আজকের ছোট গল্প
সরস রম্যরচনা * নিমন্ত্রণ *
গল্প ------ * নিমন্ত্রণ *
রচনা-----------সমীর
শরণং গচ্ছামি ----
বলিতে বলিতে হিমালয়ের পথে যাত্রা করিব-----
পাঠক জানিতে চান কেন ?
তা হইলে শুনুন-----------------
ইতি পূর্বে আমার যে সকল বন্ধুরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছে। তাহাদের অনেকের মধু 🍯🌙 চন্দ্রিমা পার হইতেই না হইতেই , তাহাদের সকল মধু 🍯 শুকাইয়া গিয়াছে , আর চন্দ্রিমার 🌙 চন্দ্র , বিন্দু হইয়া শেষে ----- ,
তাহাদের জীবনে অমাবশ্যা 🌑 হইয়া দেখা দিয়াছে।
সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত্য , ওগো শুনছো----
কইগো , কোথায় তুমি , তুমি কোথায় বলতো ? শ্রীমতীদের
এই রূপ , কালমেঘ রসের ন্যায় তিক্ত বানী শ্রবণ করিতে
--- করিতে , বেচারা দের জীবন একেবারে অস্থির হইয়া
উঠিতেছে । গৃহিণীদের এইরূপ কারনে --- অকারনে
ধমকের ফলে , আমার বন্ধুদের কাহারো জিওগ্রাফি ,
কাহারো বা পুরো হিস্ট্রি একেবারে বদলে গিয়াছে।
এ সকল নিজ চক্ষুতে দর্শন কিরিবার পর , আর আমি
বিবাহ -- বন্ধনে , আবদ্ধ হইয়া সংসার নামক সমুদ্রে , হাবু --ডুবু খাইতে চাহিনা।
তাহার চাইতে লটা --- কম্বল , সম্বল করিয়া------
শিবং শরনং গচ্ছামি ---- , বলিতে - বলিতে হিমালয় যাএা
আমরা কাছে শ্রেয় মনে হইয়াছে।
কিন্তু জানেন তা আর হইলো না ----- ,
আমার হিমালয় যাএা আর হইলো না।
হইলোনা তাহার কারন -----
আমার পিতা স্বর্গ লাভ করিয়াছেন প্রায় ১২ বছর হইলো।
মাতার ও বয়স প্রায় ৫০ ছুঁইছুঁই , কাজেই 🏠 গৃহ - কর্মের
সকল - ধকল তাহাকেই একা হস্তে সামলাইতে হয় ।
তাই বাবার পিসি , মায়ের মাসি একেবারে আমাকে এমন
অক্টোপাসের মত চাপিয়া ধরিল । যে আমাকে বিবাহ
করিতেই হবে। আর ওনাদের প্রবল চাপা -- চাপি , বদলে
দিল আমার সকল মতি ।
তাই আগামী মাসের শুল্ক পক্ষে , গোধূলি লগ্নে ,
🔥অগ্নিদেবতা কে সাক্ষী রাখিয়া ,
স্বজনদের উপস্থিতিতে , মঙ্গল শঙ্খ ধ্বনি ও মাঙ্গলিক সানাইয়ের🎷🎺 সুরে , পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে , এর মধ্য দিয়া , প্রজাপতি 🦋ঋষির কৃপায় , আমি 💒 বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চলেছি।
এত দুপলক্ষে আপনি --- আপনারা , সবান্ধবে উপস্থিত থাকিয়া । আমাকে আশীর্বাদ করিবেন ।
যাহাতে আমার বিবাহিত জীবনে 🍯 মধু থাকে , আর
চন্দ্রিমার পূর্ণ 🌕 চন্দ্র ,যেন আমার জীবনে সর্বদা বিরাজমান
থকে।🤱 তাই রইলো নিমন্ত্রণ , সবার নিমন্ত্রণ --------
--------------------------------------------------------------------------------
নমস্কার 🙏
সবাই ভালো থাকবেন , আমার এই লেখাটি আপনাদের
কেমন লেগেছে জানাবেন। আপনার মূল্যবান মতামত এর
আশায় রইলাম ।
Comments