Skip to main content

*ডালের বড়ি*

ডালের বড়ি/ Dal Bari
 বহু প্রাচীন কাল থেকে ডালের বড়ি ভাজা, 
বড়ি পোড়া, তরকারি তে দিয়ে  বড়ি দিয়ে রান্না করে  খাওয়ার প্রচলন হয়ে আসছে-----
ডালের বড়ি প্রায় সব ডালের হয়ে থাকে-----
যেমন বিউলির ডালের বড়ি
(গ্রাম অঞ্চলে  বিড়ি কলাই বলে )। 
মুসুর ডালের বড়ি, 
খেঁসারির ডালের বড়ি, 
ছোলার বড়ি,
ছোলার ডালের বড়ি,
 মটরের বড়ি,  ------- ইত্যাদি।
তবে সব থেকে খেতে ও খাওয়াতে --------
 বিউলি বা বড়ির ডালের বড়ির স্বাদ সব থেকে বেশি।
তাই এই বিউলি ডালের বড়ি খাওয়ার রেওয়াজ যেমন বেশি, এমন কি বাজরের দোকান গুলোতে  এই বিউলির ডালের বড়ি সবচেয়ে বেশি বিক্রি হয়।
বাড়িতে জামাই, কুটুম্ব,  এলে খাওয়ার পাতে বড়ি ভাজা , বা বড়ি দেওয়া তরকারি দিলে-----
 যেমন পরিবারের  সন্মান বাড়ে,  
আবার ডালের বড়ি খেয়ে অথিতি ও বেশ খুশি হোন----
এছাড়া ছেলে- মেয়ের বিয়ের  পাকা দেখা, জন্মদিনের মেনুতে পঞ্চ ব্যাঞ্জনের  সাথে বড়ি ভাজা প্রায় থাকে।
পিড়িং শাকের তরকারি, শুচনি শাকের তরকারি, 
কড়াই শাজের তরকারি, চুনো মছাের সাথে বড়ি দিয়ে ঝাল, সজনেডাঁটা, কাঁচাকলা, উচ্ছের সাথে বড়ি দিয়ে শুকতো,রান্না করতে বড়ি চাই-চাই, আবার বড়ি দিয়ে এসকল রান্না খেতে ও বেশ তফা লাগে। 
শহরের লোক ডালের বড়ি তৈরী করে কম, দোকান খেকে কিনেই বেশি খেয়ে থাকে।
 বড়ি সাধারনত গ্রামেই তৈরী  হয়ে থাকে।
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের জেলার হোলদিয়া, মহিসাদল, তমলুক, এই সব জায়গায় ডালের নক্সা বড়ি, মশলা বড়ি খুব জনপ্রিয়। 
এই অঞ্চলের মা- বোনেদের হাতের  তৈরী ডালের বড়ির মতো, এতো  সুন্দর করে তৈরী ডালের বড়ি,  আশাকরি আর কোথাও আপনি পাবেন না।
তবে বর্তমানে নৈইহাটির পূর্ব আম্রপল্লীর -----
পুরো আস্ত একটি  গ্রাম।  
প্রায় ৫০০টি পরিবার সারা বছর ধরে,  ডালের বড়ি তৈরী করে, বাজার বিক্রি করে ,  জীবিকা নির্বাহ করেন। 
আপনি যদি বাড়িতে  বেকার বসে থাকেন,তাহলে বড়ি তৈরি করে আপনার, সাস্হীয় মুদিখানার দোকানে সাপ্লই দিয়ে, মাসের শেষে একটা মোটা টাকা  রোজগার করে, আপনার সংসারে  আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারেন।
শীত কালে সাধারন বড়ি দেওয়া হলেও, বছরের
বারো মাস আপনি বড়ি দিতে পারবেন। 
তাতে বড়ির কোন রকম কিছু অসুবিধা নেই-----
তবে শাীত কালে ডালের বড়ির স্বাদ  বেশি সুস্বাদু
  হয়।
এই ডালের বড়ি দেওয়া জন্য তেমন কোন মেশিনের দরকার হয়না। 
এমন কি ডালের বড়ি দেওয়া এমন কোন শক্ত কাজ নয়।
ছেলে- মেয়ে সবাই দিতে পারবেন।
ডালের বড়ি বিভিন্ন প্রকারের হয়----
১।পস্তুর উপরে দেওয়া পস্তু বড়ি। 
 ২।লাঙ্কা গুড়ো, জিরে গুরো, কালো জিরে, আদা মিশিয়ে মশলা বড়ি। 
৩। পাকা চাল কুমরো কুড়ো মিশিয়ে, 
কুমড়োর বড়ি। 

ডালের বড়ির উপকারিতা 👇
                       মুখের  স্বাদের রুচি আনে,
                       কফ,সর্দি রোগে উপকারী।
তবে অনেকের মতে কুমড়ো বড়ির উপকার বেশি,
আর বাজারে কুমড়ো বড়ির দাম বেশি।
----------------------------------------------------------------
বন্ধুরা আমার ব্লগের এই লেখা আপনাদের  কেমন লেগেছে ইনবক্সে  কমেন্ট করে জানাবেন। 
আপনাদের মূল্যবান মতামতের আশায় রইলাম। 
-------------------------------------------------------------------
             ভালো  থাকুন,  সুস্হ থাকুন 
                        ইতি আপনাদের বন্ধু -----সমীর✍️
                                নমস্কার 🙏
-------------------------------------------------------------------
সুপ্রিয়  পাঠক আমি আমার এই ব্লগে নিয়মিত লিখে থাকি। 
আপনা আমার অন্য লেখাগুলো  পড়তে চাইলে
লকঅন করুন 👇
👉https://allsamir. blogpost. com
--------------------------------------------------------------
  



Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...