আজ আমি - আপনি আমরা সবাই ভয়ে আছি-----
কারন COVID 19 বা করোনা ভাইরাস যখন - তখন
আমাদের কে আক্রমণ করতে পারে।
তার চেয়েও বড় ভয় এই মুহূর্তে আমাদের সবার রুজি রোজগারের জায়গাটা খুব দূর্বল হয়ে পড়েছে।
সংসার চালবে কিভাবে এই ভয়টাই আজ আমাদের
মধ্যে বড় বেশী করে দেখা দিয়েছে।
কিন্তু আমাদের ভয় পেলে চলবে না --------
একদিকে করোনা আর একদিকে দূর্বল আর্থিক অব্যস্থা
এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আমাদের লড়তে হবে, বাঁচার লড়াই।
যদিও লড়াইটা বড় কঠিন তবুও আমাদের চ্যালেঞ্জটা নিতেই হবে।
এই মুহূর্তে সরকারী চাকুরীজীবি ছাড়া , শিল্পপতি থেকে বিজনেস ম্যান, ছোট ব্যাবসাদার থেকে হোকার সবার অবস্থাই খুব খারাপ।
তবুও এই খারাপ অবস্থা সত্বেও আমাদের বসে থাকলে চলবে না।
এই মুহূর্তে আমাদের নতুন করে কিছু ভাবতে হবে।
আপনার পেশা যাইহোক না কেন সেটাকে বজায় রেখেই সেটার পাশাপাশি কিছু একটা ----
এক্সট্রা ইনকাম বা আরো একটু রোজকার বা উপার্জন করার কথা আপনাকে ভাবতেই হবে।
আর আপনি যদি তা না ভাবেন ,তাহলে আপনার হয়তো ভুল হয়ে যাবে।
তাই সামাজিক দূরত্ব বজায় রেখে , সর্বদা মুখে মাস্ক পড়ে, ✋ হাতে গ্লাভস পরে , ছোট ব্যাবসা শুরু করতে পারেন।
এই সময় মানুষের কাছে টাকা - পয়সার অভাব রয়েছে, তাই মানুষ জন এখন কেউ অতিরিক্ত খরচ করবেন না।
খুব বুঝে শুনে যে জিনিসটির নেহাটি প্রয়োজন কেবলমাত্র সেটিই কিনবেন।
তাই এই মুহূর্তে এমন ছোট ব্যাবসা শুরু করুন যেটা এখন
মানুষের খুব প্রয়োজন।
এমনি একটি ব্যাবসা হলো ফলের ব্যাবসা🍎🍈🍓🍍🍊🍌
নিজের উপর আত্ম বিশ্বাস ও প্ররিশ্রম করার মানসিকতা যদি
আপনার মধ্যে থেকে থাকে ।
তাহলে মাএ দুই হাজার টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন লাভজনক ফলের ব্যাবসা।
ফল আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
বর্তমানে করোনা ভাইরাসের আক্রমণ ঠেকাতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাদ্য খাওয়া বেশি করে প্রয়োজন।
তাই বর্তমানে ফলের চাহিদা রয়েছে প্রচুর।
প্রাইকারি বাজার থেকে আপনি ফল কিনে বাড়িতে - বাড়িতে
ঘুরে ঘুরে ফল বিক্রি করতে পারেন অথবা যে কোন বাজার বা জনবহুল জায়গায় বসেও আপনি এই ফল বিক্রি করতে পারেন।
অথবা আপনি আপনার মোবাইল ফোনের ফেসবুক , ইনস্টাগ্রামের ম্যাধমে বিজ্ঞাপন দিয়ে ফল বিক্রি করতে পারেন।
ব্যাবসা করা বা না করা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার
তবে ব্যাবসা করার আগে আপনি নিজে সব কিছু ভালো করে জেনে বুঝে তবেই শুরু করবেন।
আমি আমার ব্লগের এই পেজে , এই লেখায় কেবল ব্যাবসার আইডিয়া দিয়েছি মাএ।
***************************************************
আমার এই লেখাটি পড়ে আপনার ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।
--------------------------------------------------------------------------------
আমি আমার এই ব্লগে নিয়মিত স্মল বিজনেস আইডিয়া নিয়ে লেখা শুরু করেছি।
আপনি চাইলে এই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
আমার ব্লগ সাইট 👉 আমি বাঙালী
স্মল বিজনেস সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করতে পারেন 👇
mondal1100mondal@gmail.com
আমি আপনাকে বিনামূল্যে আপনার প্রশ্নের সঠিক উত্তর
দেওয়ার চেষ্টা করবো।
---------------------------------------------------------------------------------
ভালো থাকুন ,সুস্থ থাকুন
নমস্কার 🙏
Comments