Skip to main content

নিজেকে যাচাই করবেন কি ভাবে-----?

ল্যাক্টো মিটার দিয়ে আমরা দুধে জলের পরিমান যাচাই করি।
কোস্টি পাথরে দিয়ে যাচাই করি সোনা‌।
কিন্তু আপনি নিজেকে যাচাই ‌করবেন‌ কি‌ ভাবে ----?

বন্ধু ‌আপনি গ্রাম বা শহর যে খানেই থাকুন না কেন,
আপনি গরিব বা ধনী যেই‌ হোন না কেন,
আপনি যে পেশার মানুষ হোন কেন ,
আপনি যতই আপনার মতো করে থাকুন না কেন,
আপনার পিছনে কাঠি দেওয়ার লোকের অভাব হবে না
কখনো।
আপনি ভাবেন যে যাই  বলছে বলুক ,‌ এতে‌ আপনি কান ‌দিবেন না।
ওদের ওই এ -কথা , সে -কথা , কু-কথা , বাজে- কথায় আপনার কিছু যায় আসে না।
কিন্তু একটা সময় মাথা আর মাথা ঠিক রাখা যায় না।
তাই বাধ্য হয়েই আপনাকে মাথা গরম করতে হয়।
কি ঠিক কিনা বলুন-----?
প্লিজ আপনি মাথা গরম করবেন না-----
কারন মাথা গরম করে কাজের ‌কাজ কিছু হবে না, 
বরং শত্রু বৃদ্ধি হবে।
তাই সর্বদা আপনি নীরব থাকুন ,আর সেই সময় আপনি
আপনার যে কাজ গুলো করতে চান ,এখনো শেষ করে উঠতে পারেন নি, সেই কাজ গুলোতে মনোনিবেশ করুন।
এবং অসম্পূর্ণ কাজ ‌গুলো কে সম্পূর্ণ করুন।
আরো বেশি করে স্বপ্ন দেখুন , সত্যিকারের স্বপ্ন দেখতে থাকুন আগামীর‌ সোনালী স্বপ্ন।
আর তাতে করে আপনি এগিয়ে যাবেন এক সুন্দর ভবিষ্যৎতের দিকে।
সর্বদা মনে রাখবেন কেন কিছু লোক , কিছু লোকের পিছনে কাঠি দেয় , যারা কোনদিন সফল হতে পারেনি ‌জীবনের কোন ক্ষেত্রেই।
অর্থাৎ যারা জীবনে‌ সফলতা পায়নি, আপনার থেকে সর্ব ক্ষেত্রেই যে পিছিয়ে ‌, সেই আপনার পিছনে কাঠি দেয়,‌এবং
কাঠি দেবেও-----
তারা সর্বদা এর‌--ওর‌ কাছে ‌বলে বেড়াবে আপনি লোকটা
উপর থেকে যতটা ভালো আসলে আপনি তা নয়।
আপনি লোকটা একটা‌ বাজে , খুব খারাপ---ইত্যাদি----
তাই এই সব পিছনে কাঠি দেওয়া লোকেরা যখন , আপনার
সমালোচনা করছে, আপনাকে নিয়ে ‌ব্যাঙ্গো, করছে,
আপনার সম্পর্কে এর---ওর কাছে খারাপ মন্তব্য করেছে।
তথন আপনি  জানবেন আপনি একদম খাঁটি, 
১০০% পারফেক্টেট।
কোস্টি পাথরে দিয়ে যেমন লোকে সোনা যাচাই করে।
ঠিক তেমনি , আমি-- আপনি যাচাই হই অন্যেরা যখন
আমাদের সোমলোচনা করে। আমাদের পিছনে কাঠি দেয়।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
                    নমস্কার  🙏
           ভালো থাকুন , সুস্থ থাকুন
                        ইতি সমীর✍️
আমার এই  লেখা টি পড়ে আপনাদের 
কেমন লেগেছে জানাবেন।
আপনাদের মূল্যবান মতামত ও উওরের আশায় রইলাম।
আমার এই ব্লগে আরো অনেক লেখা আছে----------
আপনারা পড়তে চাইলে লগ অন করুন
👉 https://alldigitalangasri.blogpost.com
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀





Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...