দীর্ঘ প্রায় তিন মাস পর একটু - একটু করে
যখন আমরা স্বাভাবিক
জীবনের ছন্দে ফিরে আসছিলাম।
ঠিক তখন করোনা ভাইরাস তার আক্রমণের থাপা আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে।
তাই প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামনের
সংখ্যা।
আর কতদিন----?
কতদিন চলবে করোনার এই মহা মারন খেলা----?
কে দেবে উওর------?
আসলে উওরটা আমাদের কারোও জানা নেই।
যেমন এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষে
করোনায় অর্থিক খয়- ক্ষতির পরিমান কত---?
কেউ বলতে পারবেন না।
এমনকি এই দেশের তাবড়- তাবড় অর্থনীতিবিদ তারাও কি
এই ক্ষতির হিসাব করতে পারবেন----?
কিংবা যারা অর্থনীতিতে নোবেল পেয়েছেন তারাও কি পারবেন এই অর্থিক খয়-ক্ষতির পরিমানের সঠিক হিসাব কষতে------?
এক - একজন তার মতো করে হয়তো এই আর্থিক ক্ষতির পরিমানের হিসেব কষেছেন।
কিন্তু সেটাই যে সঠিক হিসেব তাইবা বলি কি করে----?
আসলে করোনা আমাদের বুঝিয়ে দিলো যতই অর্থনীতি নিয়ে
পড়ালেখা করোনা কেন। যতই অর্থনীতি তে নোবেল পুরস্কার পাওনা কেন । করোনার হিসেব মেলানো এত সহজ নয়।
আমরা বিদেশি শত্রুর মোকাবেলা করতে কত পরোমানু অস্ত্র,কত রাসায়নিক অস্ত্র, কত ক্ষেপেনাঅস্ত্র , যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান ইত্যাদি আরো কত কিছু আছে আমাদের।
কিন্তু করোনা আমাদের দেখিয়ে দিলো ক্ষুদ্র অদৃশ্য এক কোনার মোকাবেলা করার জন্য গোটা বিশ্বের কাছে কোন
অস্ত্র নেই।
উন্নত থেকে উন্নততর হয়েছে বিঙান, তাই এখন হাতের মুঠোয় গোটা বিশ্বেকে ধরে ফেলা যায়।
করোনা আমাদের কাছে আজ প্রশ্ন ছুঁড়ে দিয়েছে---
সত্যিই কি উন্নত থেকে উন্নততর হয়েছে বিঙান ---?
যতটা উন্নত হয়েছে বলে আমরা বড়াই করি , ততটা কি উন্নত হয়েছে বিঙান ? কিংবা যতটা উন্নত হওয়ার দরকার ছিল , ততটা কি উন্নত হয়েছে বিঙান--?
কে দেবে উওর----?
****************************************************
আমি আমার ব্লগে স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি। আপনি চাইলে সেই লেখাগুলো পড়ে দেখতে পারেন। আমার লেখা পড়ে আপনার ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।
স্মল বিজনেস সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করতে পারেন 👇
mondal1100mondal@gmail.com
আমি আমার সাধ্য মতো আপনাকে বিনামূল্যে আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো ।
*******************************************************
এছাড়া এই ব্লগে ছোট গল্পঃ, কবিতা, সাম্প্রতিক সময়ে ঘটে চলা সমাজের নানান রকমের কাহিনী লেখা হয়।
-------------------------------------------------------------------------------
বাড়িতে থাকুন, সুস্থ থাকুন
নমস্কার 🙏
--------সমীর✍️
Comments