যেতেই যখন হবে ------
তখন যাবার আগে যায়াই ভালো
বেশি দিন থেকে--------
কি আর হবে বলো--?
সেই তো মেকি ভালো -- বাসা
মিথ্যে স্বপ্ন -- আশা,
মিথ্যে মায়ায় জরিয়ে----
লাভ আর কি তবে ---?
যেতেই যখন হবে ------
তবে যাওয়ার আগে
করতে হবে এমন এক কাজ
যা মানুষের মনে অনেক---অনেক দিন
রেখে যায় এক গভীর ছাপ
তাই যত লোভ-- লালসা , হিংসা আর পাপ
আজ এ হৃদয় থেকে মুছে যাক তবে
যেতেই যখন হবে ----
Comments