Skip to main content

* জীবিকার সন্ধানে *

আজ আমি - আপনি আমরা সবাই ভয়ে আছি-----
কারন COVID 19 বা করোনা ভাইরাস যখন - তখন
আমাদের কে আক্রমণ করতে পারে।
তার চেয়েও বড় ভয় এই মুহূর্তে আমাদের সবার রুজি রোজগারের জায়গাটা খুব দূর্বল হয়ে পড়েছে।
সংসার চালবে কিভাবে এই ভয়টাই আজ আমাদের 
মধ্যে‌ বড় বেশী করে দেখা দিয়েছে।
কিন্তু আমাদের ভয় পেলে চলবে না --------
একদিকে করোনা আর একদিকে দূর্বল আর্থিক ‌অব্যস্থা
এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আমাদের লড়তে হবে, বাঁচার লড়াই।
যদিও লড়াইটা বড় কঠিন তবুও আমাদের চ্যালেঞ্জটা নিতেই হবে।
এই মুহূর্তে সরকারী চাকুরীজীবি ছাড়া , শিল্পপতি থেকে বিজনেস ম্যান, ছোট ব্যাবসাদার থেকে হোকার সবার অবস্থাই খুব খারাপ।
তবুও এই খারাপ অবস্থা সত্বেও আমাদের বসে থাকলে চলবে না।
এই মুহূর্তে আমাদের নতুন করে কিছু ভাবতে হবে।
আপনার পেশা যাইহোক না কেন সেটাকে বজায় রেখেই সেটার  পাশাপাশি কিছু  একটা ----
এক্সট্রা ইনকাম বা আরো একটু রোজকার বা উপার্জন করার কথা আপনাকে ভাবতেই হবে।
আর আপনি যদি তা না ভাবেন ,তাহলে আপনার হয়তো ভুল হয়ে যাবে।
তাই সামাজিক দূরত্ব বজায় রেখে , সর্বদা মুখে মাস্ক পড়ে, ✋ হাতে গ্লাভস পরে , ছোট ব্যাবসা শুরু করতে পারেন।
এই সময় মানুষের কাছে টাকা - পয়সার অভাব রয়েছে, তাই মানুষ জন এখন কেউ অতিরিক্ত খরচ করবেন না।
খুব বুঝে শুনে  যে জিনিসটির ‌নেহাটি প্রয়োজন কেবলমাত্র সেটিই কিনবেন।
তাই এই মুহূর্তে  এমন ছোট ব্যাবসা শুরু করুন যেটা এখন 
মানুষের ‌খুব প্রয়োজন।
এমনি একটি ব্যাবসা হলো ফলের ব্যাবসা🍎🍈🍓🍍🍊🍌
নিজের উপর আত্ম বিশ্বাস ও প্ররিশ্রম করার মানসিকতা যদি
আপনার ‌মধ্যে থেকে থাকে ।
তাহলে মাএ দুই হাজার টাকা পুঁজি নিয়ে‌ আপনি শুরু করতে পারেন  ‌লাভজনক ফলের ব্যাবসা।
ফল আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
বর্তমানে করোনা ভাইরাসের আক্রমণ ঠেকাতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাদ্য খাওয়া বেশি করে প্রয়োজন।
তাই বর্তমানে ফলের চাহিদা রয়েছে প্রচুর।

প্রাইকারি বাজার থেকে আপনি ফল কিনে বাড়িতে - বাড়িতে
ঘুরে ঘুরে ফল বিক্রি করতে পারেন অথবা যে‌ কোন বাজার বা জনবহুল জায়গায় বসেও আপনি এই ফল বিক্রি করতে পারেন।
অথবা আপনি আপনার মোবাইল ফোনের ফেসবুক , ইনস্টাগ্রামের ম্যাধমে  বিজ্ঞাপন দিয়ে ফল বিক্রি করতে পারেন।
ব্যাবসা করা বা না করা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার
তবে ব্যাবসা করার আগে আপনি নিজে সব কিছু ভালো করে জেনে বুঝে তবেই শুরু করবেন।
আমি আমার ব্লগের এই পেজে , এই লেখায় কেবল ব্যাবসার আইডিয়া দিয়েছি মাএ।
                  ইতি---------সমীর ✍️
***************************************************
 
আমার এই লেখাটি পড়ে আপনার ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।
--------------------------------------------------------------------------------
আমি আমার এই ব্লগে নিয়মিত স্মল বিজনেস আইডিয়া নিয়ে লেখা শুরু করেছি।
আপনি চাইলে এই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
আমার ব্লগ সাইট 👉 আমি বাঙালী
স্মল বিজনেস সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করতে পারেন 👇       
mondal1100mondal@gmail.com
আমি ‌আপনাকে‌ বিনামূল্যে আপনার প্রশ্নের সঠিক উত্তর
দেওয়ার চেষ্টা করবো।
---------------------------------------------------------------------------------
ভালো থাকুন ,সুস্থ থাকুন
              নমস্কার 🙏

 

Comments

Samirblogpost.com

" জীবন যুদ্ধে হার না মানা এক মেয়ের কথা "

জন্ম হয়েছিল তার এক অতি গরীব দিন আনে দিন খায় পরিপারে। বাবা লোকের জমিতে দিন মজুরের কাজ করে। তাই ছোট থেকে ভালো খাওয়া, ভালো জামা-কাপড় পড়া, ভালো কোন সখ-আহ্লাদ,কোন কিছুই ভালো পাইনি সে। তবে এতকিছু ভালো না পাওয়ার পরেও লেখা-পড়ায় ভালো ছিল সে।  কিন্তু গরিব বাবা তার পড়াশোনার খরচ চালাবে কি করে ? তাই মাধ্যমিক পরীক্ষার পর বিয়ে দিয়ে দিল তার। মেয়েটি ভেবেছিলো বাপের বাড়ীতে তার যা কিছু না-পাওয়া গুলো হয়তো সে তার শ্বশুড় বাড়িতে পেয়ে যাবে। কিন্তু বিধি বাম-------- বিয়ে হলো তার সেই দিন-আনে,দিন-খায় এরকম এক ছেলের সাথে। শুরু হলো তার এক নতুন জীবন কন্যা থেকে বধু , কুমারী জীবন থেকে বিবাহিত‌ জীবন । এরপর সময়ের নিয়মে তার সংসারে আলো‌ করে এলো এক নতুন অতিথি ফুলের মতো এক ফুট-ফুটে মেয়ে তার কন্যা সন্তান। জীবনে এই প্রথম না পাওয়ার  ব্যথা-যন্ত্রণা সব ভুলিয়ে দিল এক অনাবিল সুখ ও আনন্দ তাহলো মাতৃত্বের । কন্যা থেকে বধু  , জায়া থেকে মাতা , পরিপূন্য হলো জীবনের একটি বৃত্ত। এই ছোট্ট কন্যাকে নিয়ে ‌‌‌‌‌‌‌ছোট্ট - ছোট্ট সব সনালী স্বপ্নের জাল বুনতো শুরু করলো সে। কিন্তু নিয়তি ন্যঃ বাধ্যতে ------- এমন ...

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১

স্মল বিজনেস আইডিয়া পর্ব-১ মাএ ৩০০০.০০(তিন) হাজার 💰 টাকা পুঁজি নিয়ে ঝুঁকি বিহীন লাভজনক একটি ব্যবসা। নিজের মনে আত্ম বিশ্বাস আর প্ররিশ্রম করার মানসিকতা থাকলে। মাএ তিন হাজার 💰 টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন। ঝুঁকি বিহীন লাভজনক একটি নিজের স্বাধীন ব্যবসা। *ব্যবসাটি হলো ঔষধ দেওয়া খামের ব্যবসা* আপনারা যখন মেডিক্যাল সপ বা ঔষধের দোকানে  ওষুধ কেনেন তখন দেখে থাকবেন ঔষধ দোকানদার আপনাকে( ট্যাবলেট বা ক্যাপসুল) ওষুধ একটি সাদা কাগজের ঠোঙ্গা বা খামে ভরে সেই ট্যাবলেট বা ক্যাপসুল ওষুধ আপনার হাতে ধরিয়ে দেন। আজকের বিজনেস আইডিয়াটি হলো এই ওষুধ দেওয়া খামের ব্যবসা। এই ওষুধ দেওয়া খামের ব্যবসাটি আপনি দুই ভাবে করতে পারেন। ১। এই ওষুধ দেওয়া খাম পাইকারি বাজার থেকে কিনে। ২। এই ওষুধ দেওয়া খাম নিজে বাড়িতে বসে তৈরী করে। যদি আপনি পাইকারি বাজার থেকে এই খাম কিনে ব্যবসা করতে করতে👇  তাহলে কলকাতা বড়বাজার অঞ্চলে ওল্ড চিনে বাজারে এই খাম গুলি পাইকারি দামে কিনতে পারবেন। ওল্ড চিনেবাজার হলো কলকাতা বড়বাজার অঞ্চলে ট্রিপল পট্টির ঠিক উল্টো দিকে। কলকাতা বড়বাজারে ট্রিপলপট্টি গিয়ে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ...

ভিগো বউদি

আজকের গল্প -----ভিগো বউদি রচনা--------সমীর✍️ -------------------------------------------------------------------------------- সপ্তাহের আর ৬দিনের মতো , সেদিনও ‌সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠেছিলাম ,‌  বাড়িতে চা খেয়ে ‌, বাজারের ব্যাগ হাতে নিয়ে , বাজারে গিয়েছিলাম । বাজারে গিয়ে প্রথম টের পেলাম , সপ্তাহের অন্যান্য ‌দিনের তুলনায় আজকের দিনটা ‌একটু অন্যরকম । প্রথম টের পেলাম , প্রতিদিনের মত ‌ বাজারে যার কাছে ‌ মাছ কিনি , তার কাছে মাছ কিনতে গিয়ে। আমাকে দেখেই সে আনন্দে গদগদ হয়ে ‌বলে‌ ---- দাদা  , আজকে ইলিশ মাছ নিয়ে যান বাড়িতে ‌---- বউদিকে আজকে ইলিশ মাছ ‌ খাওয়ান। আমি বললাম আরে না-----রে ভাই-----  আমি‌ তো  ছোট খাটো  ‌কম্পানীতে‌ , সামান্য ‌ বেতনে‌ চাকুরী করি । এই মাঙ্গার বাজারে ইলিশ কেনার  মত , আমার এত পয়সা ‌নেই ভাই ----- মাছ বিক্রেতা  ভাইটি  বলে , আরে  ছাড়ুন তো ‌ ‌দাদা এসব কথা , আজ আপনেকে কেনা দামেই দিয়ে দেবো। কেন আজ হঠাৎ কেনা দামেই মাছ দিয়ে দেব--, পচা না কি ? আরে দাদা না -না , মাছ একেবারে টাটকা । আসলে আজকে বউদির জন্য দিলাম।‌ বউদি ...