ল্যাক্টো মিটার দিয়ে আমরা দুধে জলের পরিমান যাচাই করি।
কোস্টি পাথরে দিয়ে যাচাই করি সোনা।
কিন্তু আপনি নিজেকে যাচাই করবেন কি ভাবে ----?
বন্ধু আপনি গ্রাম বা শহর যে খানেই থাকুন না কেন,
আপনি গরিব বা ধনী যেই হোন না কেন,
আপনি যে পেশার মানুষ হোন কেন ,
আপনি যতই আপনার মতো করে থাকুন না কেন,
আপনার পিছনে কাঠি দেওয়ার লোকের অভাব হবে না
কখনো।
আপনি ভাবেন যে যাই বলছে বলুক , এতে আপনি কান দিবেন না।
ওদের ওই এ -কথা , সে -কথা , কু-কথা , বাজে- কথায় আপনার কিছু যায় আসে না।
কিন্তু একটা সময় মাথা আর মাথা ঠিক রাখা যায় না।
তাই বাধ্য হয়েই আপনাকে মাথা গরম করতে হয়।
কি ঠিক কিনা বলুন-----?
প্লিজ আপনি মাথা গরম করবেন না-----
কারন মাথা গরম করে কাজের কাজ কিছু হবে না,
বরং শত্রু বৃদ্ধি হবে।
তাই সর্বদা আপনি নীরব থাকুন ,আর সেই সময় আপনি
আপনার যে কাজ গুলো করতে চান ,এখনো শেষ করে উঠতে পারেন নি, সেই কাজ গুলোতে মনোনিবেশ করুন।
এবং অসম্পূর্ণ কাজ গুলো কে সম্পূর্ণ করুন।
আরো বেশি করে স্বপ্ন দেখুন , সত্যিকারের স্বপ্ন দেখতে থাকুন আগামীর সোনালী স্বপ্ন।
আর তাতে করে আপনি এগিয়ে যাবেন এক সুন্দর ভবিষ্যৎতের দিকে।
সর্বদা মনে রাখবেন কেন কিছু লোক , কিছু লোকের পিছনে কাঠি দেয় , যারা কোনদিন সফল হতে পারেনি জীবনের কোন ক্ষেত্রেই।
অর্থাৎ যারা জীবনে সফলতা পায়নি, আপনার থেকে সর্ব ক্ষেত্রেই যে পিছিয়ে , সেই আপনার পিছনে কাঠি দেয়,এবং
কাঠি দেবেও-----
তারা সর্বদা এর--ওর কাছে বলে বেড়াবে আপনি লোকটা
উপর থেকে যতটা ভালো আসলে আপনি তা নয়।
আপনি লোকটা একটা বাজে , খুব খারাপ---ইত্যাদি----
তাই এই সব পিছনে কাঠি দেওয়া লোকেরা যখন , আপনার
সমালোচনা করছে, আপনাকে নিয়ে ব্যাঙ্গো, করছে,
আপনার সম্পর্কে এর---ওর কাছে খারাপ মন্তব্য করেছে।
তথন আপনি জানবেন আপনি একদম খাঁটি,
১০০% পারফেক্টেট।
কোস্টি পাথরে দিয়ে যেমন লোকে সোনা যাচাই করে।
ঠিক তেমনি , আমি-- আপনি যাচাই হই অন্যেরা যখন
আমাদের সোমলোচনা করে। আমাদের পিছনে কাঠি দেয়।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
নমস্কার 🙏
ভালো থাকুন , সুস্থ থাকুন
আমার এই লেখা টি পড়ে আপনাদের
কেমন লেগেছে জানাবেন।
আপনাদের মূল্যবান মতামত ও উওরের আশায় রইলাম।
আমার এই ব্লগে আরো অনেক লেখা আছে----------
আপনারা পড়তে চাইলে লগ অন করুন
👉 https://alldigitalangasri.blogpost.com
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
Comments