ম্যাডাম , আপনাকে বলছি---
আপনি জানেন কি -------,
যেখানে-সেখানে ফেসিয়াল করলে আপনার
স্কিনের ক্ষতি হতে পারে---?
তাই আপনার ফেসিয়াল করতে হলে সঠিক জায়গায় করুন।
শ্রী লেডিস পার্লার হলো সেই সঠিক ঠিকানা
কারন এখানে অত্যাধুনিক স্কিন টেস্টার দ্বারা আপনার
স্কিনের আর্দ্রতা ও স্কিনের প্রকারভেদ অনুযায়ী সঠিক ফেসিয়াল ক্রিম ব্যবহার করা হয়।
এছাড়া এখানে অত্যাধুনিক আল্ট্রাভায়োলেট ফেসিয়াল মেসিনের সাহায্য ফেসিয়াল করা হয়।
যার ফলে আপনার স্কিনের উপর জমে থাকা ফ্রী রেডিক্যাল বা মৃত কোষ খুব তাড়াতাড়ি পরিস্কার করে
আর ফেসিয়াল ক্রিম পৌঁছে দেয় আপনার স্কিনের গভীরে। যার ফলে আপনার স্কিন হয়ে উঠে লাবন্যভরা ,
গ্লেজ এন্ড গ্লেজি ও দীর্ঘমেয়াদী।
***************************************************
শ্রী লেডিস পার্লার gov.Trade Registration No- 166
শ্রী লেডিস পার্লার Ministry Of Micro Small & Medium Enterprise (MSME) দ্বারা রেজিস্ট্রেশন
***************************************************শ্রী লেডিস পার্লার
কাজের নিরিখে নেতাজি সুভাষ ফাউন্ডেশন দ্বারা
ISO 9001- 2015 সার্টিফিকেট প্রাপ্ত
**************************************************
* শ্রী লেডিস পার্লার *
রাজনগর (রাসতলা বাসস্টপ),
দাসপুর , পশ্চিম মেদিনীপুর ,
এখানে অভিজ্ঞ মহিলা বিউটিশিয়ান দ্বারা মেয়েদের
হেয়ার স্পা , মেনিকিওর , পেডিকিউর , ফেসিয়াল, ভ্রুপ্লাগ , নানান স্টাইলের হেয়ার কাটিং, হেয়ার কালার, স্টাইলিস খোঁপা বাঁধা,
নানান স্টাইলের নেল আর্ট , ব্রাইডাল মেকআপ,
এছাড়া মেয়েদের যাবতীয় পার্লারের কাজ
অতি যত্ন সহকারে করা হয়।
---------------------------------------------------------------------------------
বিঃ দ্রঃ- বাড়িতে গিয়ে বিয়ের কনে সাজানো হয়।
---------------------------------------------------------------------------------
Comments