Skip to main content

টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে----

আমাদের সবার জীবনে এক এক সময় , এক এক রকমের 
সমস্যা আসে।
আমারা তখন নানান রকমের সমস্যার মধ্য পড়ি।আর সেই সব সমস্যা আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়।
আমরা তখন প্রচন্ড টেনশন করি-----
বন্ধুরা আপনার জীবনে যে‌কোন সিচুয়েশনে ,যে কোন সমস্যা
আসুক না কেন । আপনি চাপ নেবেন না।
মনে রাখবেন জীবনে টেনশন যেমন হঠাৎ করে এসেছে , ঠিক তেমনি টেনশন ‌হঠাৎ করেই আপনা - আপনি কেটে যাবে।
তাই‌ সমস্যা যত বড় হোক , সমস্যা যত গভীর হোক , সময় হলে সমস্যা আপনার আপনা - আপনি চলে যাবে।
শুধু আপনার জীবনে যদি কখনো কোন রকমের সমস্য আসে। সেই সময় ঘাবড়ে না গিয়ে শুধু নিজের উপর বিশ্বাস
রাখুন , 
I will get out of this problem
I shall overcome 
আর এই সময়টিতে অস্হির না হয়ে , নিজেকে স্হির রাখুন।
আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে ------ আকাশে যখন ঘন কালো মেঘ জমে , তথন প্রচন্ড ঝড় - বৃষ্টি হয়।
তারপর  একসময় আকাশের মেঘ কেটে গিয়ে , ঝড় - বৃষ্টি সব থেমে যায়।
ঠিক সেই রকম--- আপনার জীবনে সমস্যা আসবে , আবার
সময় হলে সমস্যা চলে যাবে।
তাই আপনি শুধু শুধু চিন্তা বা টেনশন করবেন‌ কেন----?
তাছাড়া ভেবে দেখুন তো ---- সমস্যা এলে সমস্যা রোধে করা
আমাদের কারো পক্ষে সম্ভব নয়।
আমরা কেবল অস্হির হই , চাপ নিই , টেনশন করি , অথচ
সমাধান কিছু করতে পারিনা।
যেমন আমরা ঝড় ,বৃষ্টি কে থামাতে পারি‌ না , ঠিক আমরা
আমাদের জীবনের কোন সমস্যা কে আটকাতে তেমন পারবো না।
তেমনি জীবনের কোন সমস্যার মোকাবিলা আমরা চেষ্টা করেও তার সমাধান করতে পারবো না।
জীবনের সমস্যা হলে অনেকেই টুক-টাকে বিশ্বাস করে কোন গুনিন বা ওঝার কাছে ঝাড় -ফুঁক করেন , শিকড়- বাকড় খান, জল পোড়া খান, মাদুলী ধারন করেন।
সত্যি করে বলুন তো এই হবে কি কিছু কাজ হয়------?
অথবা কোন জ্যোতিষীর কাছে গিয়ে পাথড় , আংটি, ধারন করে কি কোন উপকার হয়-----?
আর যদি জলপোড়া ,মাদুলী, আংটি ধারন করলে সব সমস্যার সমাধান হতো-----
তাহলে গুনিন, ওঝা , জ্যোতিষরা তাদের জীবনে সব সমস্যার সমাধান মাদুলী , পাথর , আংটি দিয়ে সমাধান করতেন।
তাই সমস্যার সময় আমরা অস্হির হয়ে গুনিন,ওঝা, জ্যোতিষদের কাছে গিয়ে ফালতু টাকা নষ্ট করে আমরা আর একটা সমস্যার সৃষ্টি করি।
অযথা আর্থিক টাকা- পয়সা নষ্ট করে ফেলি----
দয়া করে আপনি এইসব মাদুলী, পাথড় , আংটি ইত্যাদির জন্য
অযথা টাকা - পয়সা নষ্ট করবেন না।
আমার কথা মনে রাখবেন ,সমস্যা জীবনে হঠাৎ করে আসবে
সময় হলে সমস্যা আপনা - আপনি চলে যাবে।
এটা আমি আমার জীবনে উপলব্ধি করেছি।
আজ সেই কথা আপনাদের  সাথে শেয়ার করলাম।
                                     সমীর✍️
****************************************************
আমি আমার এই ব্লগে নানান রকমের নিত্যনতুন স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি।
আপনি চাইলে আমার ব্লগে সেই সমস্ত লেখা পড়ে দেখতে পারেন।
আমার লেখা পড়ে আপনার ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।
****************************************************
আমার এই ব্লগে স্মল বিজনেস আইডিয়া ছাড়াও ছোট গল্পঃ কবিতা, বিজনেস মোটিভেশন, ও সাম্প্রতিক সময়ে ঘটে চলা সমাজের নানান রকমের ঘটনা প্রসঙ্গে লেখা হয়ে থাকে।__________________________________________________স্মল বিজনেস সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করতে পারেন ।
আমার ই-মেইল 👉 mondal1100mondal@gmail.com
আমি আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আপনাকে বিনামূল্যে দেওয়ার চেষ্টা করবো।
****************************************************                   বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
                          নমস্কার 🙏




Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...