মোটিভেশন ----২
জীবনের প্রতিটি যুদ্ধে আপনি জিতবেন -----
জীবন মানেই সংগ্রাম , তাই যত দিন জীবন আছে
ততদিন আমাদের এই সংগ্রাম করে যেতে হবে আমাদের সবাইকে।
জীবনের এই লড়াইয়ে অনেকে জেতে , অনেকে হেরে যায়।
যারা হেরে যায় তারা জীবন যুদ্ধে কীভাবে লড়তে হয় সেটা জানে না।
যারা জানে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই জয়ী হয়।
জীবনে যুদ্ধে লড়তে হলে কোন অস্ত্রের প্রয়জোন হয় না।
প্রয়োজন হয় একাগ্রতা, নিজের উপর আত্ম বিশ্বাস, মনোবল,আর লড়াইয়ে জেতার জন্য আদম্য জেদ।
তাই আজ থেকে জীবনের সব যুদ্ধে আপনি হারতে নয়, জিততে থাকুন।
পরিস্থিতি যেমনি হোক না কেন---
ঘাবরে না গিয়ে ,ভয় না পেয়ে , মাথা ঠাণ্ডা রেখে , পরিস্থিতি
উপর চোখে চোখ রেখে ,বুক চিতিয়ে লড়াই করুন।
আপনি জিতবেন , জিতবেনই।
মনে রাখবেন যুদ্ধ ক্ষেত্র থেকে কখনো পালিয়ে আসবেন না।
যারা যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায় , তারা কখনো জিততে
পারে না।
সব যুদ্ধে যে সব সময় জয় আসে তা কিন্ত নয়।
কিন্তু মনে রাখবেন হরে যাওয়া মানে সব শেষ হয়ে গেছে ,
বা সব যুদ্ধে যে হার হবে , কিংবা আর কোনদিন জিতে
পারবো না এমনটা কিন্তু নয়।
কথায় আছে - Felio's Is the Pillar of Success,
ব্যর্থতা হলো সাফল্যের স্তম্ভ.
ব্যর্থতা আমাদের অনেক কিছু শেখায়----
জীবনে মাঝে - মাঝে ব্যর্থতা হওয়া ভালো , বা জীবনে কখনো - কখনো হার হওয়া ভালো।
হেরে যাওয়া মানে সব শেষ হয়ে গেছে , বা সব শেষ হয়ে গেল
এমনটা কখনো ভাবেন না।
মনে রাখবেন মানুষ কখনো হারে না।
হয় সে জিতবে-----, নয়তো সে কিছু শিখবে----
তাই আজ থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে , জিততে থাকুন।
পরিস্থিতি সাথে লড়তে থাকুন সাহসের সাথে------।
***************************************************
আমি আমার এই ব্লগে নানান রকমের নিত্যনতুন স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি।
আপনি চাইলে সেই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
আমার এই লেখা পড়ে আপনার ভালো লেগলে লাইক ও কমেন্ট করুন।
---------------------------------------------------------------------------------সম্ল বিজনেস সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করতে পারেন।
আমার ই-মেইল 👉 mondal1100mondal@gmail.com
আমি আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আপনাকে বিনামূল্যে দেওয়ার চেষ্টা করবো।
****************************************************আমার এই ব্লগে স্মল বিজনেস আইডিয়া ছাড়াও ছোট গল্পঃ, কবিতা , মোটিভেশন ,সাম্প্রতিক সময়ে ঘটে চলা সমাজের নানান রকমের ঘটনা প্রসঙ্গে লেখা হয়।
---------------------------------------------------------------------------------
ইতি---------সমীর✍️
নমস্কার🙏
****************************************************
Comments