হ্যালো ফ্রেন্ডস
আমি সমীর ----
সমীর ব্লগ পোস্ট ডটকম samir.blogpost.com
আজকের লেখার শিরোনাম 👉চাবি🔑🗝️🔑
সোনা- রুপো, হীরে-জহ্বরত, মনি- মুক্ত
অনেক মূল্যবান সম্পদ দিয়ে ভরে রেখে
ছিলাম।
লকার বা আলমারি নয়-----
ভরে রেখে ছিলাম, আমার মনের সিন্ধুক
ভরে রেখেছিলাম, সেদিনের তোমার কাছ থেকে পাওয়া যত।রাগ-অনুরাগ, সুখ-দুঃখ,
মান-অভিমান, হাসি- খুশি, প্রেম-ভালোবাসার,
সব কিছুই ----
ইচ্ছে ছিল কোন এক অবসরে, একদিন
এসবের হিসাব করবো এর মূল্যকত।
কজের চাপে, সময়ের ঠেলায় সে আর
এতদিন হয়ে ওঠে নি।
আজ জীবনের অস্তাচলে এসে,
যখন কাজহীন /কর্মহীন, হাতে অফুরন্ত সময়,
তখন ভাবলাম, আজ তবে মনের সিন্ধুক খুলে
দেখি।
তুমি যা কিছু আমায় দিয়েছো তার মূল্য কত-----
কিন্তু একি, একটা , একটা, করে সব চাবি দিয়েই
দেখলাম।
এর কোন চাবি দিয়েই আমার মনের
তালা খুলবে কি করে, আসলে আমি ভুলে গেছিলাম যে--------
তুমি চলে যাওয়ার সময়, তোমার সাথে করে
সেই চাবি 🔑 তুমি নিয়ে গেছো।
আমি আমার মনের সিন্ধুকের চাবিটা🔑 তোমার কাছে রেখেছিলাম।
রেখেছিলাম-----
কারন আমি ভাবিনি, আমি ভাবতে ও পারিনি
তুমি কোনদিন চলে যাবে------
অথচ তুমি, সেই তুমি চলে গেলে।
আসলে জীবন বোধহয় এরকম,
আমার যা কিছু ভাবি, ঠিক তার উল্টো টাই হয়।
তুমি চলে গেছো তাই, আমার মনের সিন্ধুক আর
আমার খুলে দেখা হলো না -----
সেদিনের , সেই তোমার দেওয়া প্রেম- ভালোবাসা
গুলো ---
নকল না কি আসল কিনা।
আজ তোমার কাছে একটা অনুরোধ
যদি পরো তাহলে তোমার যা কিছু, তুমি আমাকে
দিয়ে ছিলে, তার সবকিছুই,
তুমি নিয়ে যেও প্লিজ-------
ভয় নেই , আমি তোমার কোন কিছুই হারাই নি।
আমাকে দেওয়া তোমার সব কিছুই,
আমি যত্ন করে আমার মনের সিন্ধুকে রেখেছি।
যার চাবি 🔑 তোমার কাছে ------
আর একটা অনুরোধ আমার,
তোমার কাছে,
পারতো ফিরিয়ে দিয়ো
---------------------------------------------------------------
আমার লেখা আপনার কেমন লেগেছে
আমকে কমেন্ট করে জানাবেন।
আপনার মূল্যবান মতামতের আশায় রইলাম।
ইতি, সমীর✍️
ভালো থাকুন, সুস্থ থাকুন
নমস্কার, 🙏
------------------------------------------------------
Flow my.blog,👇
👉https://allsamir.blogpost. com
-----------------------------------------------------------
Comments