হ্যালো বন্ধুরা
আমি সমীর,
আপনারা পড়ছেন
সমীর ব্লগ পোস্ট ডট কম----
বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন-----?
আশা করি সবাই ভালো আছেন
আপনারা সবাই ভালো থাকুন ----
আমি মন থেকে ,
অন্তর থেকে তাই চাই।
বন্ধুরা আজ আমি
আপনাদের সাথে শেয়ার করবো
আমার ১৭ বছরের দাম্পত্য জীবনের
নানান সুখ- দুঃখ,
ব্যথা- যন্ত্রনার ,
চাওয়া -পাওয়া সব কিছুই----
________________________________________________
তার আগে আমার একান্ত অনুরোধ যাদের বয়স ১৮ বছরের
নিচে, তারা আমার এই ব্লগে
ভুল করে চলে আসলেও
আমার এই লেখা
ভুল করে পড়োনা,
প্লিজ ------
তোমারা আমার এই ব্লগ থেকে
চলে যেও-----
আমি জানি
তোমরা খুব ভালো,
তাই আমার এই অনুরোধ
তোমরা রাখবে,
তাই না ---,
আমার সোনাছোট বন্ধুরা----?
__________________________________________________
আমার ১৭ বছরের
দাম্পত্য জীবনে
সুখ - দুঃখ ,
মান - অভিমান এর পাশাপাশি
রাগ ---অনুরাগ ছিল।
তবে সব কিছুর চেয়ে বেশি ছিল
রাগ----
কখনো আমি আমার স্ত্রীর উপর
প্রচন্ড রেগে যেতাম।
আবার কখনো
ও আমার উপর প্রচন্ড রেগে যেত---
এই রাগ কখনো - কখনো
এমন অবস্থায় পৌঁছে যেত
যে আমাদের এই ছোট , সুন্দর , সুখের, সংসারটা
ভেঙে যায়,
ভেঙে যায়
এমন অবস্থা।
কিন্তু ঈশ্বরের কৃপায় ,
আপনাদের আর্শিবাদে
আমাদের দাম্পত্য জীবন
ভেঙে যায় নি----,
পরম বিশ্বাস ও ভালোবাসায়
আজ ও অটুট,
তবে আমাদের দাম্পত্য জীবন
ভেঙে না গেলেও
মচকেছে অনেক -
অনেক বার-----
আর সেই মচকে যাওয়া দাম্পত্য জীবন টাকে
একদিকে আমি
একদিকে আমার স্ত্রী
দুজনের ভালোবাসা আর বিশ্বাসের
শক্ত টানে, টেনে রেখে ছিলাম।
তাই আমাদের দাম্পত্য জীবন
মচকে গেলেও
ভেঙে যায়নি আজও-----
কিন্তু আমার চেনা - জানা
অনেক আত্মীয় - পরিজন ,
বন্ধু- স্বজনের
দাম্পত্য জীবন ,
আমি চোখের সামনে --
তাসের ঘরের মতো
ভেঙে যেতে দেখেছি।
আমি দেখেছি ,
সমান্য থুকনো কারনে ,
আমি দেখেছি কত দাম্পত্য জীবন
পদ্মার ভাঙ্গনের মতো ভেঙে যেতে ।
আমারি চোখের সামনে
কাঁচের চুড়ির মতো
ভেঙে গেছে কত হাসি - খুশি,
সচ্ছল দাম্পত্য জীবন।
আমার ১৭ বছরের দাম্পত্য জীবনে
আমার দেখা ----
আমার চেনা- জানা ,
অনেক আত্মীয় -পরিজন
বন্ধু - স্বজন ,
সবার সাথে কথা বলে জানতে চেয়েছি
কেন ভেঙে যায়----
স্বামী - স্ত্রীর ,
এই সুন্দর সম্পর্ক----?
এই প্রশ্নের উত্তর খুঁজতে বহুবার কথা বলেছি
তাদের সাথে
যাদের স্বামী - স্ত্রীর
এই মধুর সম্পর্ক ভেঙে গেছে।
তাদের সাথে কথা বলে জানতে পাড়লাম ,
তাদের কেউ ---
এই সুন্দর ,
মধুর সম্পর্ক ভাঙেতে চান নি,
তারা এই সম্পর্কে
আরো সুন্দর করে গড়তে চেয়েছিল ,
গড়তে চেয়েছিল
তাদের সপ্নের এক নতুন পৃথিবী-----
কিন্তু তাদের সেই সপ্নের
নতুন পৃথিবী গড়ার আগেই
আচমকা
কোন এক অদৃশ্য হড়পা বানে
ভেঙে গিয়েছে
তাদের সেই নতুন পৃথিবী গড়ার স্বপ্ন-----
কেন ভেঙে যায় ----
সেই সব মানুষের স্বপ্ন ----?
ভেঙে যায় কেন দাম্পত্য-----?
ভেঙে যায় তার কারন হলো ,
যখন আমাদের চাওয়াটা
হয়ে যায়
প্রত্যাশার চেয়ে বেশি-----
যেমন কেউ চেয়ে ছিল
তার স্ত্রী কে
সে যখন ,
যা বলবে তাই শুনবে।
আবার কেউ চেয়ে ছিল
তার স্বামী
তার আঙ্গুলী হেলনে চলবে-----
সে যাই বলবে
সেই মত তার স্বামী কে
চলতে হবে।
আর এই চাওয়া টা
যাদের পাওয়া হয় ,
তাদের টিকে যায়
দাম্পত্য সম্পর্ক।
অর্থাৎ স্ত্রী চেয়ে ছিল তার স্বামী
তার কথা মতো চলুক----
,আর সেই মতো যখন
তার স্বামী চলছে ,
তখন সেই স্ত্রীর
চাওয়া টা
পাওয়া হয়েগেছে,
টিকে গেছে তাদের দাম্পত্য।
আবার
স্বামীর কথা মতো
যে স্ত্রী চলছে,
টিকে গেছে তাদের দাম্পত্য ,
অর্থাৎ এক্ষেত্রে ও
স্বামীর চাওয়া টা
পাওয়া হয়ে গেছে---
তাই ভেঙে যায় নি সম্পর্ক।
আর অপর দিকে
যাদের আকাঙ্খা পূর্ন হয়না ,
তাদের সম্পর্ক টিকে থাকে না।
আপনি কি কখনো
এভাবে ভেবে দেখেছেন
আপনার যা কিছু ভালো ,
সেটি অন্যের ভালো
না লাগতে পারে।
আপনার তখন মিলনের ইচ্ছা করে,
তখন আপনার স্ত্রীর
তখন ইচ্ছা না ও করতে পারে।
তাই বলে রাগা- রাগি করবেন---
সামান্য শারীরিক মিলনের জন্য----?
খনিক সময় মাএ সুখের জন্য
পুরো জীবনটা এই ভাবে নষ্ট করাটা
কতটা সঠিক -----
আপনি ভেবেছন কখনো----?
আপনি ভেবেছেন কখনো পরকীয়া ,
অবৈধ্য সম্পর্ক
কয়েক মিনিট আপনাকে
খুশি করতে পারলেও,
কখনো স্বামী- স্ত্রীর মতো
পবিত্র গভীর ভালোবাসা
দিতে পারে কি----?
ভেবেছেন কি কখনো
পরকীয়া শুধু পেতে চায়-----
অপর দিকে
স্বামী - স্ত্রীর সম্পর্ক নিতে নয়
শুধু দিতে চায়।
ভেবে দেখেছেন
আপনি কখনো ,
কোনটায় আপনি বেশি খুশি,
কোনটায় আপনি বেশি সুখী---
একবার ভেবে দেখুন তো
আসল সুখ কোনটা ---?
অনেক টাকা পয়সা,
দামী গাড়ি,
মস্ত বড় ফ্ল্যাট
এই সব কি প্রকৃত সুখ---?
আসলে কোনটা চাওয়া দরকার
কোনটা পাওয়া খুব জরুরি
সেটা আপনি জানেন তো----?
তাই দয়া করে
আপনার যা কিছু ভালো- মন্দ,
ইচ্ছা- অনিচ্ছা
অযথা অন্যের উপর
চাপিয়ে দেবেন না--
প্লিজ-----
হতে পারে সে আপনার স্ত্রী,
হতে পারে সে আপনার স্বামী।
কিন্তু প্রত্যেকের
একটি নিজস্ব মতামত আছে,
আমরা প্রত্যেকে স্বাধীনতচেতা।
তাই আমার যা কিছু ভালো মন্দ
তা জোর করে---
অন্যের উপর
চাপিয়ে দেয়া যায়না।
আর যদি জোর করে চাপিয়ে দেয়া হয়
তাহলে-------
মতের অমিল হবে,
আর তার থেকে
সৃষ্টি হবে
দাম্পত্য কলহ,
যা এক সময়
স্বামী- স্ত্রীর সম্পর্কের মধ্যে
ভাঙন ধরাবে
অথবা ভাঙন ধরতে বাধ্য।
তাহলে এক কথায় বললে ,
বলতে হয় ---
আমাদের চাওয়া যদি
পাওয়া হয়,
তাহলে সম্পর্ক টিকে যেতে পারে,
আর না হলে সম্পর্ক ভাঙেতে
বেশি সময় লাগেনা।
বেঁচে থাকার জন্য
অর্থ , টাকা, পয়সার প্রয়োজন আছে
কিন্তু বেঁচে থাকার জন্য
খুব বেশি অর্থের প্রয়োজন হয় না।
ভালো ভাবে থাকার জন্য
বাড়ির প্রয়োজন আছে ঠিকি,
কিন্তু ফ্লাটের
প্রয়োজন হয়না।
যাতায়াতের জন্য
গাড়ি দরকার,
কিন্ত সেটা দামী না হলে ও
কাজ চলে যাওয়ার মতো হলেই হবে।
জীবনে হয়তো
শারীরিক সুখের জন্য
শারীরিক মিলনের দরকার
কিন্তু সেটাই মৌলিক
এমন কিন্ত নয়।
আপনি সুখের জন্য
দিনরাত ইঁদুর দৌড় করছেন,
নিজে কে
রোবট তৈরি করে করেছেন।
আর তা করতে গিয়ে
কখনো একে - অন্যের প্রতি খেয়াল
রেখেছেন---কি ---?
কখনো ,
কোনদিন -----
আপনি আপনার স্ত্রীর কাছে
জানতে চেয়েছেন
আজ তোমার জন্য
কি আনবো----?
কোনোদিন খাওয়া সময় ,
খাবার ভালো খেতে হলে
যখন আপনি একেবারে
আঙুল চেপে খান---
যা দেখে আপনার স্ত্রী
আবার আপনার পাত
ভর্তি করে
আপনাকে আবার খাবার দেয়-----
তখন জানতে চেয়েছেন---
তার খাবার আছে কিনা---?
অথবা
যখন আপনার স্ত্রীর
শরীর খারাপ হয়-----
তার মাথাটা
নিজের কোলে তুলে ,
আলতো করে তার মাথায় হাত
বুলিয়ে দিয়েছেন কোনদিন---?
আপনি কি
আপনার স্বামী কে
কোনোদিন বলেছেন ,
কি হবে এত পরিশ্রম করে,
আমার ফ্ল্যাট চাই না ,
ছোট এই ঘরের
আমি সুখে আছি---
কোনোদিন বলতে পেরেছেন
আপনার স্বামী কে
তোমাকে এত পরিশ্রম
করতে হবে না।
আমার দামী শাড়ি,
গা- ভর্তি গহনার দরকার নেই
তাহলে তুমি কেন
এত পরিশ্রম করবে----?
আজ আপনি নিজের বুকে হাত দিয়ে
বলুন তো---
আপনি সুখী তো----?
সুখে আছেন আপনি---?
আপনি সুখ খুঁজতে গিয়ে
অসুখ কিনছেন
না তো------?
জীবনের আসল সুখ
লুকিয়ে আছে
স্বামী - স্ত্রীর ভালবাসায়।
জীবনের যতই
কঠিন সময়
আসুক না কেন
একে অপরের সাথে
আলোচনা করে দেখুন
সব সমস্যার সমাধান ,
তখনই হবে যাবে।
জীবনে যদি আপনার
কখনো মনে হয়
আপনি দুঃখি---
কিংবা কারো কাছে ,
যে কোনা কিছু তে
আপনি আঘাত পেয়েছেন--
তখন স্বামী - স্ত্রী একে অপরে কে
পরম ভালো বাসায়
আবদ্ধ করে দেখুন --
শুধু একবার
করে দেখুন
এক নিমিষে
সব কিছু
কেমন সুন্দর হয়ে উঠবে।
যে সুখ আপনি
এতো দিন খুঁজছেন,
যে সুখ এখনো আপনি পাননি
যে সুখ পাওয়ার জন্য
আপনি উদগিব
সে সুখ
তখন আপনার সামানে---
এর চেয়ে দামী সুখ
আর হয় না----
এর চেয়ে বড় সুখ
এই পৃথিবীতে নেই----
তাই আর নয় দাম্পত্য কলহ
আজ থেকে স্বামী - স্ত্রী
একে অপর কে সম্মান,
একে অপরের
মতামত প্রকাশের
স্বাধীন মর্য্যাদা দিয়ে ,
দুজনে মিলে গড়ে তুলুন
আপনার ----
শুধু আপনাদের
সপ্নের নয়,
বাস্তবের -----
এক সত্যি কারের
সুখের সংসার।
_________________________________________
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন
ইতি আপনাদের বন্ধু
সমীর ✍️
__________________________________________
বন্ধুরা শারীরিক অসুস্থতা জন্য আমি অনেক দিন
আমার ব্লগে কিছু লিখতে পারি নাই---
তাহার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
এর জন্য আমি আপনাদের সবাইয়ের কাছে ক্ষমা
ভিক্ষা চাইছি---
আশা করি বন্ধুরা আপনারা সকলে আমাকে ক্ষমা ভিক্ষা দেবেন।
__________________________________________
আমার আজকের এই লেখা পড়ে আপনাদের
কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
আপনাদের সু- চিন্তিত মতামতের আশায় রইলাম।
__________________________________________
বন্ধুরা আমার এই ব্লগে আরো অনেক লেখা রয়েছে
আপনারা পড়তে চাইলে লক অন করুন
👉 https://www.allsamir.blogpost.com
__________________________________________
Comments