নমস্কার 🙏
সু-প্রিয় পাঠক--------
আমি সমীর, আর আপনারা পড়ছেন
সমীর -ব্লগপোষ্ট- ডট- কম-----
বাদম আগেও ছিল , এখন আছে
চানাচুর, ঝুড়ি বাদাম তৈরী করতে, কেক, বিস্কুট, আলুর চপ, সিঙারা, অথবা বাদাম চাপ বা বাদাম
পাটালি ইত্যাদি খাবারে বাদাম ব্যাবহার করা হয়।
আগের দিনে সিনেমার হাফটিফনে বাদাম ভাজা খাওয়ার খুব চল ছিল।
এছাড়া নবাগত( রোমিও - জুলিয়েট) অর্থাৎ প্রেমিক -প্রেমিকা ভাজা বাদামের খোসা
ছাড়াইয়া ছাড়াইয়া --------
ভাজা বাদাম খেতে খেতে ভালোবাসার স্বপ্ন
দেখতে দেখতে প্রেমের অতল সাগরে হাবুডুবু খেত-
পার্কে কিংবা সুমদ্রের চড়ে একে ওপরের পিঠে- পিঠ রেখে ভাজা বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে ভালোবাসার সোনালী স্বপ্ন দেখতো।
গ্রামের রথের মেলায় কিংবা চৈএের গাজন মেলায়
ভাজা বাদাম কিনে খাওয়ার রোওয়াজ সে সময় বেশ ভালোই ছিল।
তবে অতীতের সব রেকর্ড কে ছাপিয়ে
বাদাম আজ সোশাল মিডিয়ার দৌল্যতে
সারা পশ্চিমবঙ্গ ছাপিয়ে, সমগ্র ভারতবর্ষ পেরিয়ে
কাঁচা বাদাম এখন বিশ্ববাপি ---------
একজন ঘুরে-ঘুরে বাদাম বিক্রেতার গান সদ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে---------
অনেকই এখন জেনে গেছেন
সেই ভদ্র লোকর নাম-----
তিনি হলেন বীরভূম জেলার,
দুবরাজপুর ব্লকের অন্তর্গত, লক্ষীনারায়নপুর পনচায়েতের অধিন কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা
ভুবন বাদ্যকর।
ভদ্রলোকের গান গাওয়ার স্টাইল, বচন শৈলী,
নিমিষেই নেটিজেনদের মুগ্ধ করছে।
তেমনি আপনি কাঁচা বাদামের গুনাগুন জানলে
মুগ্ধ হয়ে যাবেন।
* কাঁচা বাদামের গুনাগুন*
কাঁচা বাদামে আছে ক্যালোরি, প্রটিন, ফ্যাট,
কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন -ই , ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, ম্যাগানিজ, ইত্যািদি সহ মানব শরীরের কাজে লাগে
আর অনেক উপকারী উপাদান।
১।👉কাঁচা বাদামে আছে সি - রিঅ্যাক্টিভপ্রোটিন ও ইন্টারলিউকিন যা মানব শরীরের রোগ প্রতিরোধ করে।
২।👉ক্যানসার রোগ প্রতিরোধ করে।
৩।👉হাড় ও মাংসপেশি কে মজবুত করে।
৪।👉ব্রেইনের কার্যক্ষমতা বাড়ায়।
৫।👉ব্লাডপ্রেসার নিয়ন্ত্রিত করে।
৬।👉ত্বক সতেজ করে।
৭।👉দাঁতের ক্ষয় প্রতিরোধ করে ।
৮।👉স্মৃতিশক্তি বাড়ায়।
৯।👉অতিরিক্ত ওজন কমায়।
১০।👉রক্তের কোলেস্টেরল কমায়।
১১।👉হজম সমস্যা দূর করে।
তাই আপনার রোজকার খাদ্য তালিকায়
এই দানা শষ্যটি কে জায়গা দিতে পারেন।
🔴🔴🔴 সাবধান 🔴🔴🔴
কাঁচা বাদাম 🥜🥜🥜খাওয়ার সাবধনতা অবশ্যই মেনে চলবেন।
ক)👉কাঁচা বাদামে ব্যাক্টেরিয়া থাকে, তাই কাঁচা বাদাম খাওয়ার আগে বাদাম খুব ভালো করে
পরিস্কার ঠান্ডা জলে বেশ কয়েক বার খুব ভালো করে ধুয়ে তবেই বাদাম খাবেন -----------।
খ) 👉প্রতিদিন খুব বেশি কাঁচা বাদাম খাবেন না।
🤷♂️ আপনার মনে প্রশ্ন আছে নিশ্চয় যে কাঁচা বাদাম কেন খাবো----------?
ভাজা বাদাম নয় কেন ---------?
উত্তরে বলি আপনি ভাজা বাদাম ও খেতে
পারেন কোন অসুবিধা নেই------------
তবে বাদাম ভাজার সময় বাদামের মধ্যে খাকা
অনেক উপকারী গুন নষ্ট হয়ে যায়।
তাই ভাজা বাদামের চেয়ে কাঁচা বাদামের উপকারী উপাদান বেশি।
আর তাই👉 পায়ের তোড়া,
হাতের বালা,
থাকে যদি গলার ইমিটেশনর চেন,
তা দিয়ে বাবু বাদাম খাবেন
বাদাম বাবু , বাদাম - বাদাম,
বাবু কাঁচা বাদাম
ভাজা বাদাম নয়তো বাবু
শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম--------
🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜
প্রিয় পাঠক আমার এই ব্লগের লেখা আপনাদের কেমন লেগছে তা ইনবক্সে কমেন্ট করে জানাবেন।
------------------------------------------------------------------ ভালো থাকুন , সুস্থ থাকুন,
নমস্কার 🙏
ইতি ----সমীর✍️
-------------------------------------------------------------------
বিঃদ্রঃ ----প্রিয় পাঠক আমি আমার এই ব্লগে
নিয়মিত লিখে থাকি ------
বর্তমানে আমি আমার নিজের জীবন কাহিনী
*অর্ধেক জীবন* ধারাবাহিক ভাবে বেশ কয়েকটি পর্বে লিখে চলেছি------
আপনারা আমার সেই লেখা পড়তে চাইলে
লক অন করুন👇
👉https ://allsamir. blogpost. Com
----------------------------------------------------------------
Comments