Skip to main content

* মুড়ি*

*মুড়ি* Puffed Rice( Muri)

সু-প্রিয় পাঠক -----
আমি সমীর, আর আপনারা পড়ছেন -------
আমার ব্লগ, 
 সমীর.ব্লগপোষ্ট.ডট.কম

কম পয়সায় পেট ভেরে ভালো খাবার গোটা পৃথিবীতে মুড়ি  ছাড়া, 
আমার বোধহয় আর কোন
খাবার আপনি আর পাবেন না।
তাই বাংলার এই সহজলভ্য খাবার টির চাহিদা 
আজ বিশ্বজুরে।
 মুড়ি আমার মনে হয় সম্পূর্ণ আমাদের এই বাংলার ।
তবে এখন নেটের দৌল্যতে আজ গোটা পৃথিবীতে মুড়ি  পাওয়া যায়।
পাঠক, আপনি  নিশ্চয় জানতে চাইবেন -------?
এতো বিষয় থাকতে আজ আমি মুড়ি  নিয়ে লিখতে বসলাম কেন----------?
মুড়ি আমি+আপনিও নিশ্চয় কম বেশি  খেয়েছি 
বা খাই-------।

কিন্তু আপনি জানেন কি --------?
মুড়িতে  কি খাদ্যগুন আছে, বা মুড়ি  খেলে কি উপকার  হয় ------?

তবে তার আগে জেনে নেওয়া যাক মুড়ির জন্ম বৃতান্ত্য। 
মুড়ি তৈরী হয় ধান সেদ্ধ করে, 
সেই সেদ্ধ ধানের জল কে ভালো করে শুকনো করে,  
চাল কলে,  চাল বের করে,
 সেই চালে খাবার লবন মিসিয়ে, 
উনুনে মাটির  খোলা বসিয়ে, 
সেই মাটির খোলা জ্বালুনি দ্বারা  গরম করে,
 সেই খোলার উপর কিছু পরিমান বালি দিয়ে, 
সেই তপ্ত বালির উপর,  কিছু পরিমান মুড়ির চাল দিয়ে,
 মুড়ি ভাজা সম্পন্ন করা হয়।
তবে বর্তমানে হাতে ভাজা বা ঘরে ভাজা মুড়ি  চল নেই বলেই চলে। 
এখন আমরা যে মুড়ি খাই তা মেশেনি ভাজা,
আগেকার দিন মা, জেঠ্যাইমা,পিসিমা, কাকীমা ওনারা বাড়িতে মুড়ি  ভাজতেন।
সেই মুড়ির স্বাদ  ছিল আলাদা------
এখন সেই বাড়িতে মুড়ির ভাজার চল যেমন উঠে গেছে --------
তেমনি কবরাজ শাল,  নেবু শাল, ঝিঙ্গা শাল, 
স্বাদ  আলা ধানের চাষও উঠে গেছে। 
সে কথা থাক --------
তার চেয়ে বরন জেনে নিই মুড়ির গুনাগুন --------
মুড়িতে ভিটামিন - বি ও প্রচুর পরিমানে মিনারেল থাকে-----
তাই মুড়ি মানব  শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 
তাই পেটের সম্যসায় শুকনো মুড়ি  বা জলে ভেজা মুড়ি তক্ষুনি কাজ দেয়।
এছাড়াও  মুড়ি  উচ্চ রক্ত চাপ কমায়।
শরীরের হাড় ও দাঁত কে মজবুত করে।
অতিরিক্ত শরীরের ওজন কমায়--------

প্রতি  ১৪  গ্রাম  মুড়িতে থাকে ৫৬ ক্যালারি-----
১। কার্বোহাইড্রেটস ----১২.৫ মিলি গ্রাম, 
২।প্রোটিন ---------১  মিলি গ্রাম, 
৩।ফ্যাট------০.১ মিলি গ্রাম, 
৫।আয়রন------৪.৪৪ মিলি গ্রাম, 
৬। ম্যাগনেসিয়াম------৪ মিলি গ্রাম, 
৭।ফসফরাস ----১৪ মিলি গ্রাম, 
৮।থিয়ামিন ------০.৩৬  মিলি গ্রাম, 
৯।নিয়াসিন -------৪.৯৪  মিলি গ্রাম,
মুড়িতে থাকা প্রচুর  পরিমানে শর্করা
 যা মানব শরীরের  শক্তি  বৃদ্ধি করে ----।
তাই  আমদের  প্রতিদিন  দৈন্যদিন কাজে 
যে ক্যালারি'র ক্ষয় হয়, মুড়ি থেকে তা আমরা আতি সহজেই পেতে পারি।
অথচ দেখুন -----
 প্রতিদিন ফাস্ট ফুড,
জাঙ্কফুড, 
স্ট্রীট ফুড, 
চাইনিজ ফুড 
যেমন আপনি  নিজেও খাচ্ছেন এবং আপনার  ছেলে মেয়েদের খাওয়াচ্ছেন------
তাই আসুন না আজ থেকে এই এই সুলভ্য, সহজ, পুষ্টিকর খাদ্য কে নিজে খাই এবং নিজেদের
 ছেলে - মেয়েদের খাওয়াই -------
এত উপকারী গুন থাকতে  কেন মুড়ি ছেড়ে
চাইনিজ ফুড, ফাস্ট ফুড খেয়ে  শরীরে  মেদ বাড়াবেন-----?
নাকি  রক্তে কোরোস্টল বাড়াবেন------?
না আপনার সুস্হ শরীর কে অসুস্থ করবেন----?
কি বলবেন আপনি --------?
---------------------------------------------------------------------বন্ধুরা আমার আজকের ব্লগের লেখা আপনাদের কেমন লেগেছে আমাকে ইনবক্সে  কমেন্ট করে জানাবেন। আপনাদের কমন্টের আশায় রইলাম। -----------------------------------------------------------------
সসুস্থ থাকুন, ভালো থাকুন
নমস্কার 🙏
ইতি আপনাদের বন্ধু সমীর ---✍️
------------------------------------------------------------------প্রিয়  বন্ধুরা আমি আমার এই ব্লগে নিয়মিত লিখে থাকি। 
আপনারা চাইলে আমার সেই লেখা পড়তে চাইলে 
লক অন করুন 👇
👉https://allsamir. blogpost. com
------------------------------------------------------------------
--------------------------------------------------------------

 



 

Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...