আজ আমার জীবনের সবচেয়ে খারাপ দ্বিতীয় দিন।
কারন ------------
আজ আমি হারিয়েছি আমার গর্ভধারিনী মাকে।
আমার জীবনের সবচেয়ে খারাপ প্রথম দিনটি হলো যেদিন আমি হারিয়ে ছিলাম আমার বাবা কে ।
সময়ের নিয়মনুযায়ী সবাই কেই এই সুন্দর পৃথিবীর মায়া,
প্রিয় স্বজন , আত্মীয় বর্গ সব্বাই কে ত্যগ করে একদিন
আমাদের সবাইকে চলে যেতে হয় দূরে - বহু দূরে---
ওই মহা আকাশে , তারাদের পাশে।
এটাই মহা জাগতিক সত্য---
তবু এই সত্য কে মেনে নিতে কখনো- কখনো আমাদের
বড় কষ্ট হয়।
আজ এই মুহূর্তে আমার গর্ভধারিনী মা কে সারাজীবনের মতো হারিয়ে, আমার মনের কষ্টটা ঠিক সেই রকম---
আজ হুহু ধরা বুকে, হৃদয় বিদারক যন্ত্রনা নিয়ে আমি
কি আর লিখবো ---?
তাই শুধু এইটুকু লিখছি ----
মা তুমি আজ আমাকে ছেড়ে যেখানে , যতদূরে যাওনা কেন-
তুমি ভালো থেকো আর তোমার এই অধম সন্তান কে ভালো রেখো।
তোমার আশির্বাদ জ্যোতির্গময় হয়ে আলো দেখাক আমার
জীবনের প্রতিটি ক্ষেত্রে।
তোমার মঙ্গলময় আশির্বাদ মঙ্গল করুক আমার জীবনের
প্রতিক্ষনে।
ইতি ----
তোমার হতভাগ্য সন্তান
সমীর✍️
Comments