আমার লেখা আমার কবিতা
কবিতার শিরোনাম👇
🌺 কবিতার ছন্দ🌺
কবিতায় মিলুক না মিলুক ছন্দ
তবু ও কবিতায় আছে খুসির গন্ধ
প্রিয়সীর মত ভালো না হউক
নয়তো সে তবুও মন্দ
কবিতায় মিলুক না মিলুক ছন্দ
তবু ও কবিতায় থাকে গন্ধ
যদি ও তার ফুলের বা মুকুলের নয়
তবু ও কবিতায় আছে মাধুর্য শব্দ বন্ধ
কবিতায় মিলুক না মিলুক ছন্দ
তবু ও কবিতায় থাকে গন্ধ
যদি ও তার খুসবু আতরের নয়
তবু ও কবিতায় রয়েছে অনাবিল আনন্দ
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
🙏
Comments