Skip to main content

শুরু করুন সব্জির ব্যাবসা -------

স্মল বিজনেস আইডিয়া পর্ব ---ক
আজকের স্মল বিজনেসটি হলো সব্জি বিক্রির ব্যবসা-----

সব্জি বিক্রির ব্যাবসা শুনে আপনার মনে প্রশ্ন আসতে  পারে 
প্রশ্ন ১ --- সব্জ বিক্রি আবার একটা ব্যাবসা-----?
প্রশ্ন ২----আপনার মনে প্রশ্ন আসতে পারে এই সব্জি বিক্রি করে বড় হওয়া যায়-----?
প্রশ্ন ৩----এই সব্জি বিক্রি করে ‌কোটিপতি হওয়া যায়-----?

আপনার প্রশ্নের উত্তর ---১
উওর---১
নাম মাএ পুঁজি নিয়ে এই ব্যাবসাটি করা যায়, এই ব্যাবসা ঝুঁকি নেই বললেই চলে , এই ব্যাবসাটি করলে দোকান ঘর ভাড়া লাগবে না। এই ব্যাবসা টি করতে লেখা পড়া বেশি জানার প্রয়োজন নেই, পরুন ও মহিলা সবাই এই ব্যাবসাটি করতে পারবেন, এই ব্যাবসার লাভ হয় প্রায় ৫০%

আপনার প্রশ্নের উত্তর -----২
উওর ---২
সব্জি বিক্রি করে বড় হওয়া য়ায় , শুধু বড় হওয়া নয়, নিয়ম মেনে সঠিক ভাবে এই ব্যাবসাটি করতে পারলে শুধু বড় নয় , অনেক বড় হওয়া য়ায়।
বর্তমানে অনেক লেখা পড়া জানা দাদা ভাইয়েরা এই
সবজি ব্যাবসা করে , একটি নিজের লাইভ তৈরি করেছেন এমনকি জীবনের উন্নতি করেছেন।

আপনার প্রশ্নের উত্তর----৩
উওর----৩
সব্জি ব্যাবসা করে কোটিপতি হওয়া য়ায় কিনা আমার জিনা নেই।
তবে এই সব্জি ব্যবসা করে রোডপতি থেকে লাখপতি হয়েছেন। এরকম অনেক লোককে আমার জানা আছে।
তারা একদিন রোডপতি ছিলো , তারা সবজি বিক্রি করে
কয়েক লাখ টাকার মালিক হয়েছেন।

মনে রাখবেন  সৎ ভাবে যে কোন কাজ করলে‌ কোন‌ কাজ
ছোট নয়, তেমনি সৎ পথে ব্যাবসা করলে কোন ব্যাবসা ছোট হয় না।
তাই নিজের উপর আত্ম বিশ্বাস ও প্ররিশ্রম করার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে মাএ পাঁচ হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন এই ঝুঁকি বিহীন লাভজনক সব্জির ব্যবসা।
এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে সবজি কাঁচা জিনিস
আজ না বিক্রি করতে পারলে, কালকে পচে যাবে , ব্যাবসা লোকসান হবে তো------?
উওরে জানাই ‌সব্জি সত্যিই কাঁচা জিনিস ,আজ বিক্রি করতে না পারলে কালকে পচে যাবে , তবে তার জন্যে ব্যবসার লোকসান বা ক্ষতি হবে না। তার কারন -----
এক কেজি পটল কেনা হয় ১২ টাকা থেকে ১৫ টাকায়
আর সেই পটল বিক্রি হয় ৩৫ টাকা থেকে ৪০টাকায়।
এখানে লক্ষ করে দেখুন কেনার থেকে বিক্রি দামের কত ফারাক ,এই দামের বারাকের জন্য সবজি ব্যাবসায় লোকসান হয় না।

বন্ধু  আপনি মানুন বা নাই‌ মানুন যে কোন জিনিস শুরু
করতে হলে গুরু ধরতে হয়।
তাই এই সবজি ব্যাবসাটি যদি আপনি করতে চান ‌তাহলে
প্রথমে আপনি একজন গুরু খুঁজে বের করুন অর্থাৎ আপনার চেনা জানা এমন একজন‌ যিনি সবজি বিক্রি করেন।

কেন গুরু ‌ধরবেন---?
গুরুর কাছে শেখার অনেক কিছু আছে যেমন
কোন প্রাইকারি বাজারে সবজি আমদানি ‌সবচেয়ে
বেশি হয়, কোন সবজি কিনলে মনপ্রতি অর্থাৎ ৪০  কেজি সবজি কিনলে কত কেজি ফ্রি পাওয়া য়ায়, কলা কিনলে
প্রতি১০০টি কলায় কটি কলা ফ্রি পাওয়া যায় ইত্যাদি।

যদি‌ আপনি গুরু খুঁজে না পান-----
তাহলে আপনি নিজেই আপনার গুরু হয়ে শুরু করুন।

কোথা থেকে‌ প্রাইকারি দামে সবজি কিনবেন----
১। কোলকাতার শিয়ালদহ কোলে‌ মার্কেট
২।  ধূলাগড়
৩। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া
৪।কাটোয়ার ইন্দিরা বাজার
এছাড়া স্হনীয় চাষিদের থেকে আপনি সবজি কিনতে পারবেন।
কোথায় বিক্রি করবেন----?
বর্তমানে সব বাজারেই সবজি বিক্রেতা অনেক বেড়ে গেছে
তাই আপনি আর বাজারে সবজি বিক্রি করবেন না।
শহর বা গ্রাম যেকোন‌ জনবহুল রাস্তার ধারে ,‌যে কোন‌ জনবহুল বাস স্টপে, অথবা পাড়ায় পাড়ায়, অথবা বাড়ি বাড়ি ঘুরে, অথবা আপনার মোবাইল ফোনের ফেসবুক ও
ইন্সটাগ্রামের মাধ্যমে।
তাই বর্তমান এই সময়ে বেকার হয়ে বসে না থেকে সামান্য কিছু টাকার পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন এই ঝুঁকি বিহীন লাভজনক সবজির ব্যাবসা।
ব্যাবসা করা বা না করা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি শুধু আমার মতামত ব্যক্ত করেছি মাএ।
তাই আপনি কি ব্যাবসা করবেন , কিভাবে করবেন ,কোথা থেকে মাল কিনবেন ‌তা আপনাকেই ঠিক করতে ‌হবে।
ব্যাবসা করার আগে সব কিছু ভালো করে জেনে বুঝে তবেই শুরু করবেন,যাতে করে পরে ঠকটে না হয়।
---------------------------------------------------------------------------------আমি পূর্বে  নিজে সব্জি ব্যাবসা করেছি ,
সেই অভিজ্ঞতা থেকে
আজ আপনাদের কিছু শেয়ার করলাম।
                                         
                                         সমীর✍️
__________________________________________________
আমি আমার এই ব্লগে নানান রকমের স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি।
আপনি চাইলে সেই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
আমার লেখা পড়ে আপনার ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।
****************************************************
আমি আমার এই ব্লগে স্মল বিজনেস আইডিয়া ছাড়াও ছোট গল্পঃ, কবিতা, বিজনেস মোটিভেশন, এবং সমাজের সাম্প্রতিক সময়ে ঘটে চলা সমাজের নানান  ধরনের ঘটনা প্রসঙ্গে লেখা হয়।
****************************************************
স্মল বিজনেস সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করতে পারেন
আমার ই-মেইল 👉 mondal1100mondal@gmail.com
আমি আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আপনাকে বিনামূল্যে দেওয়ার চেষ্টা করবো।
__________________________________________________                   বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
                                 নমস্কার🙏



Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...