতে হলে  অবশ্যই আপনার
GST নাম্বার থাকতে হবে।
আপনি যদি অনলাইনে বিক্রি করতে চান তাহলে
অনলাইনে আপনার নামে একটি  জি এস টি নাম্বার নিয়ে
নেবেন খরচ পরবে ১৮০০টাকা মাএ।  জি এস টি সমন্ধে
আরো বিস্তারিত জানতে আপনি ভালো একজন  e - ফাইল
ম্যানেজমেন্ট কনসালটেন্টের সাথে কথা বলুন।
এছাড়াও আপনি আপনার মোবাইল ফোনের ফেসবুকের
সাহায্যে এই সমস্ত জিনিস গুলো বিক্রি করতে পারেন।
এছাড়াও আপনি  দূর্গা পূজার মেলা , কালী পূজার মেলা, চড়কের মেলা , প্রভৃতি বিভিন্ন মেলায় স্টল দিয়ে
বিক্রি করতে পারবেন।
এই জিনিসগুলো সহজে নস্ট হয়না বা সহজে ভেঙ্গে যায় না।
এবং এই জিনিসগুলো বিক্রি করলে লাভ থাকে প্রচুর।
তাই‌ নিজের প্রতি ‌আত্মবিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা যদি আপনার থাকে তাহলে
আপনি এই  ব্যাবসাটি   করে দেখতে পারেন। ্য্্য্য্্্য্্য্য্্য্্য্য্্
কোথা থেকে এই জিনিসগুলো কিনবেন
একজন সুনামধন্য শিল্পীর নাম ও ঠিকানা দিলাম।
প্রয়োজনে আপনি যোগযোগ করতে পারেন।
দাস হ্যান্ডিক্রেপস 
গ্রাম ও পোষ্ট --নারায়নচক( খুকুরদহ)
থানা- দাসপুর
জেলা---পশ্চিম--মেদিনীপুর
ফোন-- ৯৭৩২২৮৮২৭৬৪
৭০৪৪৫২৩৯৮৪
________________________________________________
Das Hundikrpts
Vol+po--Narayanchak (KHUKURDAHA)
Ps-- Daspur
Dist - Paschim--Medinipur
Phone- 9732882764
7044513984
শিল্পীর বাড়ি যেতে হলে আপনাকে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুরদহ বাস স্টপে নেমে
অটো ধরে‌ সামান্য পথ যেতে হবে।
খুকুরদহ বাস থেকে নেমে যে কোন অটো বা টোটোওলাকে
শিল্পীর ঠিকানা বললে পৌঁছে দেবে।

আপনি চাইলে এই ঝুঁকি বিহীন লাভজনক ব্যবসাটি করে
দেখতে পারেন
***************************************************
বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
আমার এই লেখাটি আপনার কেমন লেগেছে জানাবেন।
আপনার মূল্যবান মতামত এর আশায় রইলাম।
ইতি---------সমীর✍️

**************************************************
আমি আমার ব্লগে এই রকম নানান ধরনের স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি।
আপনি চাইলে আমার ব্লগে এই লেখাগুলো পড়ে দেখতে পারেন। এই লেখা পড়ে আপনার ভালো লাগলে কমেন্টে ও
শেয়ার করবেন।
*************************************************
আপনি স্মল বিজনেস নিয়ে কি ধরনের ব্যবসার কথা
জানতে চান তা আমাকে ইমেল করে জানাবেন।
আমি চেষ্টা করবো আপনাকে বিনামূল্যে সঠিক পরামর্শ
দেওয়ার।
__________________________________________________


Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...