মহিলারা বাড়িতে বসে ,কম টাকা ইনভেস্ট করে,
লাভ জনক ব্যাবসা নিয়ে আমি বেশ কয়েকটি আইদিয়া
আপনাদের সাথে শেয়ার করবো।
আজ পর্ব ১
রান্নার বড়ির ব্যাবসা
বিভিন্ন শাক -- সবজির তরকারি রান্নায় বিউরি, মুসুর , খেসারি কড়াইয়ের বড়ির ব্যাবহার
দীর্ঘ দিন ধরে হয়ে আসছে।
এই রান্নার বড়ির ব্যাবসা আপনি শুরু করতে পারেন।
এই ব্যবসায় একদম লোকসান নেই।
ব্যাবসাটি করতে গেলে মাএ( ১০০০) এক হাজার টাকা থেকে (২০০০) দুই হাজার টাকা -------
পুঁজি নিয়ে ভালো ভাবে এই ব্যাবসাটি শুরু করা যায়।
এই ব্যাবসা টি বার মাস চলবে
বাজারে এই তরকারি তে দেওয়া বড়ির চাহিদা রয়েছে প্রচুর।
তাই এই বড়ি বিক্রি করতে আপনাকে দূরে কোথাও যেতে হবেনা।
আপনার বাড়ির সামনের মুদিখানার দোকানে এই বড়ি দিয়ে
আপনি শেষ করতে পারবেন না।
একটু পরিচিত হলেই দোকানদার আপনার বাড়ি থেকে
বড়ি নিয়ে চলে যাবে।
এই ব্যবসা করতে হলে আপনার যে জিনিস গুলির আপনার প্রয়োজন হয় 👇
১ 🔴 মিক্সচার গাইন্ডার
২ 🔴 বিভিন্ন ধরনের কড়াই/ কলাই
যেমন বিউরি ডাল, মুসুর ডাল, খেসারি ডাল ইত্যাদি ।
৩ 🔴 পাইপিন ব্যাগ অথবা প্লাস্টিক পিপি / বড়ি
দেওয়ার জন্য নজেল।
এই নজেল সোনা -- রুপার দোকানে আপনি কিনতে পারবেন
অথবা কলগেট মাজনের মুখ কেটে আপনি নিজে তৈরী করে নিতে পারেন।
৪ 🔴 নাইলোনের মশাড়ি /নাইলোন মশাড়ির নেট
৫ 🔴 বিভিন্ন ধরনের মশলা
যেমন লবন , শুঁকনো লঙ্কা, গোটা সাদা জিরে সরিষার তেল ইত্যাদি।
৬ 🔴 ১০০,২০০ গ্রামের বাড়ি ধরবে এরকম প্লাসটিক পিপি।
কিভাবে বড়ি তৈরি করবেন
বড়ি তৈরি করতে প্রায় মা/ জেঠি মা / কাকীমা /বোন / বউদিমনিরা কম -- বেশি জানেন।
তাই আর এই বিষয়ে বিশেষ কিছু আলোচনা করলাম না।
এর পর বড়ি গুলো ৪ থেকে ৫ দিন রৌদ্রে ভালো করে শুকিয়ে নিয়ে , ১০০গ্রাম,২০০গ্রাম ওজন করে প্লাস্টিক পিপিতে ভরে বাজারের মুদিখানার দোকানে বিক্রি করুন।
সর্বদা মনে রাখবেন যে হতু এই বড়ি মানুষ -জন খাবেন
তাই পরিস্কার হাতে, পরিচ্ছন্ন ভাবে তৈরি করবেন।
আর মনে রাখবেন ভালো মানের কলাই , ভালো মানের মশলা
ব্যাবহার করবেন।
মনে রাখবেন আপনার তৈরি বড়ির কোয়ালিটি যদি ভালো করতে পারেন, তাহলে মাএ( ২০০০ ) দুই হাজার টাকা ইনভেস্ট করে, বাড়িতে বসে অল্প কয়েক দিনের মধ্যেই আপনার এই
ক্ষুদ্র ব্যবসা টি বড়ো হয়ে উঠবে।
আর আপনি খুব তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখবেন।
---------------------------------------------------------------------------
ভালো থাকুন ,সুস্থ থাকুন
আমার এই স্মল বিজনেস আইডিয়া টি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার ই-মেইল 👇
mondal1100mondal@gmail.com
আপনাদের মূল্যবান মতামত এর আশায় রইলাম।
আমি আমার এই ব্লগে প্রতি রবিবার বেশ কয়েকটি পর্বে
কম টাকা ইনভেস্ট করে, মহিলাদের বাড়িতে বসে ব্যাবসা নিয়ে লিখবো।
পড়তে চাইলে লগ অন করুন 👇
👉 https://allsamir.blogpost.com
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্
Comments