Skip to main content

* চাকরি নয় ব্যাবসা করুন *

চাকরি নয় ব্যাবসা করুন এই কথাটা শোনার সাথে - সাথে 
আপনার মনে  যে প্রশ্ন জাগবে ------
তার উওর 👇

☀️ প্রশ্ন( ১ ) ব্যাবসা করতে গেলে তো টাকা লাগবে----?
হ্যাঁ ,ব্যাবসা করতে গেলে টাকা লাগবে ঠিক কথা, কিন্তু বর্তমানে চাকরি করতে গেলে যে পরিমান টাকা ঘুষ দিতে হয়। ব্যাবসা করতে গেলে ‌তার সিকি ভাগ টাকা ও লাগবে না।
তাছাড়া চাকরি করলে আপনার উন্নতি হবে ঠিকি , কিন্তু ব্যাবসা করলে ‌আপনার উন্নতি হবে অনেক গুন বেশি।
চাকরি করলে আপনি পরাধীন আর ব্যাবসা করলে স্বাধীন।
তাই চাকরি নয় ব্যাবসা করুন।
☀️প্রশ্ন ( ২ )
চাকরি তে ঝুঁকি নেই , কিন্তু ব্যাবসায় অনেক ঝুঁকি আছে---?
চাকরি ঝুঁকি নেই বললে ভুল হবে। সময় মতো কর্ম ক্ষেত্রে না গেলে , সময় মত কাজ সঠিকভাবে কাজ না‌ করলে।
আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে।
সে ক্ষেত্রে চাকরিতে কম হলেও ঝুঁকি আছে।
ব্যাবসায় ঝুঁকি অনেক বেশি এ ধ্রুবসত্য কথা।
কিন্তু বন্ধু ঝুঁকি না নিলে কখনো স্বপ্ন পূরন হয়না , ঝুঁকি না নিলে কখনো বড়ো হওয়া যায় না , ঝুঁকি না নিলে সাফল্য অর্জন করা যায় না।
আর ঝুঁকি কিসে নেই -----?
এই আপনি চাকরি করতে বাড়ি থেকে বেড়িয়ে যাচ্ছেন।
আপনি যে কাজের শেষে ভালো ভাবে বাড়ি যে ফিরে আসবেন সে কথা কে বলতে পারে---?
এক্ষেত্রে ঝুঁকি একটা ‌আছে।
আসলে জীবনে সব কাজে ,সব জায়গায় ,সব সময় ঝুঁকি একটা থাকবেই। আসলে ‌জীবন যতদিন থাকবে ঝুঁকিও ততদিন থাকবে- থাকবেই -থাকবে।

☀️ প্রশ্ন ( ৩  ) সবাই যদি ব্যাবসা করে ,তাহলে কিনবে কে-?
প্রশ্নটা খুব সুন্দর ,
উত্তরটা খুব সহজ,
উত্তরটা ‌হলো‌ ‌আপনি জানেন যে আমাদের দেশের প্রায় ৬০
শতাংশ মানুষ আছেন যারা‌ চাষ - আবাদ করে জীবিকা নির্বাহ করেন। অর্থাৎ চাষী।
এবার আপনি ভাবুন ৬০শতাংশ মানুষ ফসল উৎপাদন করছেন আর কিনছেন মাএ ৪০শতাংশ মানুষ ‌।
অথচ ফসল জোগানে টান পড়েছে তাই বাজারে শাক‌ সবজির দাম ‌আগুন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন।
তাই আপনি ব্যাবসা শুরু করুন। কে কিনবে এই নিয় ভাবার 
কোন দরকার নেই।

☀️ প্রশ্ন ( ৪ )
ব্যাবসা তো করবো, কিন্তু কি ব্যাবসা করবেন----?
আপনি যে কোন কিছুর ব্যাবসা শুরু করতে পারেন।
তবে যে ব্যাবসাটি করতে‌ আপনার সবচেয়ে বেশি ‌ভালো
লাগে , যে ব্যাবসাটি আপনার কাছে সহজ মনে হবে।
আপনি সেই ব্যাবসাটি শুরু করতে পারেন।

☀️ প্রশ্ন ( ৫ )
ব্যাবসা করতে কত টাকা পুঁজি লাগে----?
ব্যাবসায় যত খুশি টাকা পুঁজি বিনিয়োগ করা যেতে পারে।
তবে ব্যাবসায় কখন , কত টাকা ঢালতে হবে তার সম্পর্কে আপনার সম্পূর্ন  জ্ঞান থাকা দরকার।
তবে ব্যাবসার ধরনুযায়ী পুঁজি কম বা বেশি দরকার হয়।
তবে প্রথমে আপনি যখন ব্যাবসা শুরু করবেন ‌তখন পাঁচ হাজার টাকায় ব্যাবসা শুরু করা যায়। 
এ ধরনের  যেকোন ব্যাবসা শুরু করবেন।


☀️ প্রশ্ন ( ৬ )
কোথায় শুরু করবেন আপনার ব্যাবসা-----?
আপনার ব্যবসা প্রথমে শুরু করুন রাস্তায়।
হ্যাঁ , বন্ধুরা , রাস্তাই------রাস্তা।
আপনার ব্যাবসা প্রথমে রাস্তায় ‌ শুরু করলে আপনার দোকান ঘরের সেলামির টাকা , দোকানের ভাড়া , ইলেকট্রিক
বিল এই সব খরচ বেঁচে যাবে।
আর ব্যাবসাটি যদি না চলে তাহলে লেকসান হবে খুব কম।
এরপর যদি ব্যাবসাটি  চলে তাহলে আপনি পরে ভালো জায়গায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে ব্যাবসাটি বড় করে
শুরু করতে পারেন।
এছাড়া প্রথমে রাস্তায় আপনার ব্যাবসা শুরু করলে ।
আপনার ব্যাবসার খদ্দের পেয়ে যাবেন তাড়াতাড়ি।
আপনার ব্যাবসাটি‌ তাড়াতাড়ি বড়ো হয়ে‌ উঠবে।
এছাড়া রাস্তায় ব্যাবসা করলে আপনার বিভিন্ন ধরনের অনেক অভিজ্ঞতা হবে।
যা আপনার ব্যাবসার পরবর্তী সময়ে , আপনার ব্যাবসার 
উন্নতির জন্য কাজে লাগবে।
তাই চাকরি করার ‌আশায় বসে না‌ থেকে , ছোট একটি ব্যাবসা শুরু করতে পারেন।
***************************************************
চাকরি করবেন না ব্যাবসা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি শুধু আমার মতামত ব্যক্ত করেছি মাএ।
নমস্কার , আমি সমীর , স্মল বিজনেস ম্যান, ও বিজনেস পরামর্শদাতা , এবং বিজনেস ‌মোটিভেশন স্পিকার।
Hello, I am Samir, Small Business Man, Business Consultant, And Business Motivation Speaker.
***************************************************আমি আমার এই ব্লগে নানান রকমের নিত্যনতুন স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি। আপনি চাইলে সেই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
যে কোন স্মল বিজনেস সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করতে পারেন
আমার ই-মেইল 👉 mondal1100mondal@gmail.com
আমি আমার সাধ্য মতো আপনার প্রশ্নের সঠিক উত্তর আপনাকে বিনামূল্যে দেওয়ার চেষ্টা করবো।
***************************************************
আমার এই লেখা পড়ে আপনার ভালো লাগলে, লাইক ও কমেন্ট করবেন।
****************************************************
     ভালো থাকুন ,সুস্থ থাকুন
                                  ইতি ---------সমীর✍️
                                                         নমস্কার 🙏
---------------------------------------------------------------------------------

Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...