আজ আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই তাদের যারা
সেদিন আমাকে অনেক দুঃখ,কষ্ট দিয়েছে-----
আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ তাদের কাছে।
কারন তারা আমাকে সেদিন দুঃখ দিয়েছিলো বলে , আমার খুব কষ্ট হয়েছিল।
আর সেই কষ্ট আমার জীবন কে বদলে দিলো একেবারে অন্যরকম ভাবে।
আমি যে মানুষটার মা - বাবার দেওয়া এই জীবন ও পৈত্রিক সূত্রে পাওয়া পদবি ছাড়া আর যার প্রায় কিছুই ছিলো না।
আজ ভগবানের দয়ায় , আপনাদের সবার আশীর্বাদে
অনেক কিছুই পেয়েছি। যতটা একজন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন।
মানুষের চাওয়ার শেষ নেই, সব পাওয়ার পর অনেক কিছুই পাওয়ার বাকি থেকে যায়।
কিন্তু বিশ্বাস করুন আমি তাদের দলে না।
ভগবানের দয়ায় আপনাদের সবার আশীর্বাদে জীবনে আমি
যা পেয়েছি তাতেই আমি হ্যাপি।
আসলে অল্পতে সন্তুষ্ট হয় যারা , আমি তাদেরই একজন।
পবিত্র "বাইবেলে" বর্ণিত আছে চাওয়ার না পাওয়াটাই দুঃখ।
তাই চেয়ে ------, আর শেষে না পেয়ে দুঃখ বরন করতে আমি চাইনা।
তাই মহা সাধক ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের সুরে সুর মিলিয়ে আমি গাই ------
চাইনে মাগো রাজা হতে , আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা
পাই জানগো তাতে খর জোগাতে------
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করি । হে প্রভু ওরা আমাকে যত দুঃখ দিক প্রভু----
তা সহ্য করার মতো শক্তি তুমি আমাকে দিও ।
আর যারা আমাকে দুঃখ দেয়---- প্রভু তুমি তাদের মঙ্গল করো।
ইতি---------সমীর✍️
***************************************************
আমি আমার এই ব্লগে নানান রকমের স্মল বিজনেস আইডিয়া নিয়ে নিয়মিত লেখা শুরু করেছি।
আপনি চাইলে সেই লেখাগুলো পড়ে দেখতে পারেন।
আমার লেখা পড়ে আপনার ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।
****************************************************
আমি আমার এই ব্লগে স্মল বিজনেস আইডিয়া ছাড়াও ছোট গল্পঃ কবিতা মোটিভেশন সাম্প্রতিক সময়ে ঘটে চলা সমাজের নানান রকমের ঘটনা প্রসঙ্গে লিখে থাকি।
****************************************************
স্মল বিজনেস সমন্ধে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে ই-মেইল করতে পারেন।
আমার ই-মেইল 👉 mondal1100mondal@gmail.com
আমি আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আমার সাধ্য মতো বিনামূল্যে আপনাকে দেওয়ার চেষ্টা করবো।
__________________________________________________ বাড়িতে থাকুন , সুস্থ থাকুন
নমস্কার 🙏
Comments