হ্যালো
আমি সমীর 👇
আপনারা পড়ছেন ডিজিটাল অঙ্গশ্রী ব্লগ
বন্ধুরা আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তারা
ইতি মধ্যে প্রায় সবাই জেনে গেছেন যে----
হোয়াটসঅ্যাপ সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তি দিয়েছে
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি বন্ধ করে দেওয়া হচ্ছে।
আগামী ৮,২,২০২১ তারিখে মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার কারি সবাই কে হোয়াটসঅ্যাপের ট্রাম এন্ড কন্ডিশনে Agree
করতে হবে।
আর Agree না করলে আগামী ৮,২,২০২১ তারিখের পর
হোয়াটসঅ্যাপ তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবে।
হোয়াটসঅ্যাপ তাদের সাম্প্রতিক ট্রাম এন্ড কন্ডিশনে
বিজ্ঞপ্তি তে লিখেছে এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার
কারিদের কিছু ডাটা ফেসবুককে শেয়ার করবে।
এখানে খোলসা করে তেমন ভাবে বলা নেই যে---
হোয়াটসঅ্যাপ আপনার কোন--কোন ডাটা ফেসবুককে শেয়ার করবে----?
তবুও ভয় একটা থাকে , কারন আপনার ব্যক্তিগত ডাটা বা তথ্য সম্পূর্ণ গোপনীয়তা থাকাই বাঞ্ছনীয়।
তাই হোয়াটসঅ্যাপ পার্সোনাল বা হোয়াটসঅ্যাপ বিজনেস
অ্যাপস যারা ব্যবহার করেন তাদের কাছে একটা অজানা
ভয় থেকেই যায়।
তাই আপনি চাইলে হোয়াটসঅ্যাপ এর মতো একটি সুন্দর
অ্যাপস ব্যবহার করতে পারেন।
অ্যাপস টি হল 👉 Signal app
অ্যাপসটি Google Play Store থেকে বিনামূল্যে অতি সহজেই ডাউনলোড করতে পারবেন।
এই Signal app টি ব্যবহার করা অতি সহজ
এবং হোয়াটস অ্যাপসের মতো সমস্ত ফিচার এই অ্যাপসটি তে রয়েছে।
বর্তমানে অ্যাপসটির ডাউন লোড রেটিং রয়েছে 4.6
এই অ্যাপস ব্যবহার করলে আপনার পার্সোনাল ডাটা বা তথ্য
সম্পূর্নভাবে গোপন থাকবে ১০০%গ্যারান্টি।
তাই আপনি চাইলে আজ থেকে সম্পূর্ন গোপনীয়তা রক্ষা করা, সুন্দর ,ব্যবহারে সুবিধা, যুক্ত এই 👉 Signal application টি ব্যবহার করতে পারেন।
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀 বন্ধুরা আমি আমার ব্লগে নানান রকমের স্মল বিজনেস নিয়ে
নানান রকম তথ্য ও পরামর্শ নিয়ে লিখে থাকি।
এছাড়াও এই ব্লগে ছোট গল্পঃ, ও কবিতা লিখে থাকি।
আপনারা পড়তে চাইলে আমার ব্লগের লেখা গুলো পড়ে দেখতে পারেন।
আমার ব্লগ পড়তে চাইলে
লক অন করুন 👇 https://digitalangasri.blogpost.com
অথবা 👉 https://blogger com/digitalangasri
🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴 নমস্কার 🙏
Comments