Skip to main content

কম পুঁজিতে বাড়িতে বসে মহিলাদের লাভ জনক ব্যাবসার‌ আইডিয়া

কম পুঁজিতে বাড়িতে বসে মহিলাদের লাভ জনক ব্যাবসার‌ আইডিয়া পর্ব -----৫
বন্ধুরা কম পুঁজিতে বাড়িতে বসে মহিলাদের লাভ জনক ব্যাবসার‌ আইডিয়া পর্ব ৫ ‌আজ আলোচনা করবো আচারের ব্যসসা‌ নিয়ে।
বন্ধুরা ‌এই‌ আচার নামক খাদ্যটি ছোট - বড় আমাদের সবার খুব প্রিয়।
আচার তৈরি করতে পুঁজি ও বেশি লাগে ‌না।
কোন ‌মেশিনের দরকার নেই।
বাড়ির ‌মহিলারা যে কেউ এই‌আচির অতি সহজেই তৈরি করতে পারবেন।
আমার বিশ্বাস ‌যে প্রায় সব বাড়ির ‌মহিলারা আচার তৈরি করতে কম - বেশি জানেন।
তবে ব্যাবসা ভিত্তিক করতে হলে একটু ভালো করে শিখতে নেওয়া প্রয়োজন।
 এই আচারের ব্যসসা‌য় লাভ রয়েছে প্রচুর।
সারা ‌বছর  এই ‌আচারের চাহিদা থাকায় ‌,  কম পুঁজি নিয়ে বাড়িতে বসে মহিলারা যদি এই ব্যাবসাটি করতে পারেন।
তাহলে অল্প কয়েক দিনের মধ্যেই নিজেকে আপনি স্বনির্ভর করে তুলতে পারবেন।

এবার জেনে নেওয়া যাক এই আচার কত রকমের হয়-----
আমের আচার,  আমড়ার আচার ‌ ,জলপাইয়ের ‌আচার , কুলের আচার , তেঁতুলেরর আচার, জলপাইয়ের আচার, করভাঙার  আচার ,আনারসের আচার ,পেঁপের আচার ,লঙ্কার আচার ,আদার‌ আচার‌ ,রসুনের আচার ,চালতার আচার , মাশরুমের আচার ‌ইত্যাদি।
তবে মানুষ জন আমের আচার কেই ‌বেশি পছন্দ করেন।

এই পর্বে  আজ আলোচনা করবো আমে তেল তৈরি নিয়ে।
এই আমের মশলা মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করেন না
এরকম বাঙালি প্রায় নেই বললেই চলে।

তাই আজ পর্ব ---৫ 
আম তেলের ‌রেসিপি

আম তেল তৈরি করতে যে উপকরন লাগবে
১। পুষ্ট কাঁচা আম ২০০গ্রাম
২। খাঁটি কচ্চি‌ঘনির সরিষার তেল ২৫০গ্রাম
৩। সাদা জিরে ২৫গ্রাম
৪।মৌরি ২৫গ্রাম
৫।কালো মরিচ ১০ গ্রাম
৬। দারচিনি ১০গ্রাম
৭। লবঙ্গ ১০গ্রাম
৮। শুকনো লঙ্কা গোটা --২ টি
কাঁচের জার -- ১টি

কিভাবে করবেন আম তেল----?

প্রথমে কাঁচা আমের খোসা ভালো করে ছাড়িয়ে, আঁটি বাদ দিয়ে আম কে ছোট কুচি করে কেটে নিন।
আমের টুকরা ‌গুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন।
এবার আমের টুকরো গুলো একটি ছিদ্র যুক্ত চুপড়িতে
রেখে ১ ঘন্টা জল ঝরতে রেখে দিন।
এবার আমের টুকরো গুলো পরিমান মতো লবন ও হলুদের 
গুঁড়ো‌  মাখিয়ে টানা ২দিন রোদে রেখে দিন।
এবার সমস্ত রকমের মশলা গুলো শুকনো প্রমানে
ভালো করে ভেজে নিয়ে , ভালো করে গুঁড়িয়ে নিন।
এবার কাঁচের জারে সরিষার তেল গেলে তার মধ্যে
সমস্ত রকমের মশলা গুঁড়ো গুলো গেলে দিন।
এইবার জারের এই তেল ও মশলার মধ্যে আমের টুকরো গুলো গেলে দিন।
কাঁচের জারের মুখ ঢাকা দিয়ে ভালো করে এঁটে রেখে দিন।
টানা বেশ কয়েক দিন রোদে দিন।
আপনার আম তেল  মশলা মুড়ি তে মাখিয়ে খেতে পারেন বা কাউকে খাওয়া তে পারেন অথবা বিক্রি করতে পারেন।
__________________________________________________
                    ভালো থাকুন , সুস্থ থাকুন
                              নমস্কার 🙏
                         ইতি সমীর----- ✍️
__________________________________________________________________________________
বন্ধুরা আমি আমার এই ব্লগে নিয়মিত নানান রকমের স্মল বিজনেস আইডিয়া নিয়ে লিখেছি।
আপনারা আমার সেই ব্লগের লেখা ‌গুলো পড়তে চাইলে
গুগল সার্চ বারে টাইপ করুন
 👉 allsamir.blogpost.com
অথবা 👉 blogger/ allsamir.blopost.com
আমার ব্লগের লেখা ‌গুলো পড়ে আপনাদের কেমন লাগলো আমাকে ই-মেইল কমেন্ট করে জানাবেন জানাবেন।
আমার ই-মেইল 👉 mondal1100mondal@gmail.com
আপনাদের মূল্যবান মতামত এর আশায় রইলাম
__________________________________________________বন্ধুরা আমি আমার এই ব্লগে ৫০০০ হাজার টাকা থেকে শুরু করে ২০, ০০০হাজার মধ্যে নানান ধরনের স্মল বিজনেস আইডিয়া নিয়ে লিখেছি।
আপনাদের  যে কোন স্মল বিজনেস আইডিয়া নিয়ে কোন প্রশ্ন থাকলে আমাকে ই-মেইল করে জানাতে পারেন।
আমি বিনামূল্যে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব।
__________________________________________________

Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...