আমরা সবাই বিক্রেতা----
হ্যাঁ বন্ধুরা , আমারা সবাই বিক্রেতা------
আমরা কেউ বেচি আলু, পটল , বেগুন, উচ্ছে, কুমড়ো,
কেউ বা বেচি মাছ, মাংস, দুধ, ঘি, মাখন,
কেউ বেচি চাল ,ডাল,তেল,নুন,
আবার কেউ জ্ঞান বিক্রি করি, কেউ বা বিক্রি করি শিক্ষা,
কেউ বা বেচি ধর্ম,
এমন কি ভালোবাসা , মনুষ্যত্ব , বিবেক ,মূল্যবোধ ও বেচি,
কখনো কখনো চরিত্র ও বেচে দিই----
এমন কি কখনো কখনো জানতে অথবা অজান্তে
নিজেকে ও বিক্রি করে দিই।
তাই ভেবে দেখুন আমারা কি বিক্রেতা নয়----?
তবে তার মধ্যে ব্যতিক্রম ও আছে ---
এখনো এই সবকিছুর বেচার বাজারে অনেকেই আছেন
যারা কোন কিছুর বিনিময়ে তাদের ভালোবাসা , মনুষ্যত্ব বিবেক , মূল্যবোধ ,এমন কি চরিত্র বিক্রি করেন না।
জান যায় যাক, মান টুকু থাক ---, এমন মানুষ ও আছেন।
এখনো এমন মানুষ আছেন যারা কোন কিছুর বিনিময়ে
তারা কখনো নিজেকে বিক্রি করেন না বা নিজেকে বিক্রি
করবেন না----?
তবে এরকম মানুষ জনের সংখ্যাই বা কত ----?
গুটি কয় এদের বাদ দিলে , প্রায় আমরা সবাই বিক্রেতা তাই না---?
আপনি কি বলেন----?
***************************************************
বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
নমস্কার🙏
সমীর✍️
****************************************************
আমি আমার এই ব্লগে নানান রকমের নিত্যনতুন স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি।
আপনি চাইলে আমার ব্লগে এই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
আমার এই লেখা পড়ে আপনার ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।
****************************************************
এছাড়া আমি আমার এই ব্লগে ছোট গল্পঃ, কবিতা সাম্প্রতিক সময়ে ঘটে চলা সমাজের নানান রকমের ঘটনা প্রসঙ্গে লেখা হয়।
****************************************************
Comments