হ্যালো ---
আমি সমীর
বন্ধুরা আমি আমার এই ব্লগে নিয়মিত নিত্যনতুন নানান রকমের স্মল বিজনেস নিয়ে সমস্ত তথ্য ও পরামর্শ লিখে থাকি।
আপনারা আমার ব্লগ পড়তে চাইলে লক অন করুন
👉 https://alldigitalangasri.blogpost.com
কেন আপনি সময় নষ্ট করছেন---?
বন্ধু আপনি দিনের অনেকটা সময় সোস্যাল মিডিয়ায়
সময় নষ্ট করছেন---, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রামে
অন্যের স্ট্যাটাস দেখে , বলুন তো আপনার কি লাভ হচ্ছে--?
অথচ ওই সময় আপনি যদি রিসেলিং করতেন তাহলে অতি
অনায়াসে মাসের শেষে অনেক টাকা রোজগার করতে পারতেন।
বর্তমানে ভারত বর্ষে এ রকম অনেক কোম্পানি আছে
আপনি তাদের পন্যের লিঙ্ক আপনার ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করলে ,আর সেই লিঙ্ক থেকে কেউ কেনা- কাটা করলে , আপনি টাকা পাবেন।
হ্যাঁ বন্ধুরা ,জিরো ইনভেস্টমেন্ট করে , শুধু মাএ আপনার
হাতের অ্যান্ড্রয়েড ফোনের দ্বারা , বাড়িতে বসেই, দিনের
যে কোন সময় ২ ঘন্টা ব্যয় করতে পারলেই।
প্রতি মাসে মোটা অঙ্কের টাকা রোজগার করা এখন কোন ব্যাপার নয়।
কাজটি করতে কোন বয়স, কোন শিক্ষাগত য্যোগতার দরকার নেই।
কেবল অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার জানলেই হবে।
কাজটি অতি সহজ , আপনি চাইলে আজ , এখুনি চেষ্টা করে দেখুন।
বর্তমানে এরকম অন্যতম অ্যাপস গুলো হলো----
১। Meesho
২। Shop- 101
৩।Glowroad
৪। Montra reselling apps
এছাড়াও এরকম আরো অসংখ্য অ্যাপস আছে ।
তবে আমার মতে উপরের অ্যাপস গুলো সবচেয়ে সেরা।
কারন এই অ্যাপস থেকে কাজ করা যেমন সহজ , তেমনি মাসের শেষে অতি সহজেই আপনি টাকা পেয়ে যাবেন।
এই রিসেলিং কাজ করতে হলে আপনার যা দরকার।
১। একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
১। নেট কানেকশন
৩।একটি ফেস বুক একাউন্ট
৪। একটি জি - মেল একাউন্ট
৫। অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার সমন্ধে সম্যক জ্ঞান
এই অ্যাপস গুলো আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
সেখান থেকে একদম ফ্রী কোন টাকা- পয়সা ছাড়াই আপনি অতি সহজেই ডাউন লোড করে নেবেন।
তার পর আপনার একাউন্ট ক্রিয়েট করে , প্রোফাইল এবং আপনার ইমেজ বা লগো সেটিং করে নেবেন।
আরো ভালো ভাবে রিসেলিং করতে প্রোয়জনে ইউটিউবে
এরম অনেক ভিডিও আছে।
আপনি সে গুলো দেখে নিতে পারেন।
তাহলে অতি সহজেই এই কাজ আপনি করতে পারবেন।
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
নমস্কার 🙏
Comments