👌মোটিভেশন - ১
তোমার জীবনের ইতিহাস তোমাকেই লিখতে হবে----
জীবনে যদি কিছু করতে চাও , জীবনে যদি কিছু একটা হতে
চাও , তাহলে তোমার জীবনের ইতিহাস তোমাকেই লিখতে হবে।
ভ্যাগের উপর সব ছেড়ে দিয়ে , কিংবা সব কিছু ভ্যাগের উপর দোষ চাপিয়ে আর কতদিন -----?
আর কতদিন এই ভাবে চালাবে ----?
তোমার জন্য কেউ কিছু করবে না , তোমাকে সবাই তাদের
প্রয়োজন মতো ব্যাবহার করবে , অথচ কেউ তোমার জীবন কে বদলে দিতে পারবে না।
তোমার ভাগ্য শুষু তুমিই নিজেই বদলাতে পারবে।
তোমার জীবন গড়ার কারিগর তুমি নিজে।
তাই আর সময় নষ্ট না করে আজ এই মুহূর্তে থেকে শুরু করো। তোমার ভাগ্য বদলে ফেলার কাজ।
আজ থেকেই তোমার জীবনের ইতিহাস লিখতে শুরু করো।
আর তোমার জীবনের এই ইতিহাস লিখতে হলে প্রথমে তোমার নিজেকে -- নিজের পরির্বতন করতে হবে।
☀️ ( ১ ) 👉আজ থেকে সমস্ত বন্ধু - বান্ধবদের সঙ্গ ত্যাগ করো।
মনে রেখো আজ যাদের তুমি বন্ধু ভাবছো , আজ যাদের
তুমি বন্ধু বলে ভাবো।
আসলে তারা তোমার সত্যিকারের বন্ধু নয়, তারা তোমাকে
ব্যবহার করছে। তারা তোমার সু - সময়টার সুযোগ নিচ্ছে।
কালকে যদি তোমার কোন খারাপ সময় আসে । তথন দেখবে তোমার সব বন্ধুরা সব তোমার কাছ থেকে সরে গেছে।
এতাই বাস্তব , এতটাই সত্যি , এটাই সবার সাথে হয়।
তাই এখনই সব বন্ধু ত্যাগ করো , আর নিজেকে নিজের বন্ধু
করো। মনে রেখো এই পৃথিবীতে সত্যিকারের বন্ধু হলো --
বাবা , মা , আর স্ত্রী এবং সন্তান।
☀️( ২ )👉 সময়ের অপচয় বন্ধ করো-----
মোবাইলের ফেসবুকে অন্যের স্ট্যাটাস না দেখে , বরং শিখো
এমন কিছু যা তোমার কাছে অজানা।
গুগলে সার্চ দিয়ে খুঁজো সেটা , যেটা এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ।
সর্বদা নতুন কিছু শিখো , সব সময় নতুন কিছু জানো।
সর্বদা নিজেকে আপডেট করে তুলো।
☀️( ৩ ) 👉 নিজেকে জেদি করে তুলো-------
হঠাৎ করে তোমার এই পরির্বতন দেখে তোমার
বন্ধুরা অবাক হবে , তারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে।
তোমার বন্ধুরা তোমকে নিয়ে নানান ব্যাঙ্গ- বিদ্রুব করবে।
তাদের মধ্যে কেউ কেউ তোমাকে ধমকাবে , কেউ ভয় দেখাবে।
তারা তোমাকে শাসাবে, নানান অপমান করে কথা বলবে।
এমনকি তোমার সাথে চরম শএুটা করতে পারে।
তুমি এসবে ভয় পেয়োনা , তুমি তোমার বন্ধুদের কিছু বলোনা।
তুমি তোমার বন্ধুদের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে যেওনা।
তুমি চুপ থাকো, স্হির থাকো , ধির থাকো।
তুমি একদম কোনকিছু কেই ভয় পাবেনা।
মনে রেখো কেউ তোমার কোন ক্ষোতি করতে পারবেনা।
বরং তাদের দেওয়া আঘাত, তাদের করা অপমান তোমার
মধ্যে 🔥 আগুন ধরিয়ে দেবে।
আর সেই আগুনে তুমি পুড়বে , সেই আগুনে তুমি দগ্ধ হবে।
এবং সেটা তোমার জন্য ভালো, সেটা তোমার জন্য খুব দরকার----
লোহোকে যতো আগুনে পোড়ানো হয় , লোহার মধ্যে থাকা
সমস্ত জং সব পুড়ে গিয়ে, লোহাকে আরো বেশি শক্তিশালী ও
মজবুত করে।
সোনা কে আগুনে পোড়ালে , সোনার মধ্যে থাকা সমস্ত খাদ নষ্ট হয়ে খাঁটি সোনা হয়।
ঠিক তুমিও লোহার মতো তোমার বন্ধুদের দেওয়া আঘাত ও অপমানের 🔥 আগুনে পুড়ে-------
তোমার মধ্যে থাকা যত ভয়ের জং আছে
সব পুড়িয়ে নিয়ে নিজেকে শক্তিশালী করে তুলো।
তুমিও সোনার মতো বন্ধুদের দেওয়া যত কষ্ট ও দুঃখের
আগুনে নিজেকে পুড়িয়ে। তোমার মধ্যে থাকা যত অলসতার
খাদ আছে সব কিছু পুড়িয়ে নিজেকে খাঁটি সোনা করে তুলো।
☀️ (৪ )👉 প্রতিদিন খাতায় লেখো তোমার দিনলিপি-----
প্রতিদিন নিয়ম করে সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত তোমার সাথে কি কি ঘটনা ঘটেছে তার সব কিছু
লিখে রাখতে থাকো। এবং এটা নিয়মিত নিয়ম করে লিখতে থাকো।
আর এভাবেই লিখতে থাকো তোমার জীবনের ইতিহাস-----
****************************************************আমি আমার এই ব্লগে নিয়মিত স্মল বিজনেস আইডিয়া নিয়ে লেখা শুরু করেছি।
আপনি চাইলে সেই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।
---------------------------------------------------------------------------------
স্মল বিজনেস সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করতে পারেন।
আমার ই-মেইল 👉 mondal1100mondal@gmail.com
আমি আমার সাধ্য মতো আপনার প্রশ্নের সঠিক উত্তর আপনাকে বিনামূল্যে দেওয়ার চেষ্টা করবো।
****************************************************
ভালো থাকুন , সুস্থ থাকুন ,
ইতি---------সমীর✍️
নমস্কার🙏
****************************************************
Comments