Skip to main content

হে প্রভু 🙏 আপনি আমার শত্রুদের ভালো করুন-----

আজ মহা পূন্য রামনবমী তে অনেক - অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার একান্ত প্রিয় শত্রুদের -----
যারা প্রতিনিয়ত ‌আমার ক্ষতি করিবার জন্য  একেবারে
আদা - জল খেয়ে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ এই মহাপূন্য রামনমনীতে অভিন্দন জানাই তাদের ,
যাদের দিনের অনেকটাই সময় কাটে আমার পিছনে কাঠি দিতে - দিতে-----

অভিনন্দন জানাই তাদের , আমার ক্ষতি হলে
যাদের মন সব চাইতে বেশি আনন্দে হিল্লোলিত ‌হবে , 
তাদের------

আমার এই লেখা পড়ে হয়তো ভাবছেন ------?
এ কেমন লোকরে‌ বাবা , শ্রত্রুদের‌ অভিন্দন জানায়----?
লোকটা পাগল নাকি----?

নাকি লোকটি ন্যাকা , ভিউ বাড়াবার জন্য যত আদিখ্যেতা,
যত সব নাটক------
বিশ্বস করুন , আর নাই করুন
 সত্যি হলো এটাই , আমি পাগল নোই 
তাই এটা আমার পাগলের প্রলাপ নয়
আমি   স্বজ্ঞানে , সুষ্ঠ মস্তিষ্কে , কায়মনোবাক্যে
সত্যি সত্যিই আমার প্রিয় শত্রুদের আজ‌ মহাপূন্যের 
এই রামনবমীতে অভিন্দন জানাচ্ছি-----

কেন অভিন্দন জানাবো না ----?

যারা সর্বদা আমার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ,
আমাকে প্রতিদিন , প্রতিনিয়ত‌ মানোসিক‌ কষ্টে ,
আমার হৃদয় কে ক্ষত- বিক্ষত করে দিচ্ছে।
আর তাদের দেওয়া সেই হৃদয় বিদায়ক যন্ত্রনা
কখন যেন আমার ❤️ মনে আগুন 🔥 ধরিয়ে দিয়েছে।
আর আমি সেই মোনানলে পুড়তে - পুড়তে লৌহসম হয়ে
গিয়েছি।
নরম / কাঁচা লোহাকে কামারের হাপরের 🔥 আগুনে পোড়াতে - পোড়াতে, আর শক্ত হাতুড়ির বাড়ি খেতে খেতে
সেই নরম লোহা তেমন শক্ত ইস্পাতে পরিনত হয়।
ঠিক তেমনি , আমার নরম‌ মনটা আমার,
শত্রুদের দেওয়া আঘাতে ইস্পাতের ন্যায় হয়ে গেছে।
আর তাই আজ আমি ওই সকল কূটিলদের‌ সব চক্রান্ত, ব্যাথা, যন্ত্রনা, আমার ইস্পাতসম মন‌দিয়ে নিমিষেই প্রতিহত করতে পারি।

অনেকটা টোকা দিয়ে  , পোকা ফেলার মতই-----

আর তাই আজ‌ আমি অতি অনাসেই হাসিমুখে গাইতে
পারি ----
বিখ্যাত কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় মান্নাবাবুর (মান্না দে)সেই গান---

তুমি অনেক যত্ন করে ‌আমায় দুঃখ দিতে চেয়েছো
দিতে পারোনি-----

আজ আমি বুঝতে শিখেছি যে জীবনে বন্ধুর যেমন প্রয়োজন আছে  , ঠিক তেমনি  জীবনে শত্রুর ও প্রয়োজন ‌আছে।
অন্ধকার আছে বলেই আলোর এত কোদর,
অমবশ্যা আছে বলেই জোস্না এত ভালো লাগে।
 তাই জীবনে দু- একটি শত্রু থাকা  ভালো ----
আমাকেই দেখুন আমার শত্রু আছে ‌বলেই আজ 
আমি জীবনের পথে সামনে এগিয়ে যেতে পেরিছি
সেই অবদান টা অবশ্যই আমার শত্রুদের, তাই না----?
তাই আজ মহা রামনবমীর পূন্য দিনে আমার সমস্ত শত্রুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন---
আর প্রভুর কাছে‌ প্রার্থনা করি -----🙏
হে প্রভু 🙏আপনি আমার শত্রুদের ভালো করুন।
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
                          নমস্কার 🙏
          ভালো থাকুন , সুস্থ থাকুন সবাই
                   ইতি------
                     ‌    সমীর----✍️
🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹

 ্য্্য্য্্্য্্য্য্্য্্য্্য্্য্্্য্্য্্য্্য্য্্্য্্য্













Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...