স্মল বিজনেস আইডিয়া
আজকের বিজনেস আইডিয়া👇
অক্সিডাইস জুয়েলারির ব্যাবসা
🔴🔵⚫🔴🔵⚫🔴🔵⚫🔴🔵⚫🔴🔵⚫🔴🔵⚫
হ্যালো -- আমি সমীর , স্মল বিজনেস ম্যান, বিজনেস পরামর্শদাতা, ও বিজনেস মোটিভেটার।
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে। যে ব্যাবসাটি মাএ পাঁচ হাজার 💰 টাকা পুঁজি নিয়ে যে কেউ অতি অনাসেই শিক্ষত
বা লেখাপড়া না জানা, পুরুষ ও মহিলা সবাই বাড়িতে বসেই
শুরু করতে পারেন। এবং মাসের শেষে অনাসে ১০.০০০টাকা রোজগার করতে পারবেন।
যারা কোনদিন জুয়েলারির কোন কাজ করেন নি।
যাদের জুয়েলারি কাজের বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই তারাও এই কাজ বা ব্যাবসাটি অতি সহজেই করতে পারবেন।
এই অক্সিডাইস জুয়েলারির কাজ করতে বা ব্যাবসাটি
করতে লাগবে মাএ পাঁচ হাজার টাকা পুঁজি এবং একটি
কাটার (কাটুরি ),আর একটি প্লাস।
এই অক্সিডাইস জুয়েলারির গহনাগুলোর রং বহুদিন ধরে থাকে, দেখতেও ইউনিক , এবং ইমিটেশনের গহনার থেকে দাম অনেক কম। তাই বর্তমানে এখন অনেকেই এই অক্সিডাইস জুয়েলারির গহনার পছন্দ করেছেন।
তাই এই অক্সিডাইস জুয়েলারির চাহিদা রয়েছে প্রচুর।
তাই আপনি যদি এই ব্যবসাটি শুরু করেন তাহলে অল্পদিনের মধ্যেই আপনার ব্যাবসার প্রসার ও লাভ হবে প্রচুর।
তাছাড়া এই ব্যাবসাটি সারা বছর ধরে চলবে।
এই ব্যাবসায় কোন লস নেই অথচ লাভের পরিমান রয়েছে প্রচুর।
তাই আপনি এই ঝুঁকি বিহীন লাভজনক ব্যবসাটি চাইলে শুরু করতে পারেন।
💥কিভাবে আপনি শুরু করবেন অক্সিডাইস জুয়েলারির ব্যাবসা----?
এই অক্সিডাইস জুয়েলারির ব্যাবসা আপনি দুই ভাবে শুরু করতে পারেন-----
১। অক্সিডাইস জুয়েলারি তৈরী গহনা কিনে
অথবা
২। আপনি অক্সিডাইস জুয়েলারির কাঁচা মাল কিনে জুয়েলারি তৈরী করে।
দুতোতেই লাভ রয়েছে প্রচুর। তবে প্রথমটির চয়ে দ্বিতীয়টি
লাভের পরিমান একটু বেশি।
💥 কোথা থেকে এই অক্সিডাইস জুয়েলারির তৈরি করা গহনা আপনি কিনতে পাবেন-------?
কলকাতার বড়বাজার অঞ্চলে বহু দোকান আছে সেখানে আপনি অক্সিডাইস জুয়েলারি আপনি প্রতি পিস দামে কিনতে পারবেন।
💥কোথা থেকে আপনি অক্সিডাইস জুয়েলারির কাঁচা মাল কিনবেন-----?
কলকাতার বড়বাজার কটন স্টিট অঞ্চলে এই অক্সিডাইস জুয়েলারির কাঁচা মাল আপনি প্রতি কেজি ৮০০টাকা থেকে ১২০০ টাকা দরে কিনতে পারবেন।
এছাড়া এই দোকানে আপনি জুয়েলারি তৈরীর যাবতীয় জিনিস যেমন--- টার্সেল (জুয়েলারিতে ব্যাবহৃত রঙিন কার ),
কাঁচের বিটস (কাঁচের রঙিন পুঁতি) ,
কটন বিটস ( রঙিন সূতোর পুঁটি),
ক্যামিকাল বিটস ( বিভিন্ন ক্যামিকাল দিয়ে তৈরি রঙিন পুঁতি),
এছাড়া লেকেট , পেন্ডনস, ঝুমকো ইত্যাদি সবকিছু এখানে পেয়ে যাবেন।
💥আপনি কি ভাবে অক্সিডাইস জুয়েলারি তৈরী করবেন---?
অক্সিডাইস জুয়েলারির কাঁচা মাল কিনে একটির সাথে একটি জুরে দিলেইগহনা তৈরি হয়ে যাবে।
কোন প্রকার ভাঁজা-ভাঁজি করতে বা ঝালাঝালি করতে হবে না।
কেবলমাত্র একটির সাথে একটি জুরে দিলেই হবে।
আপনি অক্সিডাইস জুয়েলারির একটি গহনা দেখলেই
আপনি নিজে নিজেই করতে পারবেন।
💥 কোথায় আপনি অক্সিডাইস জুয়েলারির গহনা বিক্রি করবেন----?
আপনি চাইলে এই অক্সিডাইস জুয়েলারির গহনা আপনি আপনার বাড়ির পাশের জুয়েলারি দোকানে বিক্রি করতে পারবেন।
অথবা
আপনি চাইলে নিজেই একটি জুয়েলারির দোকান খুলে বিক্রি করতে পারেন।
অথবা
আপনি কলকাতার বড়বাজার অঞ্চলে যে খানে আপনি অক্সিডাইস জুয়েলারির কাঁচা মাল কিনবেন আপনি চাইলে তাদের কাছে ও এই অক্সিডাইস জুয়েলারির গহনা বিক্রি করতে পারবেন।
তাহলে আর দেরি কেন-----?
মাএ পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন এই ঝুঁকি বিহীন লাভজনক একটি সুন্দর ব্যাবসা।
****************************************************বিঃ দ্রঃ--- ব্যাবসা করা বা না করা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
আমি এখানে একটি বিজনেসের আইডিয়া শেয়ার করেছি মাএ।
ব্যাবসা আপনি করবেন তাই ব্যাবসা করার আগে আপনি নিজে সব কিছু ভালো করে জেনে বুঝে তবেই শুরু করবেন।
শেষে আপনাকে যাতে ঠকতে না হয়।
****************************************************পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকার নানান রকমের স্মল বিজনেস আইডিয়া সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করতে পারেন।
আমার ই-মেইল 👉 mondal1100mondal@gmail.com
আমি আপনার যাবতীয় প্রশ্নের সঠিক উত্তর আপনাকে বিনামূল্যে দেওয়ার চেষ্টা করবো।
****************************************************পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকার নানান রকমের স্মল বিজনেস আইডিয়া নিয়ে আমার ব্লগে লেখা আছে।
আপনারা চাইলে আমার ব্লগের এই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
আর আমার লেখা পড়ে আপনার ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।
আমার ব্লগের লেখাগুলো পড়তে লকইন করুন
👉 https://allsamir.bolgpost.com
অথবা
👉 https://allangasribostraloy.wordpres.com
****************************************************
ভালো থাকুন, সুস্থ থাকুন
নমস্কার 🙏
Comments