আজ মহা পূন্য রামনবমী তে অনেক - অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার একান্ত প্রিয় শত্রুদের -----
যারা প্রতিনিয়ত আমার ক্ষতি করিবার জন্য একেবারে
আদা - জল খেয়ে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আজ এই মহাপূন্য রামনমনীতে অভিন্দন জানাই তাদের ,
যাদের দিনের অনেকটাই সময় কাটে আমার পিছনে কাঠি দিতে - দিতে-----
অভিনন্দন জানাই তাদের , আমার ক্ষতি হলে
যাদের মন সব চাইতে বেশি আনন্দে হিল্লোলিত হবে ,
তাদের------
আমার এই লেখা পড়ে হয়তো ভাবছেন ------?
এ কেমন লোকরে বাবা , শ্রত্রুদের অভিন্দন জানায়----?
লোকটা পাগল নাকি----?
নাকি লোকটি ন্যাকা , ভিউ বাড়াবার জন্য যত আদিখ্যেতা,
যত সব নাটক------
বিশ্বস করুন , আর নাই করুন
সত্যি হলো এটাই , আমি পাগল নোই
তাই এটা আমার পাগলের প্রলাপ নয়
আমি স্বজ্ঞানে , সুষ্ঠ মস্তিষ্কে , কায়মনোবাক্যে
সত্যি সত্যিই আমার প্রিয় শত্রুদের আজ মহাপূন্যের
এই রামনবমীতে অভিন্দন জানাচ্ছি-----
কেন অভিন্দন জানাবো না ----?
যারা সর্বদা আমার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ,
আমাকে প্রতিদিন , প্রতিনিয়ত মানোসিক কষ্টে ,
আমার হৃদয় কে ক্ষত- বিক্ষত করে দিচ্ছে।
আর তাদের দেওয়া সেই হৃদয় বিদায়ক যন্ত্রনা
কখন যেন আমার ❤️ মনে আগুন 🔥 ধরিয়ে দিয়েছে।
আর আমি সেই মোনানলে পুড়তে - পুড়তে লৌহসম হয়ে
গিয়েছি।
নরম / কাঁচা লোহাকে কামারের হাপরের 🔥 আগুনে পোড়াতে - পোড়াতে, আর শক্ত হাতুড়ির বাড়ি খেতে খেতে
সেই নরম লোহা তেমন শক্ত ইস্পাতে পরিনত হয়।
ঠিক তেমনি , আমার নরম মনটা আমার,
শত্রুদের দেওয়া আঘাতে ইস্পাতের ন্যায় হয়ে গেছে।
আর তাই আজ আমি ওই সকল কূটিলদের সব চক্রান্ত, ব্যাথা, যন্ত্রনা, আমার ইস্পাতসম মনদিয়ে নিমিষেই প্রতিহত করতে পারি।
অনেকটা টোকা দিয়ে , পোকা ফেলার মতই-----
আর তাই আজ আমি অতি অনাসেই হাসিমুখে গাইতে
পারি ----
বিখ্যাত কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় মান্নাবাবুর (মান্না দে)সেই গান---
তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো
দিতে পারোনি-----
আজ আমি বুঝতে শিখেছি যে জীবনে বন্ধুর যেমন প্রয়োজন আছে , ঠিক তেমনি জীবনে শত্রুর ও প্রয়োজন আছে।
অন্ধকার আছে বলেই আলোর এত কোদর,
অমবশ্যা আছে বলেই জোস্না এত ভালো লাগে।
তাই জীবনে দু- একটি শত্রু থাকা ভালো ----
আমাকেই দেখুন আমার শত্রু আছে বলেই আজ
আমি জীবনের পথে সামনে এগিয়ে যেতে পেরিছি
সেই অবদান টা অবশ্যই আমার শত্রুদের, তাই না----?
তাই আজ মহা রামনবমীর পূন্য দিনে আমার সমস্ত শত্রুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন---
আর প্রভুর কাছে প্রার্থনা করি -----🙏
হে প্রভু 🙏আপনি আমার শত্রুদের ভালো করুন।
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
নমস্কার 🙏
ভালো থাকুন , সুস্থ থাকুন সবাই
ইতি------
🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹
্য্্য্য্্্য্্য্য্্য্্য্্য্্য্্্য্্য্্য্্য্য্্্য্্য্
Comments