*অর্ধেক জীবন*
পঞ্চম পর্বের পর
ষষ্ঠ পর্ব
পুনশ্চঃ ------সেদিন জীবন সাগরের মাঝ দরিয়ায়
সংসার তরনী ডুবেই যেত--------
তখন আমার স্ত্রী যদি তার শক্ত হাতে
সংসার তরনীর হালটি না ধরতো।
যেদিন আামার বাবা হঠাৎ হৃদ রোগে মারা গেলেন।
আমার কন্যার বয়স তখন মাএ দুই বছর।
ঠিক সেই সময় আমাদের মাথা গোঁজার একমাএ
মাটির কুঁড়ে ঘরটি, বন্যায় পড়ে গেছে-------
একদিকে পিতৃ বিয়োগ, অপর দিকে একটু
মাখা গোঁজার আশ্রয় -----
পাঠক আমি পূর্বেই বলছি তা আপনাদের স্মরন
থাকবে যে --- আমাদের নিজেদের
বলতে বাস্ত ঘর টুকু ছাড়া আর কোন প্রকার নাছিল চাষ --- আবাদের জমি, আর না ছিল
অন্য কোন উপার্জনের উৎস।
বাবা আর আমার দুজনের মিলিত সৎ ভাবে
অতি পরিশ্রম করে, রাজার হালে না চললেও
ভাত কাপড়ের অভাব ছিল না। তাই হতাৎ
করে বাবার এই অকাল মৃত্যু আমাকে খুব দুঃচিন্তায় ফেলে দেয়----------
লোকে কথায় ব'লে বিপদ যখন আসে,
তখন সব দিক থেকেই আসে-----
আমার ক্ষেএেও ঘটে ছিল ঠিক টাই--------
এযেন ঠিক গোদের উপর বিষফোঁড়া
তার উপরে আাবার আকন্দ আঠা----------
আমি কিংকর্তব্য বিমুঢ় হয়ে পড়লাম।
এযেন মাথায় বাজ পড়া নয়, পুড়ো আকাশটা
আমার মাথায় ভেঙে পড়লো।
আমি দু চোখে সরিষার ফুল দেখতে লাগলাম।
আমি দেখতে পেলাম, আমার দু'ই চোখের সামনে
জীবন সুমুদ্রের ঠিক মাঝ দরিয়া, আমাদের
সংসার তরনি প্রায় ডুবু ডুবু -------
ঠিক সেই সময়-------
আমার স্ত্রী একেবারে যাকে বলে
ঝাঁপিয়ে পড়ে, নিজের হাতে শক্ত করে সংসার
তরনির হাল ধরলো------
সেই সংসার তরনির হাল আমার স্ত্রী
তার নিপুণ শক্ত হাতে আজও বেয়ে চলেছে ------
আমার স্ত্রী তার অসিম ধৈয্য, আদম্য সাহস, হার না মানা হার জেদি মানসিকতাই আজ আমাদের
সংসার টিকে সে সুখের চড়ায় ভিড়িয়ে ছেড়েছে---
আমার স্ত্রীর এই অসিম ধৈয্য, আদম্য সাহস, হার না মানা হার এই জেদি মানসিকতা কে
আজ আমি স্যালুট জানাই 👍 -------
আমার স্ত্রী প্রমান করেছে দেখিয়ে দিয়েছে,
সে ছেলে না হয়েও ও পারে।
তবে এর জন্য তাকে অনেক মূল্য চুকাটে হয়েছে---
শুনতে হয়েছে অনেক কুক্তত্যি, সইতে হয়েছে
অনেক অপমান, লাঙ্নচ্ছনা - গঙ্জনা কম সহ্য
করতে হয়নি--------------
নিরবে, নির্ভিতে ঘরের এক কোনে বসে যে
চোখের জল সে ফেলেছে----------
তা যদি ধরে রাখা যেত, তা হলে একটি সাগর না হলেও, নদী হয়ে যেত, দুঃখের নদী---------
-------------------------------------------------------------------
ক্রমশ -------চলবে---------------------------
এরপর সপ্তম পর্বে
-------------------------------------------------------------------
প্রিয় পাঠক আমি আমার নিজের জীবন কাহিনী
আমার এই ব্লগে * অর্ধেক জীবন * নামে বেশ কয়েক টি ধারাবাহিক পর্ব লিখেছি।
আপনারা আমার সেই লেখা পড়তে চাইলে
লক অন করুন 👇
👉https://allsamir.blogpost. Com
--------------------------------------------------------------
ভালো থাকুন, সুস্থ থাকুন
ইতি------------সমীর✍️
নমস্কার 🙏
Comments