হ্যালো-----
আমি সমীর👇
বন্ধুরা আমি আমার ব্লগে নানান রকমের স্মল বিজনেস আইডিয়া , নিত্যনতুন রকমারি নানান স্মল বিজনেসের
খুঁটি-- নাটি নানা তথ্য ও পরামর্শ এই ব্লগে লিখে থাকি।
আপনারা চাইলে আমার ব্লগের লেখা গুলো পড়ে দেখতে পারেন।
একটি লাভ জনক চাষ হলো ড্রাগন ফলের চাষ
বন্ধু আপনার বাড়ি যদি গ্রামে হয় আর কাঠা ১০ যদি
আপনার জমি থাকে ।
তাহলে ওই ১০কাঠা জমিতে ড্রাগন ফলের চাষ করে
আটনি অল্প সময়ের মধ্যেই বেশ কয়েক হাজার টাকা
লাভ করতে পারবেন।
এই ড্রাগন ফলের চাষ করতে ঊবর জমির প্রয়োজন নেই,
জলের প্রয়োজন খুব অল্প, চাষের খরচ অন্য চাষের তুলনায় অনেক কম।
বর্তমানে এই ড্রাগন ফলের চাহিদা রয়েছে প্রচুর।
আমাদের স্থানীয় বাজারে এই ড্রাগন ফল প্রতি পিস
১০০ টাকা থেকে ১১০টাকা মূল্যে বিক্রি হচ্ছে।
বন্ধু আপনার বাড়ি যদি হয় শহরে , অথবা আপনার চাষের
জমি যদি না থাকে।
তাহলে আপনার বাড়ির ছাদে টবে , অথবা বাড়ির সমন্য
পড়ে থাকা জায়গাটিতে আপনি টবে এই ড্রাগন ফলের
গাছ লাগাতে পারেন।
টবে ড্রাগন ফলের গাছ লাগালে আপনি বাজারে বিক্রি করতে পারবেন না , টাকা রোজগার করতে পারেন না এ কথা ঠিক।
কিন্তু এই অতি মূল্যবান ,সুস্বাদু ফল বাড়ির ছোট বড়ো সবাই
আশ ভরে এই ফলটি খেতে পারবেন।
আসুন ড্রাগন ফলের গাছের সাথে পরিচয় করি
ড্রাগন ফলের গাছ 👇
আসুন ড্রাগন ফলের সাথে পরিচয় করি
ড্রাগন ফল 👇
আসুন এই ড্রাগন ফলের উপকারিত গুন জেনে নিই
👇
আসুন দেখে নিই যারা এই ড্রাগন ফলের চাষ করছেন তারা এই চাষ সমন্ধে কি বলছেন 👇
এই ড্রাগন ফলের চাষ সমন্ধে বিষদে জানতে চাইলে
এই নাম্বারে ফোন করুন 👉8016606089
আপনার বাড়ি ভারতবর্ষের যেই প্রান্তে হোক আমরা এই ফলের চারা আপনার বাড়িতে পৌঁছে দেবো।
এই ড্রাগন ফলের চারা কিনতে চাইলে আমাদের ফোন নম্বর 👉📞 8016606089 ফোন করুন।
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
নমস্কার🙏
Comments